ক্রীড়া ডেস্ক
এবারের বিশ্বকাপে চোট পিছু ছাড়ছে না ফ্রান্সের। স্কোয়াড ঘোষণার আগে থেকেই দলটি একের পর এক বড় তারকা ফুটবলারকে হারিয়েছে। এবার চোটে হারালেন স্কোয়াডের আরেক তারকা ফুটবলারকে। হাঁটুর চোটে ছিটকে গেছেন দলটির ফরোয়ার্ড ক্রিস্টোফার এনকুকু। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন।
বিশ্বকাপ শুরুর আগেই স্বপ্নভঙ্গ হলো এনকুকুর। মঙ্গলবার অনুশীলনে বাঁ হাঁটুতে চোট পান তিনি। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার মতো তাঁকেও ছিটকে যেতে হলো টুর্নামেন্ট থেকে। তাঁর মতো দুদিন আগে স্কোয়াড থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বে। আরবি লাইপজিগের এই ফরোয়ার্ডের চোটের বিষয়ে ফ্রান্স জাতীয় দল বিবৃতিতে বলেছে, ‘অনুশীলনে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এনকুকু। পুরো দল তাঁর এমন সংবাদে হতাশ হয়েছে। সেই সঙ্গে এই ফরোয়ার্ডের দ্রুত আরোগ্য কামনা করেছে।’
এ মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন এনকুকু। আরবি লাইপজিগের হয়ে বিশ্বকাপ বিরতির আগে ১৫ ম্যাচে ১২ গোল করেছেন তিনি। এমন অবিশ্বাস্য ফর্মেই বিশ্বকাপকে রাঙিয়ে দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু দুর্ভাগা চোট ফরোয়ার্ডের স্বপ্ন চুরমার করে দিল। তাঁর পরিবর্তে কাকে নেওয়া হবে এখনো জানায়নি ফ্রান্স দল।
এনকুকু ও কিমপেম্বে স্কোয়াড থেকে ছিটকে যাওয়ার আগেও ফ্রান্স দল হারিয়েছে রাশিয়া বিশ্বকাপজয়ী দুই তারকা মিডফিল্ডারকে। স্কোয়াড ঘোষণার আগেই বাদ পড়েছিলেন পল পগবা ও এনগালো কান্তে। ২২ নভেম্বর, অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। ‘ডি’ গ্রুপের অন্য দুই দল ডেনমার্ক ও তিউনিসিয়া।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
এবারের বিশ্বকাপে চোট পিছু ছাড়ছে না ফ্রান্সের। স্কোয়াড ঘোষণার আগে থেকেই দলটি একের পর এক বড় তারকা ফুটবলারকে হারিয়েছে। এবার চোটে হারালেন স্কোয়াডের আরেক তারকা ফুটবলারকে। হাঁটুর চোটে ছিটকে গেছেন দলটির ফরোয়ার্ড ক্রিস্টোফার এনকুকু। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন।
বিশ্বকাপ শুরুর আগেই স্বপ্নভঙ্গ হলো এনকুকুর। মঙ্গলবার অনুশীলনে বাঁ হাঁটুতে চোট পান তিনি। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার মতো তাঁকেও ছিটকে যেতে হলো টুর্নামেন্ট থেকে। তাঁর মতো দুদিন আগে স্কোয়াড থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বে। আরবি লাইপজিগের এই ফরোয়ার্ডের চোটের বিষয়ে ফ্রান্স জাতীয় দল বিবৃতিতে বলেছে, ‘অনুশীলনে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এনকুকু। পুরো দল তাঁর এমন সংবাদে হতাশ হয়েছে। সেই সঙ্গে এই ফরোয়ার্ডের দ্রুত আরোগ্য কামনা করেছে।’
এ মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন এনকুকু। আরবি লাইপজিগের হয়ে বিশ্বকাপ বিরতির আগে ১৫ ম্যাচে ১২ গোল করেছেন তিনি। এমন অবিশ্বাস্য ফর্মেই বিশ্বকাপকে রাঙিয়ে দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু দুর্ভাগা চোট ফরোয়ার্ডের স্বপ্ন চুরমার করে দিল। তাঁর পরিবর্তে কাকে নেওয়া হবে এখনো জানায়নি ফ্রান্স দল।
এনকুকু ও কিমপেম্বে স্কোয়াড থেকে ছিটকে যাওয়ার আগেও ফ্রান্স দল হারিয়েছে রাশিয়া বিশ্বকাপজয়ী দুই তারকা মিডফিল্ডারকে। স্কোয়াড ঘোষণার আগেই বাদ পড়েছিলেন পল পগবা ও এনগালো কান্তে। ২২ নভেম্বর, অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। ‘ডি’ গ্রুপের অন্য দুই দল ডেনমার্ক ও তিউনিসিয়া।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
পেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৫ মিনিট আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১০ মিনিট আগে২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
১ ঘণ্টা আগেএগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাতে আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপাটা উঠল বসুন্ধরা কিংসের হাতেই।
২ ঘণ্টা আগে