ক্রীড়া ডেস্ক
ইউরোপা কনফারেন্স লিগ থেকে জুভেন্টাসকে বের করে দিল ক্লাব ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) বা আর্থিক নীতি ভঙ্গ করায় এই শাস্তি পেতে হচ্ছে ইতালিয়ান ক্লাবটিকে। জুভেন্টাসকে ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতায় এক বছরের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা।
গত মৌসুমে জুভরা সিরি’আর মৌসুম শেষ করে সাতে থেকে। দলবদলে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ১০ পয়েন্ট কেটে নেওয়া হয় তাদের। এই অভিযোগে গত মৌসুমে পয়েন্ট নিয়ে বেশ ঝামেলায় পড়ে তুরিনের বুড়িরা। শুরুতে ১৫ পয়েন্ট কেটে নেওয়া হলেও পরে তা ফেরত পায় জুভেন্টাস। কিন্তু পরে কেটে নেওয়া হয় ১০ পয়েন্ট, যার কারণে তাদের মৌসুম শেষ করতে হয় সাতে থেকে। এর ফলে ইউরোপের ক্লাব প্রতিযোগিতায় চ্যাম্পিয়নস লিগ তো বটে, ইউরোপা লিগেও জায়গা হয়নি তাদের।
এফএফপি নিয়ম না মানায় শাস্তি পেতে হচ্ছে চেলসিকেও। তারাও উয়েফাকে অসমপূর্ণ আর্থিক ভুল তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি জানিয়েছে, ২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে চেলসি এই অপরাধ করেছে।
জুভেন্টাসকে ১৭.১৪ মিলিয়ন পাউন্ড এবং চেলসিকে ৮.৫৭ মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়েছে। জুভেন্টাস যদি পরের তিন বছর আর্থিক নিয়ম মেনে চলে, তবে এই আর্থিক জরিমানার অর্ধেক দিলেই চলবে। আর চেলসি ইতিমধ্যে জরিমানা দিয়ে বিষয়টি নিষ্পত্তি করতে রাজি হয়েছে।
রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ থেকে গত মে মাসে চেলসি কিনে নেন মার্কিন ব্যবসায়ী টড বোহেলি। এরপর গত শীতকালীন দলবদলে ১৯ জন নতুন খেলোয়াড় কেনার পেছনে ব্লুজরা ব্যয় করে রেকর্ড প্রায় ৬০০ মিলিয়ন পাউন্ড। তবে তাদের এই শাস্তি আব্রামোভিচ মালিকানাধীন থাকার সময়ে।
উয়েফা জানিয়েছে, ২০২২ সালের মে মাসে ক্লাবটির (চেলসি) মালিকানায় পরিবর্তন আসে। তবে তার আগের মালিকানাধীনের সময় ২০১২-১৯ পর্যন্ত সাত বছরে তারা অসম্পূর্ণ আর্থিক প্রতিবেদন দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে চেলসি জানিয়েছে, তারা উয়েফাকে এ ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতা করবে। ব্যাপারটি নিষ্পত্তি করতে চায় তারা।
উয়েফার অভিযোগ মেনে নিয়েছে জুভেন্টাসও। তারা জানিয়েছে, উয়েফার সিদ্ধান্ত গ্রহণ করেছে তরা এবং এ ব্যাপারে কোনো আবেদন করবে না। ক্লাবটির প্রেসিডেন্ট জিয়ানলুকা ফেরেরো বলেছেন, ‘উয়েফার এই সিদ্ধান্তে আমরা অনুতপ্ত। আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছি।’
জুভেন্টাস দর্শক হয়ে যাওয়ায় এখন ইতালিয়ান ফুটবল ফেডারেশনকে (এফআইজিসি) নতুন দল খুঁজতে হচ্ছে তৃতীয় পর্যায়ের ক্লাব প্রতিযোগিতা কনফারেন্স লিগের জন্য। জুভদের পরিবর্তে এই লিগে ঠাঁই হতে পারে ফিওরেন্তিনার। তারা গত মৌসুমের সিরি’আ শেষ করেছে আটে থেকে। গত বছর তারা কনফারেন্স লিগের ফাইনালে হারে ওয়েস্ট হামের বিপক্ষে।
ইউরোপা কনফারেন্স লিগ থেকে জুভেন্টাসকে বের করে দিল ক্লাব ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) বা আর্থিক নীতি ভঙ্গ করায় এই শাস্তি পেতে হচ্ছে ইতালিয়ান ক্লাবটিকে। জুভেন্টাসকে ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতায় এক বছরের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা।
গত মৌসুমে জুভরা সিরি’আর মৌসুম শেষ করে সাতে থেকে। দলবদলে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ১০ পয়েন্ট কেটে নেওয়া হয় তাদের। এই অভিযোগে গত মৌসুমে পয়েন্ট নিয়ে বেশ ঝামেলায় পড়ে তুরিনের বুড়িরা। শুরুতে ১৫ পয়েন্ট কেটে নেওয়া হলেও পরে তা ফেরত পায় জুভেন্টাস। কিন্তু পরে কেটে নেওয়া হয় ১০ পয়েন্ট, যার কারণে তাদের মৌসুম শেষ করতে হয় সাতে থেকে। এর ফলে ইউরোপের ক্লাব প্রতিযোগিতায় চ্যাম্পিয়নস লিগ তো বটে, ইউরোপা লিগেও জায়গা হয়নি তাদের।
এফএফপি নিয়ম না মানায় শাস্তি পেতে হচ্ছে চেলসিকেও। তারাও উয়েফাকে অসমপূর্ণ আর্থিক ভুল তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি জানিয়েছে, ২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে চেলসি এই অপরাধ করেছে।
জুভেন্টাসকে ১৭.১৪ মিলিয়ন পাউন্ড এবং চেলসিকে ৮.৫৭ মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়েছে। জুভেন্টাস যদি পরের তিন বছর আর্থিক নিয়ম মেনে চলে, তবে এই আর্থিক জরিমানার অর্ধেক দিলেই চলবে। আর চেলসি ইতিমধ্যে জরিমানা দিয়ে বিষয়টি নিষ্পত্তি করতে রাজি হয়েছে।
রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ থেকে গত মে মাসে চেলসি কিনে নেন মার্কিন ব্যবসায়ী টড বোহেলি। এরপর গত শীতকালীন দলবদলে ১৯ জন নতুন খেলোয়াড় কেনার পেছনে ব্লুজরা ব্যয় করে রেকর্ড প্রায় ৬০০ মিলিয়ন পাউন্ড। তবে তাদের এই শাস্তি আব্রামোভিচ মালিকানাধীন থাকার সময়ে।
উয়েফা জানিয়েছে, ২০২২ সালের মে মাসে ক্লাবটির (চেলসি) মালিকানায় পরিবর্তন আসে। তবে তার আগের মালিকানাধীনের সময় ২০১২-১৯ পর্যন্ত সাত বছরে তারা অসম্পূর্ণ আর্থিক প্রতিবেদন দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে চেলসি জানিয়েছে, তারা উয়েফাকে এ ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতা করবে। ব্যাপারটি নিষ্পত্তি করতে চায় তারা।
উয়েফার অভিযোগ মেনে নিয়েছে জুভেন্টাসও। তারা জানিয়েছে, উয়েফার সিদ্ধান্ত গ্রহণ করেছে তরা এবং এ ব্যাপারে কোনো আবেদন করবে না। ক্লাবটির প্রেসিডেন্ট জিয়ানলুকা ফেরেরো বলেছেন, ‘উয়েফার এই সিদ্ধান্তে আমরা অনুতপ্ত। আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছি।’
জুভেন্টাস দর্শক হয়ে যাওয়ায় এখন ইতালিয়ান ফুটবল ফেডারেশনকে (এফআইজিসি) নতুন দল খুঁজতে হচ্ছে তৃতীয় পর্যায়ের ক্লাব প্রতিযোগিতা কনফারেন্স লিগের জন্য। জুভদের পরিবর্তে এই লিগে ঠাঁই হতে পারে ফিওরেন্তিনার। তারা গত মৌসুমের সিরি’আ শেষ করেছে আটে থেকে। গত বছর তারা কনফারেন্স লিগের ফাইনালে হারে ওয়েস্ট হামের বিপক্ষে।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৯ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৯ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১১ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৩ ঘণ্টা আগে