ক্রীড়া ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সিরিজেই অঘটনের শিকার বাংলাদেশ। আইসিসির সহযোগী দেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসানের মতে, তাঁরা যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাননি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ২ জুন। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হচ্ছে আগামীকাল। সিরিজ শেষে বাংলাদেশ আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ঠিকই। কিন্তু চলতি সিরিজটা আন্তর্জাতিক সিরিজ এবং বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য বাংলাদেশের কাছে এটিই শেষ সুযোগ। হিউস্টনে গত রাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরেছে ৬ রানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব যুক্তরাষ্ট্রে অনুশীলনের ব্যবস্থা নিয়ে কথা বলেন। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘আসলে এটা যদি বিশ্বকাপের প্রস্তুতি ধরে থাকি, তাহলে আমাদের ব্যাটিং-বোলিংয়ের আরও বেশি সেশন হওয়া দরকার ছিল। সুযোগ-সুবিধা আরও বেশি থাকা দরকার ছিল। এগুলোর কোনোটিই আমরা পাইনি।’
অনুশীলনের যতটুকু সুযোগ বাংলাদেশ পেয়েছে, সেটাও কাজে লাগাতে না পারা নিজেদের ব্যর্থতা মনে করেন সাকিব। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার বলেন, ‘আমার ধারণা, নেট সেশন এক দিন ঠিকমতো হয়েছে। তা-ও হয়তো ব্যাটাররা যতটুকু ব্যাটিং করা দরকার ছিল, ততটুকু করতে পারিনি। এক দিন ছিল ঐচ্ছিক, ব্যাটাররা সুযোগ নেয়নি। আপনি দুই দিকেই দায় দিতে পারেন। যেদিন সুযোগ ছিল, সেদিন ব্যাটাররা কেন ব্যাটিং করল না। আবার বলতে পারেন, যেহেতু এটা প্রস্তুতিমূলক সিরিজ হিসেবে নিয়েছিলাম, কেন সুযোগগুলো নিতে পারলাম না। তাই দুই দিকেরই ব্যর্থতা আছে।’
হিউস্টনে ১৭ মে বাংলাদেশ সময় ভোরে পৌঁছান সাকিব-নাজমুল হোসেন শান্তরা। পৌঁছেই ঝড়ের কবলে পড়েন তাঁরা। বৃষ্টিতে ভেন্যুই লন্ডভন্ডে হয়ে যায়। সে কারণে অনুশীলন বাধাপ্রাপ্ত হয়েছে বলে জানিয়েছেন সাকিব। ধবলধোলাই এড়াতে আগামীকাল নামার আগেও সম্ভবত কোনো অনুশীলন নেই সংবাদ সম্মেলনে জানা গেছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘বৃষ্টির জন্য এক দিন পারিনি। আপনি দেখুন, এখানে চারটা মাঠ আছে। আমরা ৩টা পিচে অনুশীলন করার সুযোগ পেয়েছি কেবল এক দিন। আমার কাছে সেটা আদর্শ মনে হয় না।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সিরিজেই অঘটনের শিকার বাংলাদেশ। আইসিসির সহযোগী দেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসানের মতে, তাঁরা যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাননি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ২ জুন। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হচ্ছে আগামীকাল। সিরিজ শেষে বাংলাদেশ আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ঠিকই। কিন্তু চলতি সিরিজটা আন্তর্জাতিক সিরিজ এবং বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য বাংলাদেশের কাছে এটিই শেষ সুযোগ। হিউস্টনে গত রাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরেছে ৬ রানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব যুক্তরাষ্ট্রে অনুশীলনের ব্যবস্থা নিয়ে কথা বলেন। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘আসলে এটা যদি বিশ্বকাপের প্রস্তুতি ধরে থাকি, তাহলে আমাদের ব্যাটিং-বোলিংয়ের আরও বেশি সেশন হওয়া দরকার ছিল। সুযোগ-সুবিধা আরও বেশি থাকা দরকার ছিল। এগুলোর কোনোটিই আমরা পাইনি।’
অনুশীলনের যতটুকু সুযোগ বাংলাদেশ পেয়েছে, সেটাও কাজে লাগাতে না পারা নিজেদের ব্যর্থতা মনে করেন সাকিব। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার বলেন, ‘আমার ধারণা, নেট সেশন এক দিন ঠিকমতো হয়েছে। তা-ও হয়তো ব্যাটাররা যতটুকু ব্যাটিং করা দরকার ছিল, ততটুকু করতে পারিনি। এক দিন ছিল ঐচ্ছিক, ব্যাটাররা সুযোগ নেয়নি। আপনি দুই দিকেই দায় দিতে পারেন। যেদিন সুযোগ ছিল, সেদিন ব্যাটাররা কেন ব্যাটিং করল না। আবার বলতে পারেন, যেহেতু এটা প্রস্তুতিমূলক সিরিজ হিসেবে নিয়েছিলাম, কেন সুযোগগুলো নিতে পারলাম না। তাই দুই দিকেরই ব্যর্থতা আছে।’
হিউস্টনে ১৭ মে বাংলাদেশ সময় ভোরে পৌঁছান সাকিব-নাজমুল হোসেন শান্তরা। পৌঁছেই ঝড়ের কবলে পড়েন তাঁরা। বৃষ্টিতে ভেন্যুই লন্ডভন্ডে হয়ে যায়। সে কারণে অনুশীলন বাধাপ্রাপ্ত হয়েছে বলে জানিয়েছেন সাকিব। ধবলধোলাই এড়াতে আগামীকাল নামার আগেও সম্ভবত কোনো অনুশীলন নেই সংবাদ সম্মেলনে জানা গেছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেন, ‘বৃষ্টির জন্য এক দিন পারিনি। আপনি দেখুন, এখানে চারটা মাঠ আছে। আমরা ৩টা পিচে অনুশীলন করার সুযোগ পেয়েছি কেবল এক দিন। আমার কাছে সেটা আদর্শ মনে হয় না।’
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
২ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৫ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৫ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৫ ঘণ্টা আগে