ক্রীড়া ডেস্ক
ইউরোপ পর্ব শেষে এ বছর এশিয়া পর্ব শুরু করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্লাব আল নাসরে প্রথম মৌসুমে দারুণ খেলেছেন তিনি। তবে আল হিলালের স্ট্রাইকার ওদিওন ইঘালোর মতে, আর্থিক কারণেই সৌদি ক্লাবে গেছেন রোনালদো।
আল নাসরের সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি হয়েছে রোনালদোর। ১৫০ মিলিয়ন মার্কিন ডলারে পর্তুগিজ তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি হয়েছে আল নাসরের, বাংলাদেশি মুদ্রায় তা ১৬৫১ কোটি ৬ লাখ টাকা। আর সৌদি ক্লাবে ২০২২-২৩ মৌসুমে ১৯ ম্যাচ খেলেছেন রোনালদো। পর্তুগিজ তারকা ফুটবলার গোল করেছেন ১৪ গোল ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন। দুটো হ্যাটট্রিকও করেছেন তিনি। সব গোলই করেছেন সৌদি প্রো লিগে।
রোনালদো যে সময় এসেছেন তখন আল নাসরের ট্রেবল জয়ের সুযোগ ছিল। সৌদি প্রো লিগ, কিংস কাপ, সৌদি সুপার কাপ-এই তিন টুর্নামেন্ট জয়ের সম্ভাবনা থাকলেও কোনোটিই জিততে পারেনি আল নাসর। ইঘালো যেন এই কথাটাই উল্লেখ করেছেন। এমনকি নিজেদের বয়সের কথাও উল্লেখ করেছেন ইঘালো। যেখানে রোনালদোর বয়স ৩৮ ও ইঘালোর বয়স ৩৭। ওমা স্পোর্টস টিভিকে নাইজেরিয়ার স্ট্রাইকার বলেন, ‘যখন আপনি তরুণ ফুটবলার, তখন আপনি বলবেন যে খেলার প্রতি প্যাশনের কারণে খেলছেন। তখন টাকা পয়সা নিয়ে আপনার তখন চিন্তাভাবনা থাকে না। তবে এই বয়সে আমি ক্যারিয়ারের শেষে এসে পৌঁছেছি। তিন বছরের বেশি মনে হয় না খেলতে পারব। আমি তেমন কোনো খেলোয়াড় না যে বলব, আমি প্যাশনের কারণে খেলি। পুরো ক্যারিয়ারে আমি যা আয় করেছি, আমার চেয়ে রোনালদো ১০০ গুণ বেশি আয় করেছেন এবং তবু তিনি সৌদি আরবে গেছেন। তিনি কি প্যাশন থেকে খেলছেন? দিনশেষে টাকা পয়সাই সব।’
আল হিলালের হয়ে এখন পর্যন্ত ইঘালো ৬০ ম্যাচে করেছেন ৪৩ গোল ও ৭ গোলে অ্যাসিস্ট করেছেন। গত মৌসুমে সৌদি প্রো লিগে রোনালদোর চেয়েও বেশি গোল করেছেন তিনি। নাইজেরিয়ার এই স্ট্রাইকার করেছিলেন ১৯ গোল।
ইউরোপ পর্ব শেষে এ বছর এশিয়া পর্ব শুরু করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্লাব আল নাসরে প্রথম মৌসুমে দারুণ খেলেছেন তিনি। তবে আল হিলালের স্ট্রাইকার ওদিওন ইঘালোর মতে, আর্থিক কারণেই সৌদি ক্লাবে গেছেন রোনালদো।
আল নাসরের সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি হয়েছে রোনালদোর। ১৫০ মিলিয়ন মার্কিন ডলারে পর্তুগিজ তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি হয়েছে আল নাসরের, বাংলাদেশি মুদ্রায় তা ১৬৫১ কোটি ৬ লাখ টাকা। আর সৌদি ক্লাবে ২০২২-২৩ মৌসুমে ১৯ ম্যাচ খেলেছেন রোনালদো। পর্তুগিজ তারকা ফুটবলার গোল করেছেন ১৪ গোল ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন। দুটো হ্যাটট্রিকও করেছেন তিনি। সব গোলই করেছেন সৌদি প্রো লিগে।
রোনালদো যে সময় এসেছেন তখন আল নাসরের ট্রেবল জয়ের সুযোগ ছিল। সৌদি প্রো লিগ, কিংস কাপ, সৌদি সুপার কাপ-এই তিন টুর্নামেন্ট জয়ের সম্ভাবনা থাকলেও কোনোটিই জিততে পারেনি আল নাসর। ইঘালো যেন এই কথাটাই উল্লেখ করেছেন। এমনকি নিজেদের বয়সের কথাও উল্লেখ করেছেন ইঘালো। যেখানে রোনালদোর বয়স ৩৮ ও ইঘালোর বয়স ৩৭। ওমা স্পোর্টস টিভিকে নাইজেরিয়ার স্ট্রাইকার বলেন, ‘যখন আপনি তরুণ ফুটবলার, তখন আপনি বলবেন যে খেলার প্রতি প্যাশনের কারণে খেলছেন। তখন টাকা পয়সা নিয়ে আপনার তখন চিন্তাভাবনা থাকে না। তবে এই বয়সে আমি ক্যারিয়ারের শেষে এসে পৌঁছেছি। তিন বছরের বেশি মনে হয় না খেলতে পারব। আমি তেমন কোনো খেলোয়াড় না যে বলব, আমি প্যাশনের কারণে খেলি। পুরো ক্যারিয়ারে আমি যা আয় করেছি, আমার চেয়ে রোনালদো ১০০ গুণ বেশি আয় করেছেন এবং তবু তিনি সৌদি আরবে গেছেন। তিনি কি প্যাশন থেকে খেলছেন? দিনশেষে টাকা পয়সাই সব।’
আল হিলালের হয়ে এখন পর্যন্ত ইঘালো ৬০ ম্যাচে করেছেন ৪৩ গোল ও ৭ গোলে অ্যাসিস্ট করেছেন। গত মৌসুমে সৌদি প্রো লিগে রোনালদোর চেয়েও বেশি গোল করেছেন তিনি। নাইজেরিয়ার এই স্ট্রাইকার করেছিলেন ১৯ গোল।
সংযুক্ত আরব আমিরাত বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আজ দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচেই তাদের কপালে জুটেছে ৩-১ ব্যবধানের হার। এমনিতেই বন্ধ রয়েছে ক্যাম্প, আবার শুরু হবে ঈদের পর। তাই আফঈদা খন্দকারদের আগামীকাল থেকে প্রায় একমাসের ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৩ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ
৬ ঘণ্টা আগেবিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পূর্বাচলে নির্মনাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। সোমবার বিসিবির বোর্ডসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার
৬ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুর দিনটা তামিমময়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। আবার তাঁর প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবেরও পৃষ্ঠপোষক। শেষ পর্যন্ত জিতে গেলেন পৃষ্ঠপোষক তামিম।
৭ ঘণ্টা আগে