ক্রীড়া ডেস্ক
টেস্টে ১-১ সমতা, ওয়ানডেতে ধবলধোলাই হলেও টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দারুণ প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ। দাপুটে সিরিজ জয়ে বছর শেষ করেছেন লিটন দাস-মেহেদী হাসান মিরাজরা। তবে দলের পাশাপাশি ব্যক্তিগত অর্জনে ওয়েস্ট ইন্ডিজ সফর দুর্দান্ত কেটেছে জাকের আলী অনিকের। তিন সংস্করণ মিলিয়ে দুই দলের মধ্যে সর্বোচ্চ ৪০৯ রান করেছেন এই তরুণ ব্যাটার।
জাকেরের পাশাপাশি টি-টোয়েন্টিতে প্রথম দুই ম্যাচে ঝলক দেখিয়েছেন শামীম হোসেন। টানা দুই ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। এ দুই ম্যাচেই ইম্প্যাক্টফুল দুটি ইনিংস খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। সেন্ট ভিনসেন্টে আজ শেষ টি-টোয়েন্টিতে স্পোর্টসম্যানশিপের দারুণ উদাহরণও রেখেছেন তাঁরা। সে ঘটনায় ক্রিকেটপ্রেমী ও সাবেকদের কাছ থেকে বেশ প্রশংসাও কুড়াচ্ছেন দুজনে।
ইনিংসের ১৪তম ওভারের প্রথম বলের ঘটনা। গুদাকেশ মোটির বল জাকের আলী স্লগ সুইপ করে ডিপ মিড উইকেটে পাঠান। ওবেদ ম্যাককয় দৌড়ে গিয়ে বলটি ধরার চেষ্টা করেন! বাউন্ডারি বাঁচালেও ডাইভ দেওয়ার পর ম্যাককয় ব্যথায় কাতর হয়ে মাটিতে শুয়ে পড়েন। জাকের ও শমীম বিষয়টি খেয়াল করেন। দেখেন, ম্যাককয় রশির কাছাকাছি মাটিতে পড়ে রয়েছেন, এরপর রান নেওয়া বন্ধ করে দেন দুজনে। ২ রানের বেশি আর নেননি তাঁরা। সুযোগ ছিল আরও রান নেওয়ার।
জাকের ও শামীমের স্পোর্টসম্যানশিপ দেখে মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ইয়ান বিশপ। যদি ২০২৪ সালের ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেয়, তবে এই ঘটনার জন্য তাঁর প্রস্তাব করবেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে হাত তালির দুটো ইমোজি জুড়ে দিয়ে বিশপ লিখেছেন, ‘যদি আইসিসি ২০২৪ সালের জন্য স্পিরিট অব ক্রিকেট পুরস্কার দিয়ে থাকে, তাহলে আমি এই মুহূর্তটির কথা প্রস্তাব করব, যখন জাকের আলী ও শামীম হোসেন তৃতীয় রান নেওয়া থেকে বিরত ছিলেন। কারণ তারা বুঝতে পেরেছিলেন, তৃতীয় টি-টোয়েন্টি আউটফিল্ডে বল ধরার সময় ওবেদ ম্যাককয় চোট পেয়েছেন।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে তারুণ্য নির্ভর বাংলাদেশ দল নিয়ে বিশপের পরামর্শ, ‘বাংলাদেশ, এই অসাধারণ তরুণ দলটিকে সঠিকভাবে গড়ে তোলার এবং উন্নতি করার চমৎকার সুযোগ রয়েছে। ব্যাটিংয়ে শক্তি রয়েছে, আর পেস বোলিং দিন দিন উন্নতি করছে। এই সুযোগটি কাজে লাগাতে ভুল করবেন না। ওয়েস্ট ইন্ডিজ ২০২৫ সালে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।’
টেস্টে ১-১ সমতা, ওয়ানডেতে ধবলধোলাই হলেও টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দারুণ প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ। দাপুটে সিরিজ জয়ে বছর শেষ করেছেন লিটন দাস-মেহেদী হাসান মিরাজরা। তবে দলের পাশাপাশি ব্যক্তিগত অর্জনে ওয়েস্ট ইন্ডিজ সফর দুর্দান্ত কেটেছে জাকের আলী অনিকের। তিন সংস্করণ মিলিয়ে দুই দলের মধ্যে সর্বোচ্চ ৪০৯ রান করেছেন এই তরুণ ব্যাটার।
জাকেরের পাশাপাশি টি-টোয়েন্টিতে প্রথম দুই ম্যাচে ঝলক দেখিয়েছেন শামীম হোসেন। টানা দুই ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। এ দুই ম্যাচেই ইম্প্যাক্টফুল দুটি ইনিংস খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। সেন্ট ভিনসেন্টে আজ শেষ টি-টোয়েন্টিতে স্পোর্টসম্যানশিপের দারুণ উদাহরণও রেখেছেন তাঁরা। সে ঘটনায় ক্রিকেটপ্রেমী ও সাবেকদের কাছ থেকে বেশ প্রশংসাও কুড়াচ্ছেন দুজনে।
ইনিংসের ১৪তম ওভারের প্রথম বলের ঘটনা। গুদাকেশ মোটির বল জাকের আলী স্লগ সুইপ করে ডিপ মিড উইকেটে পাঠান। ওবেদ ম্যাককয় দৌড়ে গিয়ে বলটি ধরার চেষ্টা করেন! বাউন্ডারি বাঁচালেও ডাইভ দেওয়ার পর ম্যাককয় ব্যথায় কাতর হয়ে মাটিতে শুয়ে পড়েন। জাকের ও শমীম বিষয়টি খেয়াল করেন। দেখেন, ম্যাককয় রশির কাছাকাছি মাটিতে পড়ে রয়েছেন, এরপর রান নেওয়া বন্ধ করে দেন দুজনে। ২ রানের বেশি আর নেননি তাঁরা। সুযোগ ছিল আরও রান নেওয়ার।
জাকের ও শামীমের স্পোর্টসম্যানশিপ দেখে মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ইয়ান বিশপ। যদি ২০২৪ সালের ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেয়, তবে এই ঘটনার জন্য তাঁর প্রস্তাব করবেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে হাত তালির দুটো ইমোজি জুড়ে দিয়ে বিশপ লিখেছেন, ‘যদি আইসিসি ২০২৪ সালের জন্য স্পিরিট অব ক্রিকেট পুরস্কার দিয়ে থাকে, তাহলে আমি এই মুহূর্তটির কথা প্রস্তাব করব, যখন জাকের আলী ও শামীম হোসেন তৃতীয় রান নেওয়া থেকে বিরত ছিলেন। কারণ তারা বুঝতে পেরেছিলেন, তৃতীয় টি-টোয়েন্টি আউটফিল্ডে বল ধরার সময় ওবেদ ম্যাককয় চোট পেয়েছেন।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে তারুণ্য নির্ভর বাংলাদেশ দল নিয়ে বিশপের পরামর্শ, ‘বাংলাদেশ, এই অসাধারণ তরুণ দলটিকে সঠিকভাবে গড়ে তোলার এবং উন্নতি করার চমৎকার সুযোগ রয়েছে। ব্যাটিংয়ে শক্তি রয়েছে, আর পেস বোলিং দিন দিন উন্নতি করছে। এই সুযোগটি কাজে লাগাতে ভুল করবেন না। ওয়েস্ট ইন্ডিজ ২০২৫ সালে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।’
দুই সপ্তাহের ব্যবধানে ভারত-বাংলাদেশ আবারও ফাইনালে মুখোমুখি। দুবাইয়ের পর কুয়ালালামপুরের বেইউমাস ওভালও অপেক্ষা করে আছে দুই প্রতিবেশী দেশের ক্রিকেট রোমাঞ্চ দেখতে। ৮ ডিসেম্বর দুবাই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জেতে বাংলাদেশের যুবারা।
৪০ মিনিট আগেহেরেই চলেছে চট্টগ্রাম আবাহনী। দল গঠন নিয়েই ছিল তাদের নানা শঙ্কা। সেই শঙ্কা কাটিয়ে প্রিমিয়ার লিগ শুরু করেও নেই জয়ের দেখা। এখন পর্যন্ত চার ম্যাচ খেলা বন্দর নগরীর ক্লাবটি জেতেনি একটিতেও। আজ তারা ফকিরেরপুলের কাছে হেরেছে ২-০ গোলে।
২ ঘণ্টা আগেদুবাইয়ে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ যুবারা। চ্যাম্পিয়ন যুব দলের ক্রিকেটার ও অফিশিয়ালদের জন্য ৩ লাখ টাকার বোনাস ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২ ঘণ্টা আগেব্যাপারটা অস্ট্রেলীয় সাংবাদিকদের পাত্তা না দেওয়ার মতোই। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তারা এলেন। কিন্তু সংবাদ সম্মেলনে আসা রবীন্দ্র জাদেজা, তাঁদের প্রশ্ন করার কোনো সুযোগই দিলেন না! এই ঘটনা এমন সময় ঘটল, যার দিন কয়েক আগে ছবি তোলা নিয়ে মেলবোর্ন বিমানবন্দরে অস্ট্রেলীয় সাংবাদিকদের সঙ্গে তর্ক-বির্তক জুড়ে দিয়
৩ ঘণ্টা আগে