Ajker Patrika

বিশেষ দিনটা ভুলেই যেতে চাইবেন উইলিয়ামসন

 ক্রীড়া ডেস্ক
টেস্টে ৯০০০ রানের মাইলফলক ছুঁলেন কেন উইলিয়ামসন। ছবি: এএফপি
টেস্টে ৯০০০ রানের মাইলফলক ছুঁলেন কেন উইলিয়ামসন। ছবি: এএফপি

ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিন নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে লাল বলে ৯০০০ রানের মাইলফলক ছুঁলেন কেন উইলিয়ামসন। তবে তাঁর বিশেষ দিনটা নিজেদের করে নিল ইংল্যান্ড। দিন শেষে হারের শঙ্কায় কিউইরা। জয়ের সুবাস নিয়ে চতুর্থ দিন আবারও মাঠে নামবে ইংলিশরা।

১৫১ রানে পিছিয়ে থেকে নিউজিল্যান্ডে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৫৫ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে। তাদের লিড দাঁড়াল ৪ রান। ড্যারিল মিচেল ৩১ ও নাথান স্মিথ ১ রানে অপরাজিত আছেন। তার আগে ইংল্যান্ডের প্রথম ইনিংস থেমেছে ৪৯৯ রানে।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই ব্রাইডন কার্স ও ক্রিস ওকসের তোপেরমুখে পড়ে নিউজিল্যান্ড। ২৩ রানেই দুই ওপেনারকে হারায় তারা। অধিনায়ক টম লাথাম ১ ও ডেভন কনওয়ে ফেরেন ৮ রান করে। তৃতীয় উইকেটে রাচিন রবীন্দ্রকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামলানোর চেষ্টা করেন উইলিয়ামসন। সেই জুটি অবশ্য বেশি বড় হতে দেননি কার্স। চা-বিরতির পর শর্ট বলে ব্যাট চালিয়ে সীমানায় ধরা পড়েন রাচিন (২৪)। ভাঙে ৪১ রানের জুটি।

চতুর্থ উইকেটে দারুণ প্রতিরোধ গড়েন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল। প্রথম ইনিংসে ৯৩ রান করা উইলিয়ামসন বিপর্যয়ের মধ্যেই সাবলীল ব্যাটিং করছিলেন। ২৬ রান দূরে ছিলেন টেস্টে ৯০০০ রান থেকে। ১০৩ টেস্টে ১৮২ তম ইনিংসে সেই মাইলফলকও ছুঁলেন। কিন্তু ব্যাটিং অর্ডার হুড়িমুড়িয়ে ভেঙে পড়ায় বিশেষ দিনটাও এখন তাঁর জন্য তিক্ত! তুলে নেন লাল বলে ৩৭ তম ফিফটি।

কিন্তু দুই বলের মধ্যে খেলার গতি পথ বদলে দেন ওকস। ৮৬ বলে ৬১ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন উইলিয়ামসন। পরের বলেই উইকেটের পেছনে ধরা পড়েন টম ব্লান্ডেল (০)। শেষ বেলায় নিউজিল্যান্ডকে আরেকটি ধাক্কা দেন কার্স। গ্লেন ফিলিপসকে ফেরান ১৯ রানে। কার্স ও ওকস দুজনেই নিয়েছেন ৩টি করে উইকেট।

তার আগে দ্বিতীয় দিনের ৫ উইকেটে ৩১৯ রান থেকে আজ আবারও ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। আগের দিনের অপরাজিত সেঞ্চুরিয়ান হ্যারি ব্রুক আজ থেমেছে ১৭১ রানে। সেঞ্চুরির আশা জাগিয়ে ৮০ রানে ফেরেন বেন স্টোকস। শেষ দিকে গাস আটকিনসন ৪৮ ও কার্স ৩৩ রানে অপরাজিত থাকেন। কিউই পেসার ম্যাচ হেনরি ৪ উইকেট ও স্মিথ নিয়েছেন ৩টি উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত