ক্রীড়া ডেস্ক
সেঞ্চুরিয়নে দারুণ দুইটা দিন কাটল করবিন বোশের। অভিষেক টেস্টের প্রথম দিনে ৪ উইকেট নেওয়ার আজ ব্যাট হাতেও আলো ছড়ালেন দক্ষিণ আফ্রিকান পেসার। ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৯৩ বলে করেছেন অপরাজিত ৮১ রান। ইনিংসে চারের সংখ্যা ১৫। তাঁর সঙ্গে বাকি দুই লেজের ব্যাটার কাগিসো রাবাদা (১৩) ও ড্যান পিটারসনের (১২) সুবাদে প্রোটিয়ারাও প্রথম ইনিংসে করে ৩০১ রান।
প্রথম দিনের লড়াই সমানে সমান হলেও পাকিস্তান দ্বিতীয় দিন পার করেছে চাপে থেকে। দ্বিতীয় ইনিংস শুরু করে ৮৮ রান করতেই যে হারিয়ে ফেলেছে ৩ উইকেট! তৃতীয় দিনে সফরকারীরা ব্যাটিংয়ে নামবে ২ রানে পিছিয়ে থেকে। সৌদ শাকিলকে (৮) নিয়ে আগামীকাল দিন শুরু করবেন বাবর আজম (১৬)। পাকিস্তান প্রথম ইনিংসে করেছিল ২১১ রান।
আজ চা বিরতির পর দারুণ শুরু করেছিলেন সাইম আইয়ুব ও শান মাসুদ। দুজনের ৪৯ রানের জুটি ভাঙেন রাবাদা। ২৮ রানে বোল্ড হয়ে ফেরেন আইয়ুব। এরপর দিন মার্কো ইয়ানসেনের জোড়া শিকার। ৪ রানের ব্যবধানে ফেরেন অধিনায়ক মাসুদ (২৮) ও কামরান গোলাম (৪)।
তার আগে ৩ উইকেটে ৮২ রানে দিন শুরু করে প্রোটিয়ারা। সকালটা বেশ ভালোভাবে সামাল দেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার এইডেন মার্করাম ও টেম্বা বাভুমা। দুজনের ৭০ রানের জুটি ভাঙেন আমের জামাল। ৩১ রানে ফেরেন অধিনায়ক বাভুমা। প্রোটিয়ারা বিপদে পড়ে দ্বিতীয় সেশনে। ১৭১ থেকে ১৯১ রানের মধ্যে হারায় আরও ৩ উইকেট। ৫ উইকেটে ১৮০ রান নিয়ে মধ্যাহ্নভোজে যাওয়া স্বাগতিকেরা বাকি উইকেট হারায় দ্বিতীয় সেশনে।
সতীর্থদের আসা যাওয়ার মাঝে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন মার্করাম। খুররম শাহজাদের বলে প্রোটিয়া ওপেনার ৮৯ রানে ফিরলেও বোশের দুর্দান্ত ব্যাটিংয়ে ৯০ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা।
সেঞ্চুরিয়নে দারুণ দুইটা দিন কাটল করবিন বোশের। অভিষেক টেস্টের প্রথম দিনে ৪ উইকেট নেওয়ার আজ ব্যাট হাতেও আলো ছড়ালেন দক্ষিণ আফ্রিকান পেসার। ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৯৩ বলে করেছেন অপরাজিত ৮১ রান। ইনিংসে চারের সংখ্যা ১৫। তাঁর সঙ্গে বাকি দুই লেজের ব্যাটার কাগিসো রাবাদা (১৩) ও ড্যান পিটারসনের (১২) সুবাদে প্রোটিয়ারাও প্রথম ইনিংসে করে ৩০১ রান।
প্রথম দিনের লড়াই সমানে সমান হলেও পাকিস্তান দ্বিতীয় দিন পার করেছে চাপে থেকে। দ্বিতীয় ইনিংস শুরু করে ৮৮ রান করতেই যে হারিয়ে ফেলেছে ৩ উইকেট! তৃতীয় দিনে সফরকারীরা ব্যাটিংয়ে নামবে ২ রানে পিছিয়ে থেকে। সৌদ শাকিলকে (৮) নিয়ে আগামীকাল দিন শুরু করবেন বাবর আজম (১৬)। পাকিস্তান প্রথম ইনিংসে করেছিল ২১১ রান।
আজ চা বিরতির পর দারুণ শুরু করেছিলেন সাইম আইয়ুব ও শান মাসুদ। দুজনের ৪৯ রানের জুটি ভাঙেন রাবাদা। ২৮ রানে বোল্ড হয়ে ফেরেন আইয়ুব। এরপর দিন মার্কো ইয়ানসেনের জোড়া শিকার। ৪ রানের ব্যবধানে ফেরেন অধিনায়ক মাসুদ (২৮) ও কামরান গোলাম (৪)।
তার আগে ৩ উইকেটে ৮২ রানে দিন শুরু করে প্রোটিয়ারা। সকালটা বেশ ভালোভাবে সামাল দেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার এইডেন মার্করাম ও টেম্বা বাভুমা। দুজনের ৭০ রানের জুটি ভাঙেন আমের জামাল। ৩১ রানে ফেরেন অধিনায়ক বাভুমা। প্রোটিয়ারা বিপদে পড়ে দ্বিতীয় সেশনে। ১৭১ থেকে ১৯১ রানের মধ্যে হারায় আরও ৩ উইকেট। ৫ উইকেটে ১৮০ রান নিয়ে মধ্যাহ্নভোজে যাওয়া স্বাগতিকেরা বাকি উইকেট হারায় দ্বিতীয় সেশনে।
সতীর্থদের আসা যাওয়ার মাঝে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন মার্করাম। খুররম শাহজাদের বলে প্রোটিয়া ওপেনার ৮৯ রানে ফিরলেও বোশের দুর্দান্ত ব্যাটিংয়ে ৯০ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা।
এভাবেও ম্যাচ হারা যায়! ওপেনিং জুটিতে ১২১ রান তুলেও শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের দেওয়া ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে পারেনি শ্রীলঙ্কা। মাউন্ট মঙ্গানুইয়ে শেষ পর্যন্ত ম্যাচটা ৮ রানে হেরেছে সফরকারীরা। রোমাঞ্চকর ম্যাচে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকেরা।
২ মিনিট আগেপ্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলবেন শাহিন শাহ আফ্রিদি। মিরপুর শেরেবাংলায় অনুশীলনের সময় পাকিস্তানের তরুণ পেসারের দিকেই সব ক্যামেরা তাক করা। সবকিছু ঠিক থাকলে, আগামী পরশু বিপিএলের উদ্বোধনী ম্যাচেই দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে দেখা যেতে পারে ফরচুন বরিশালের শাহিন শাহকে।
১ ঘণ্টা আগেবক্সিং ডে টেস্টে দ্বিতীয় দিনই বিপর্যয়ে পড়েছিল ভারত। আজ তৃতীয় দিন ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজা দ্রুত ড্রেসিংরুমে ফিরলে আরও বিপদ বাড়ে সফরকারীদের। কিন্তু তখনো ছিলেন নিতীশ কুমার রেড্ডি। টেল-এন্ডারে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া সফরে প্রত্যেক ইনিংসেই কার্যকর ইনিংস খেলেছেন এই অলরাউন্ডার।
৪ ঘণ্টা আগেসময় চলে যায়, রেখে যায় স্মৃতি। দুঃস্মৃতিও। বিদায়ী বছরের ক্রীড়াঙ্গনের সেসব স্মৃতি-দুঃস্মৃতির পাশাপাশি ছবি ও লেখায় আলোচিত ঘটনা নিয়ে ধারাবাহিক এই বর্ষপরিক্রমা। আজকের পর্বে আন্তর্জাতিক ফুটবল।
৫ ঘণ্টা আগে