ক্রীড়া ডেস্ক
সর্বশেষ দুই টেস্ট চ্যাম্পিয়নশিপেই তলানিতে ছিল বাংলাদেশ। বিপরীত অবস্থানে ছিল প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারতকে হারিয়ে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন কিউইরা। তবে ঘরের মাঠে সাবেক চ্যাম্পিয়নদের হারিয়ে এবারের চক্রটা দুর্দান্তভাবে শুরু করেছে বাংলাদেশ।
দুই টেস্ট সিরিজের প্রথমটিতে কিউইদের ১৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সিলেট টেস্ট দুই দলের এবারের চক্রের প্রথম টেস্ট। প্রতিপক্ষের বিপক্ষে পাওয়া জয়টি আবার ঘরের মাটিতে বাংলাদেশের প্রথম জয়। ঐতিহাসিক জয়ের আনন্দটা দুর্দান্তভাবে উপভোগ করছেন ক্রিকেটাররা।
মাঠের জয়োৎসব ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও। সিলেট টেস্টের নায়কদের সঙ্গে জয় উদ্যাপন করেছেন দলের বাইরে ও এই সংস্করণে সাবেক হওয়া ক্রিকেটাররাও। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ—এমনটি জানিয়েছেন তাসকিন আহমেদ। সিলেট টেস্টের স্কোয়াডে না থাকা এই পেসার বলেছেন, ‘ইতিহাস গড়ল বাংলাদেশ! টাইগারদের অসাধারণ পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে ১৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।’
বাংলাদেশ জয় পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন দুই বছর আগে টেস্টকে বিদায় জানানো মাহমুদউল্লাহ রিয়াদ। সীমিত সংস্করণের অভিজ্ঞ এই ব্যাটার বলেছেন, ‘দুর্দান্ত জয়। অভিনন্দন এবং তোমাদের জয়ে গর্ব অনুভব করছি। মুহূর্তটা ধরে রাখো এবং সিরিজ জেতো। শুভ কামনা।’
মাঠে থেকে ঐতিহাসিক জয়ের সাক্ষী হওয়া উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম বলেছেন, ‘প্রথম টেস্টে ১৫০ রানের জয়ে ব্ল্যাক ক্যাপসের বিপক্ষে ১–০ লিড বাংলাদেশের।’ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে আরেকটি স্মরণীয় মাইলফলক।’
গত বছর কিউইদের তাদের মাটিতেই ৮ উইকেটে হারিয়ে প্রতিপক্ষদের বিপক্ষে টেস্টে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে প্রথম জয় পেল বাংলাদেশ। সেই জয়কে টেনে এনেই আরেকটি স্মরণীয় মাইলফলক বোঝাতে চেয়েছেন মিরাজ। অন্যদিকে ঘরের মাঠে কিউইদের প্রথমবার হারানোর বিষয়টি তুলে ধরেছেন শরীফুল ইসলাম। বাঁহাতি পেসার বলেছেন, ‘ঘরের মাঠে প্রথমবার নিউজিল্যান্ডকে হারানো বাংলাদেশের জন্য ঐতিহাসিক জয়।’
সর্বশেষ দুই টেস্ট চ্যাম্পিয়নশিপেই তলানিতে ছিল বাংলাদেশ। বিপরীত অবস্থানে ছিল প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারতকে হারিয়ে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন কিউইরা। তবে ঘরের মাঠে সাবেক চ্যাম্পিয়নদের হারিয়ে এবারের চক্রটা দুর্দান্তভাবে শুরু করেছে বাংলাদেশ।
দুই টেস্ট সিরিজের প্রথমটিতে কিউইদের ১৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সিলেট টেস্ট দুই দলের এবারের চক্রের প্রথম টেস্ট। প্রতিপক্ষের বিপক্ষে পাওয়া জয়টি আবার ঘরের মাটিতে বাংলাদেশের প্রথম জয়। ঐতিহাসিক জয়ের আনন্দটা দুর্দান্তভাবে উপভোগ করছেন ক্রিকেটাররা।
মাঠের জয়োৎসব ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও। সিলেট টেস্টের নায়কদের সঙ্গে জয় উদ্যাপন করেছেন দলের বাইরে ও এই সংস্করণে সাবেক হওয়া ক্রিকেটাররাও। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ—এমনটি জানিয়েছেন তাসকিন আহমেদ। সিলেট টেস্টের স্কোয়াডে না থাকা এই পেসার বলেছেন, ‘ইতিহাস গড়ল বাংলাদেশ! টাইগারদের অসাধারণ পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে ১৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।’
বাংলাদেশ জয় পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন দুই বছর আগে টেস্টকে বিদায় জানানো মাহমুদউল্লাহ রিয়াদ। সীমিত সংস্করণের অভিজ্ঞ এই ব্যাটার বলেছেন, ‘দুর্দান্ত জয়। অভিনন্দন এবং তোমাদের জয়ে গর্ব অনুভব করছি। মুহূর্তটা ধরে রাখো এবং সিরিজ জেতো। শুভ কামনা।’
মাঠে থেকে ঐতিহাসিক জয়ের সাক্ষী হওয়া উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম বলেছেন, ‘প্রথম টেস্টে ১৫০ রানের জয়ে ব্ল্যাক ক্যাপসের বিপক্ষে ১–০ লিড বাংলাদেশের।’ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে আরেকটি স্মরণীয় মাইলফলক।’
গত বছর কিউইদের তাদের মাটিতেই ৮ উইকেটে হারিয়ে প্রতিপক্ষদের বিপক্ষে টেস্টে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে প্রথম জয় পেল বাংলাদেশ। সেই জয়কে টেনে এনেই আরেকটি স্মরণীয় মাইলফলক বোঝাতে চেয়েছেন মিরাজ। অন্যদিকে ঘরের মাঠে কিউইদের প্রথমবার হারানোর বিষয়টি তুলে ধরেছেন শরীফুল ইসলাম। বাঁহাতি পেসার বলেছেন, ‘ঘরের মাঠে প্রথমবার নিউজিল্যান্ডকে হারানো বাংলাদেশের জন্য ঐতিহাসিক জয়।’
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৫ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৭ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৭ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৮ ঘণ্টা আগে