ক্রীড়া ডেস্ক
নতুন করে দ্বিস্তরের টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনা শুরু হওয়ায় হতাশ ক্লাইভ লয়েড। এই আলোচনা বন্ধের দাবি জানিয়ে ক্যারিবীয় ক্রিকেট কিংবদন্তি বলছেন, টেস্টে দ্বিস্তর চালু হয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে!
বোর্ডার-গাভাস্কার সিরিজে উত্তেজনাপূর্ণ ক্রিকেট এবং দর্শকের ব্যাপক উপস্থিতি দ্বিস্তরের ক্রিকেট নিয়ে নতুন করে ভাবাচ্ছে ক্রিকেটের তিন মোড়ল—ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে। দ্বিস্তরের টেস্ট কাঠামোর পক্ষে আগেও ছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ভারত আগে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের সুরে সুর না মেলালেও এবার মেলাচ্ছে। তার ওপর আইসিসির সভাপতি ভারতেরই হওয়ায়, এবার এবার হয়তো দ্বিস্তরের টেস্টকাঠামো আলোর মুখ দেখতেও পারে।
তবে তা হোক কিংবা না হোক, দ্বিস্তরের টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনাটাই পীড়া দিচ্ছে লয়েডকে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক বললেন, ‘এই খবর শুনে আমি খুবই বিরক্ত। বিষয়টিকে এখনই থামিয়ে দেওয়া উচিত। এখানে তো ৩০-৪০টি দল নেই, দল মাত্র ১০টি (আসলে ১২ টি)। আমাদের এমন একটা কাঠামো থাকা উচিত, যেখানে সবাই নিয়মিত খেলার সুযোগ পাবে।’
তবে লয়েডের বিশ্বাস, দ্বিস্তরের টেস্ট চালু হবে না। আর চালু হলে সেটা একটা ভুল পদক্ষেপ হবে বলেই মনে করেন তিনি, ‘এখনো টেস্ট ক্রিকেট খেলাটির সবচেয়ে আকাঙ্ক্ষিত সংস্করণ। এখন তো মনে হচ্ছে, এটাকে এক পাশে সরিয়ে রাখার ব্যবস্থা হচ্ছে। যদি এমনটাই হয়, তবে সেটি খুব বড় ভুল হবে।’
আর এটা বড় ক্ষতি করবে ক্যারিবীয় ক্রিকেটেরও। আর্থিকভাবে নিচের সারির দলগুলোও ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করেন লয়েড।
নতুন করে দ্বিস্তরের টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনা শুরু হওয়ায় হতাশ ক্লাইভ লয়েড। এই আলোচনা বন্ধের দাবি জানিয়ে ক্যারিবীয় ক্রিকেট কিংবদন্তি বলছেন, টেস্টে দ্বিস্তর চালু হয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে!
বোর্ডার-গাভাস্কার সিরিজে উত্তেজনাপূর্ণ ক্রিকেট এবং দর্শকের ব্যাপক উপস্থিতি দ্বিস্তরের ক্রিকেট নিয়ে নতুন করে ভাবাচ্ছে ক্রিকেটের তিন মোড়ল—ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে। দ্বিস্তরের টেস্ট কাঠামোর পক্ষে আগেও ছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ভারত আগে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের সুরে সুর না মেলালেও এবার মেলাচ্ছে। তার ওপর আইসিসির সভাপতি ভারতেরই হওয়ায়, এবার এবার হয়তো দ্বিস্তরের টেস্টকাঠামো আলোর মুখ দেখতেও পারে।
তবে তা হোক কিংবা না হোক, দ্বিস্তরের টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনাটাই পীড়া দিচ্ছে লয়েডকে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক বললেন, ‘এই খবর শুনে আমি খুবই বিরক্ত। বিষয়টিকে এখনই থামিয়ে দেওয়া উচিত। এখানে তো ৩০-৪০টি দল নেই, দল মাত্র ১০টি (আসলে ১২ টি)। আমাদের এমন একটা কাঠামো থাকা উচিত, যেখানে সবাই নিয়মিত খেলার সুযোগ পাবে।’
তবে লয়েডের বিশ্বাস, দ্বিস্তরের টেস্ট চালু হবে না। আর চালু হলে সেটা একটা ভুল পদক্ষেপ হবে বলেই মনে করেন তিনি, ‘এখনো টেস্ট ক্রিকেট খেলাটির সবচেয়ে আকাঙ্ক্ষিত সংস্করণ। এখন তো মনে হচ্ছে, এটাকে এক পাশে সরিয়ে রাখার ব্যবস্থা হচ্ছে। যদি এমনটাই হয়, তবে সেটি খুব বড় ভুল হবে।’
আর এটা বড় ক্ষতি করবে ক্যারিবীয় ক্রিকেটেরও। আর্থিকভাবে নিচের সারির দলগুলোও ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করেন লয়েড।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল যেমন তামিম ইকবালকে দলে রাখতে আগ্রহী, তেমনি সাকিব আল হাসানকেও চাচ্ছে। টুর্নামেন্টের ১৫ সদস্যের প্রাথমিক দল বিসিবিকে জমা দিতে হবে ১২ জানুয়ারি।
৩৯ মিনিট আগে১৬ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নেই তামিম ইকবাল। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে তিনি নিয়মিত খেলে যাচ্ছেন। রানও করছেন নিয়মিত। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ফেরা নিয়ে ‘যদি-কিন্তু’ এখনো কাটছেই না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অপেক্ষায় রেখেছেন এই বাঁহাতি ব্যাটার।
২ ঘণ্টা আগেম্যাট হেনরি আউট হতেই শ্রীলঙ্কার ফুরোল ৭ বছরের অপেক্ষা। ওয়ানডেতে ২০১৮ সালে শেহান মাদুশঙ্কর পর আজ লঙ্কান বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন মাহিশ তিকশানা। তবে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তিকশানার হ্যাটট্রিক কোনো কাজে এল না। বাজেভাবে হেরে এক ম্যাচ আগেই সিরিজ হেরে বসল শ্রীলঙ্ক
৩ ঘণ্টা আগেবয়স মাত্র ১৯। অথচ স্যাম কনস্টাসকে দেখে কি সেটা বোঝার উপায় আছে! মাঠের ক্রিকেট ছাপিয়ে যেভাবে জসপ্রীত বুমরা, বিরাট কোহলির সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছেন, সেটা সদ্য শেষ হওয়া বোর্ডার-গাভাস্কার সিরিজে অনেক বেশি আলোড়ন তুলেছে।
৪ ঘণ্টা আগে