ক্রীড়া ডেস্ক
ইফতিখার আহমেদের ‘রুদ্রমূর্তি’ যেন আজ কোয়েটার বুগতি স্টেডিয়ামে দেখলেন ওয়াহাব রিয়াজ। ওয়াহাবের বল যেমনই হোক না কেন, ইফতিখারের লক্ষ্য ছিল শুধুই সীমানাছাড়া করা। ওয়াহাবের এক ওভারে ছয় ছক্কা মারলেন পাকিস্তানি এই ব্যাটার।
পিএসএল শুরুর আগে প্রদর্শনী ম্যাচে আজ মুখোমুখি পেশোয়ার জালমি-কোয়েটা গ্ল্যাডিয়েটরস। যেখানে পেশোয়ারে খেলছেন ওয়াহাব আর ইফতিখার খেলছেন কোয়েটার জার্সিতে। ছয় ছক্কার ঘটনাটা ঘটেছে কোয়েটার ব্যাটিং ইনিংসের শেষ ওভারে। ওয়াহাবের করা প্রথম বল সুইপ করে ফাইন লেগ দিয়ে সীমানাছাড়া করেন ইফতিখার। পরের বল পুল করে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারলেন ইফতিখার। তৃতীয় বল আবারও সীমানাছাড়া করলেন। এবারের গন্তব্য লং-অফ। চতুর্থ বলে ডিপ এক্সট্রা কাভারের ওপর দিয়ে উড়িয়ে মারেন ইফতিখার। পঞ্চম বলে ডিপ ব্যাকওভার পয়েন্টের ওপর দিয়ে আপার-কাট করে সীমানাছাড়া করেন তিনি। ইনিংসের শেষ বলে একই রকম ছক্কা মারলেন ইফতিখার। ওয়াহাবের এক ওভারে ৩৬ রান নেওয়ায় কোয়েটার স্কোর হয়েছে ৫ উইকেটে ১৮৪ রান।
কোয়েটার হয়ে ৫০ বলে ইনিংস সর্বোচ্চ ৯৪ রান করে অপরাজিত ছিলেন ইফতিখার। আর ৪ ওভারে ৪৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ওয়াহাব।
ইফতিখার আহমেদের ‘রুদ্রমূর্তি’ যেন আজ কোয়েটার বুগতি স্টেডিয়ামে দেখলেন ওয়াহাব রিয়াজ। ওয়াহাবের বল যেমনই হোক না কেন, ইফতিখারের লক্ষ্য ছিল শুধুই সীমানাছাড়া করা। ওয়াহাবের এক ওভারে ছয় ছক্কা মারলেন পাকিস্তানি এই ব্যাটার।
পিএসএল শুরুর আগে প্রদর্শনী ম্যাচে আজ মুখোমুখি পেশোয়ার জালমি-কোয়েটা গ্ল্যাডিয়েটরস। যেখানে পেশোয়ারে খেলছেন ওয়াহাব আর ইফতিখার খেলছেন কোয়েটার জার্সিতে। ছয় ছক্কার ঘটনাটা ঘটেছে কোয়েটার ব্যাটিং ইনিংসের শেষ ওভারে। ওয়াহাবের করা প্রথম বল সুইপ করে ফাইন লেগ দিয়ে সীমানাছাড়া করেন ইফতিখার। পরের বল পুল করে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারলেন ইফতিখার। তৃতীয় বল আবারও সীমানাছাড়া করলেন। এবারের গন্তব্য লং-অফ। চতুর্থ বলে ডিপ এক্সট্রা কাভারের ওপর দিয়ে উড়িয়ে মারেন ইফতিখার। পঞ্চম বলে ডিপ ব্যাকওভার পয়েন্টের ওপর দিয়ে আপার-কাট করে সীমানাছাড়া করেন তিনি। ইনিংসের শেষ বলে একই রকম ছক্কা মারলেন ইফতিখার। ওয়াহাবের এক ওভারে ৩৬ রান নেওয়ায় কোয়েটার স্কোর হয়েছে ৫ উইকেটে ১৮৪ রান।
কোয়েটার হয়ে ৫০ বলে ইনিংস সর্বোচ্চ ৯৪ রান করে অপরাজিত ছিলেন ইফতিখার। আর ৪ ওভারে ৪৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ওয়াহাব।
কথায় আছে, ‘ওয়াইন যত পুরোনো হয়, তার স্বাদ তত ভালো হয়’। ক্রিস্টিয়ানো রোনালদো যেন সেই পুরোনো ওয়াইন। যতই বয়স হচ্ছে, বাড়ছে স্বাদ। এ মৌসুমেই দেখুন না হলে! সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
২৯ মিনিট আগেদেশের ফুটবলে ২০১৩ সালে আগমন বসুন্ধরা কিংসের। সে হিসাবে ক্লাবটির বয়স খুব বেশি নয়। তবে এই সময়ের মধ্যে প্রিমিয়ার লিগে রাজত্ব প্রতিষ্ঠা করেছে দলটি। তাদের উত্থানে পেছনে চলে যায় একসময় দাপট দেখানো ঐতিহ্যবাহী
১ ঘণ্টা আগেআজ ছোটপর্দায় দেখতে পাবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডের শেষ দিন। জিম্বাবুয়ে বনাম পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে জিম্বাবুয়েনরা। এছাড়া রাতে রয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বেশ কয়েকটি ম্যাচ।
১ ঘণ্টা আগেআলোকস্বল্পতার কারণে একটু আগেভাগে চতুর্থ দিন শেষ না হলে হয়তো দৃশ্যটা ভিন্ন রকম হতে পারত। বাংলাদেশ হারাতে পারত আরও উইকেট। তবে এখনো হার হাতছানি দিয়ে ডাকছে সফরকারীদের।
২ ঘণ্টা আগে