ক্রীড়া ডেস্ক
হঠাৎ পুরোনো এক স্মৃতি উস্কে দিলেন শাহরিয়ার নাফীস। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আজ একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেই ভিডিওতে দেখা যায় তামিম ইকবালকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি গায়ে। একইভবে দেখা যায় মুশফিকুর রহিমকেও। দুজনের বিভিন্ন সময়ের ম্যাচের কিছু খণ্ডচিত্র দিয়ে সাজানো হয়েছে ভিডিওটি।
আর সেই ভিডিওর ক্যাপশনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস লেখেন, ‘এই ভিডিওটি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জার্সি উন্মোচনের জন্য আমরা তৈরি করেছিলাম। অনিবার্য কারণে ভিডিও পোস্ট করতে পারিনি। এখন করলাম। সময় যতই কঠিন হোক না কেন, দিতে হবে নিজের সর্বোচ্চটুকু। পেছনে তাকানোর কোনো সুযোগ নেই। এগিয়ে যাবার স্বপ্ন আমাদের সবার চোখে। এখন সময় এগিয়ে যাবার। দেশের জন্য কিছু করার। দলের জন্য, লাল সবুজ এই জার্সির জন্য, দেশের জন্য, লড়ব সবাই এক সাথে।’
হঠাৎ কেন এই ভিডিও পোস্ট নাফীসের! টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় তামিম-মুশফিক বিশ্বকাপে না খেললেও কেন তাঁদের নিয়ে এ ভিডিও? এ নিয়ে বিসিবির এক সূত্র জানিয়েছেন, এই ভিডিও নির্মাণের পরিকল্পনা ও চিত্রনাট্য ছিল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীসের।
ভিডিওটি আইডিয়া ছিল এমন—তামিম ও মুশফিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন না। দুজনই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন। কিন্তু যখন দলের প্রয়োজন তখন তাঁরা সবাই এক বিন্দুতে মিলে যেতে পারেন। ওই সময়টাতে সাকিব-তামিমকে নিয়ে বিতর্কটাও চলছিল। দুজনের দূরত্ব ও বিভিন্ন মুখরোচক আলোচনা হচ্ছিল ক্রিকেট দর্শকদের মধ্যে। আসলে ওটাকে ভাবনায় রেখেই এই ভিডিওটি বানাতে চেয়েছিল বিসিবি, যাতে তাঁরা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন। যেন সবাই মনে করেন, দেশের প্রয়োজনে, লাল-সবুজের জন্য আমরা সবাই এক। এই ধারনা থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়ে দেওয়া দুজন বাংলাদেশের সিনিয়র তারকা ক্রিকেটারকে নিয়ে এই কন্টেন্ট তৈরি হয়েছিল।
এই ভিডিওটি পোস্ট করার পরিকল্পনা ছিল গত ২৫ মে। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজের পরপরই। কিন্তু ওই সিরিজ বাজেভাবে হেরে যায় বাংলাদেশ। এরপর পুরোপুরি তৈরি হওয়া ভিডিওটি পোস্ট করবে, ঠিক তার আগে নেওয়া হয় নতুন সিদ্ধান্ত। বিসিবির সর্বোচ্চ কর্তৃপক্ষ ভিডিওটি পোস্টের অনুমতি দেয়নি। তাদের আশঙ্কা ছিল, যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ বাজে খেলায় সেই মুহূর্তে এমন ভিডিও পোস্ট করলে বিতর্ক আরও বাড়ত। সেই সময় জোর গুঞ্জন ছিল, তামিমকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ফেরানো হতে পারে।
বিসিবি মনে করেছিল, যদিও ভিডিওটি পোস্ট করা হয় তবে সেই আলোচনা ও বিতর্ক আরও বাড়বে। যেটা সামাল দেওয়াটা খুব কঠিন হয়ে যাবে আর দলে প্রভাব পড়বে। এ সব কিছু চিন্তা করে বিসিবি নীর্তিনির্ধারকেরা আর এই ভিডিওটি প্রকাশের অনুমতি দেননি। নাফীস যেহেতু ভিডিওটি বানানোর দায়িত্বে ছিলেন, সেই কারণে পড়ে থাকা ভিডিওটি আজ তিনি পোস্ট করেছেন।
আরও খবর পড়ুন:
হঠাৎ পুরোনো এক স্মৃতি উস্কে দিলেন শাহরিয়ার নাফীস। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আজ একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেই ভিডিওতে দেখা যায় তামিম ইকবালকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি গায়ে। একইভবে দেখা যায় মুশফিকুর রহিমকেও। দুজনের বিভিন্ন সময়ের ম্যাচের কিছু খণ্ডচিত্র দিয়ে সাজানো হয়েছে ভিডিওটি।
আর সেই ভিডিওর ক্যাপশনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস লেখেন, ‘এই ভিডিওটি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জার্সি উন্মোচনের জন্য আমরা তৈরি করেছিলাম। অনিবার্য কারণে ভিডিও পোস্ট করতে পারিনি। এখন করলাম। সময় যতই কঠিন হোক না কেন, দিতে হবে নিজের সর্বোচ্চটুকু। পেছনে তাকানোর কোনো সুযোগ নেই। এগিয়ে যাবার স্বপ্ন আমাদের সবার চোখে। এখন সময় এগিয়ে যাবার। দেশের জন্য কিছু করার। দলের জন্য, লাল সবুজ এই জার্সির জন্য, দেশের জন্য, লড়ব সবাই এক সাথে।’
হঠাৎ কেন এই ভিডিও পোস্ট নাফীসের! টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় তামিম-মুশফিক বিশ্বকাপে না খেললেও কেন তাঁদের নিয়ে এ ভিডিও? এ নিয়ে বিসিবির এক সূত্র জানিয়েছেন, এই ভিডিও নির্মাণের পরিকল্পনা ও চিত্রনাট্য ছিল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীসের।
ভিডিওটি আইডিয়া ছিল এমন—তামিম ও মুশফিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন না। দুজনই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন। কিন্তু যখন দলের প্রয়োজন তখন তাঁরা সবাই এক বিন্দুতে মিলে যেতে পারেন। ওই সময়টাতে সাকিব-তামিমকে নিয়ে বিতর্কটাও চলছিল। দুজনের দূরত্ব ও বিভিন্ন মুখরোচক আলোচনা হচ্ছিল ক্রিকেট দর্শকদের মধ্যে। আসলে ওটাকে ভাবনায় রেখেই এই ভিডিওটি বানাতে চেয়েছিল বিসিবি, যাতে তাঁরা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন। যেন সবাই মনে করেন, দেশের প্রয়োজনে, লাল-সবুজের জন্য আমরা সবাই এক। এই ধারনা থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়ে দেওয়া দুজন বাংলাদেশের সিনিয়র তারকা ক্রিকেটারকে নিয়ে এই কন্টেন্ট তৈরি হয়েছিল।
এই ভিডিওটি পোস্ট করার পরিকল্পনা ছিল গত ২৫ মে। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজের পরপরই। কিন্তু ওই সিরিজ বাজেভাবে হেরে যায় বাংলাদেশ। এরপর পুরোপুরি তৈরি হওয়া ভিডিওটি পোস্ট করবে, ঠিক তার আগে নেওয়া হয় নতুন সিদ্ধান্ত। বিসিবির সর্বোচ্চ কর্তৃপক্ষ ভিডিওটি পোস্টের অনুমতি দেয়নি। তাদের আশঙ্কা ছিল, যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ বাজে খেলায় সেই মুহূর্তে এমন ভিডিও পোস্ট করলে বিতর্ক আরও বাড়ত। সেই সময় জোর গুঞ্জন ছিল, তামিমকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ফেরানো হতে পারে।
বিসিবি মনে করেছিল, যদিও ভিডিওটি পোস্ট করা হয় তবে সেই আলোচনা ও বিতর্ক আরও বাড়বে। যেটা সামাল দেওয়াটা খুব কঠিন হয়ে যাবে আর দলে প্রভাব পড়বে। এ সব কিছু চিন্তা করে বিসিবি নীর্তিনির্ধারকেরা আর এই ভিডিওটি প্রকাশের অনুমতি দেননি। নাফীস যেহেতু ভিডিওটি বানানোর দায়িত্বে ছিলেন, সেই কারণে পড়ে থাকা ভিডিওটি আজ তিনি পোস্ট করেছেন।
আরও খবর পড়ুন:
জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
১ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
১ ঘণ্টা আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
১ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৪ ঘণ্টা আগে