বাংলাদেশ থেকে গিয়ে পাঞ্জাবের মন্ত্রীকে উড়িয়ে দিলেন ইফতিখার

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ১৩
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ৩১

ইফতিখার আহমেদের ‘রুদ্রমূর্তি’ যেন আজ কোয়েটার বুগতি স্টেডিয়ামে দেখলেন ওয়াহাব রিয়াজ। ওয়াহাবের বল যেমনই হোক না কেন, ইফতিখারের লক্ষ্য ছিল শুধুই সীমানাছাড়া করা। ওয়াহাবের এক ওভারে ছয় ছক্কা মারলেন পাকিস্তানি এই ব্যাটার।

পিএসএল শুরুর আগে প্রদর্শনী ম্যাচে আজ মুখোমুখি পেশোয়ার জালমি-কোয়েটা গ্ল্যাডিয়েটরস। যেখানে পেশোয়ারে খেলছেন ওয়াহাব আর ইফতিখার খেলছেন কোয়েটার জার্সিতে। ছয় ছক্কার ঘটনাটা ঘটেছে কোয়েটার ব্যাটিং ইনিংসের শেষ ওভারে। ওয়াহাবের করা প্রথম বল সুইপ করে ফাইন লেগ দিয়ে সীমানাছাড়া করেন ইফতিখার। পরের বল পুল করে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারলেন ইফতিখার। তৃতীয় বল আবারও সীমানাছাড়া করলেন। এবারের গন্তব্য লং-অফ। চতুর্থ বলে ডিপ এক্সট্রা কাভারের ওপর দিয়ে উড়িয়ে মারেন ইফতিখার। পঞ্চম বলে ডিপ ব্যাকওভার পয়েন্টের ওপর দিয়ে আপার-কাট করে সীমানাছাড়া করেন তিনি। ইনিংসের শেষ বলে একই রকম ছক্কা মারলেন ইফতিখার। ওয়াহাবের এক ওভারে ৩৬ রান নেওয়ায় কোয়েটার স্কোর হয়েছে ৫ উইকেটে ১৮৪ রান।

কোয়েটার হয়ে ৫০ বলে ইনিংস সর্বোচ্চ ৯৪ রান করে অপরাজিত ছিলেন ইফতিখার।  আর ৪ ওভারে ৪৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ওয়াহাব।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত