ক্রীড়া ডেস্ক
আজ লুসাইলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস। এই ম্যাচের আগে আর্জেন্টিনা দলকে যেন উজ্জীবিত করলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এই মিডফিল্ডার নিজেদের খুব শক্তিশালী দল মনে করেন।
সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে হোঁচট খেয়ে টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা। মেক্সিকো ও পোল্যান্ড—দুটি দলের বিপক্ষেই ২-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। এরপর শেষ ষোলোতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ২-১ গোলে, যেখানে এবারের বিশ্বকাপে ৩ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে আছেন লিওনেল মেসি। গোল পেয়েছেন ম্যাক অ্যালিস্টার নিজেও। কোয়ার্টার ফাইনালের আগে গতকাল সংবাদ সম্মেলনে আসেন এই তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার। তিনি বলেন, ‘আমরা খুবই রোমাঞ্চিত। আর্জেন্টিনা খুবই শক্তিশালী দল। আমাদের দলটা দারুণ, ইতিহাসও ভালো। অনেক তারকা খেলোয়াড় আছে। আমাদের লক্ষ্য হচ্ছে পরের রাউন্ডে যাওয়া। আমরা একসঙ্গে খেলি এবং খেলাটা বেশ উপভোগ করি। যখন আমরা মাঠে খেলি, আমাদের সেরাটাই দিই।’
ম্যাক অ্যালিস্টার নিজেদের এগিয়ে রাখছেন ঠিকই। তবে নেদারল্যান্ডস দলেরও প্রশংসা করেছেন। আর্জেন্টাইন এই তরুণ মিডফিল্ডার বলেন, ‘তারা খুব দারুণ দল। আমরা ফুটবল দেখতে পছন্দ করি। আমরা তাদের খেলা দেখেছি। তাদের অনেক দুর্দান্ত খেলোয়াড় রয়েছে।’
আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছেন ম্যাক অ্যালিস্টার। আন্তর্জাতিক ফুটবলে করেছেন ১ গোল এবং ১টি গোলে অ্যাসিস্ট করেছেন এই সেন্ট্রাল মিডফিল্ডার।
আজ লুসাইলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস। এই ম্যাচের আগে আর্জেন্টিনা দলকে যেন উজ্জীবিত করলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এই মিডফিল্ডার নিজেদের খুব শক্তিশালী দল মনে করেন।
সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে হোঁচট খেয়ে টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা। মেক্সিকো ও পোল্যান্ড—দুটি দলের বিপক্ষেই ২-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। এরপর শেষ ষোলোতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ২-১ গোলে, যেখানে এবারের বিশ্বকাপে ৩ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে আছেন লিওনেল মেসি। গোল পেয়েছেন ম্যাক অ্যালিস্টার নিজেও। কোয়ার্টার ফাইনালের আগে গতকাল সংবাদ সম্মেলনে আসেন এই তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার। তিনি বলেন, ‘আমরা খুবই রোমাঞ্চিত। আর্জেন্টিনা খুবই শক্তিশালী দল। আমাদের দলটা দারুণ, ইতিহাসও ভালো। অনেক তারকা খেলোয়াড় আছে। আমাদের লক্ষ্য হচ্ছে পরের রাউন্ডে যাওয়া। আমরা একসঙ্গে খেলি এবং খেলাটা বেশ উপভোগ করি। যখন আমরা মাঠে খেলি, আমাদের সেরাটাই দিই।’
ম্যাক অ্যালিস্টার নিজেদের এগিয়ে রাখছেন ঠিকই। তবে নেদারল্যান্ডস দলেরও প্রশংসা করেছেন। আর্জেন্টাইন এই তরুণ মিডফিল্ডার বলেন, ‘তারা খুব দারুণ দল। আমরা ফুটবল দেখতে পছন্দ করি। আমরা তাদের খেলা দেখেছি। তাদের অনেক দুর্দান্ত খেলোয়াড় রয়েছে।’
আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছেন ম্যাক অ্যালিস্টার। আন্তর্জাতিক ফুটবলে করেছেন ১ গোল এবং ১টি গোলে অ্যাসিস্ট করেছেন এই সেন্ট্রাল মিডফিল্ডার।
এভাবেও ফিরে আসা যায়—পার্থে ভারতের ঘুরে দাঁড়ানো দেখে যেকোনো ক্রিকেটপ্রেমীরই এই গান মনে পড়বে। প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করেছে রানের পাহাড়। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি করেছেন সেঞ্চুরি। পার্থ টেস্ট জিততে অস্ট্রেলিয়ার এখন করতে হবে অলৌকিক কিছুই।
৩১ মিনিট আগেস্কয়ার লেগ দিয়ে চার মারলেন বিরাট কোহলি। কিছু মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন বিরাট কোহলি। একটু পর বুঝতে পারলেন তাঁর সেঞ্চুরির ঘটনা। তিন অঙ্ক ছোঁয়ার পর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন। তাতে ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যানকে।
১ ঘণ্টা আগেমিরপুরে গত কয়েক দিন ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। ‘ক্লোজড ডোর’ অনুশীলনের কারণে সিরিজের পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। বিসিবি একাডেমি মাঠে আলাদা ব্যবস্থা থাকলেও গতকাল সফরকারীরা আইরিশরা শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন...
২ ঘণ্টা আগেকোনো কিছু ঘটলে চুপ করে বসে থাকার পাত্র তো সুনীল গাভাস্কার নন। উল্টোপাল্টা ঘটনা দেখলেই প্রতিবাদ করতে বিন্দুমাত্র দেরী করেন না গাভাস্কার। এবার তাঁর নামে ভুয়া আর্টিকেল প্রচারের কারণে বেজায় চটেছেন তিনি।
৩ ঘণ্টা আগে