নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্রুপ পর্বের খেলায় ফল নিষ্পত্তি হচ্ছে পেনাল্টি শুটআউট দিয়ে, ফেডারেশন কাপের কল্যাণে এমন দৃশ্যটাও এখন চোখ সওয়া হয়ে গেছে। তাও একবার নয়, তিন তিনবার টাইব্রেক দিয়ে নির্ধারিত হলো তিন গ্রুপের সেরা আর রানার্সআপ দলের নাম। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফ নিয়ে একচোট নাটকের কাছে ফেডারেশন কাপের টাইব্রেক রোমাঞ্চ যেন মহল্লার যাত্রাপালা!
বসুন্ধরা কিংস, উত্তর বারিধারা ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র নাম প্রত্যাহার করে নেওয়ায় ‘এ’, ‘বি’ ও ‘ডি’ গ্রুপে কমে গেছে তিন দল। এই দুই তিন গ্রুপের বাকি ছয় দল প্রথম ম্যাচ না খেলেই উঠে গেছে পরের রাউন্ড অর্থাৎ, কোয়ার্টার ফাইনালে। কিন্তু নক আউটে গেলেই তো হচ্ছে না, সেখানে কে কার প্রতিপক্ষ হবে সেই ফয়সালা হচ্ছে পেনাল্টি শুটআউটের মাধ্যমে। এক দল কম থাকায় দুই দলে খেলা ড্র হলেও হয়েছে টাইব্রেক। কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় এই ছয় দলের টাইব্রেক শটেও ছিল ঢিলেমির ভাব। নির্ধারিত সময়ে খেলে ফল বের করার চেয়ে টাইব্রেকেই যেন মনোযোগ বেশি ছিল দলগুলোর।
ফেডারেশন কাপের গ্রুপ পর্বে প্রথম টাইব্রেকটা হয়েছে গত সোমবার মোহামেডান-স্বাধীনতা ক্রীড়া সংঘের ম্যাচে। এই গ্রুপ থেকে নাম প্রত্যাহার করা দলটি বসুন্ধরা। অবশ্য অনেকটা অনিচ্ছা নিয়েই শুটআউট করেছে দুই দল। নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে ড্র মেনে মাঠ ছেড়েছিল দুই দল। গাড়িতে উঠে যখন ক্লাবে ফেরার অপেক্ষায় মোহামেডান-স্বাধীনতা তখনই তাদের ডেকে নিয়ে টাইব্রেক করিয়েছে বাফুফে। অনেকটা বিরক্তি নিয়ে সেই টাইব্রেকে ৪-৩ ব্যবধানে জিতে ‘এ’ গ্রুপের সেরা মোহামেডান।
টাইব্রেক মানেই রোমাঞ্চ আর উত্তেজনা-এর যথার্থতা প্রমাণ হয়েছে গতকাল ‘বি’ আবাহনী-শেখ রাসেল ম্যাচে। দারুণ এক ম্যাচে ২-২ গোলে সমতার পর এই গ্রুপেও হয়েছে টাইব্রেকার। বাংলাদেশের ফুটবলে সাম্প্রতিক সময়ের রেকর্ড ৩০ শটের টাইব্রেকারে ১৩-১২ ব্যবধানে জিতে গ্রুপ সেরা হয়েছে শেখ রাসেল।
দারুণ এক উত্তেজনা উপহার দিয়ে টাইব্রেককে নিয়ে আগ্রহের জন্ম দিয়েছিল আবাহনী-শেখ রাসেল। কিন্তু আজ যখন রহমতগঞ্জ-শেখ জামাল ম্যাচের পর সেই আগ্রহ যেন রীতিমতো উবে গেছে। ৭ মিনিটে নুরুল আবসারের গোলে এগিয়ে ছিল শেখ জামাল। ম্যাচের একদম শেষ মিনিটে ঘানা ফরোয়ার্ড ফিলিপ আজার দারুণ এক ব্যাকহিল থেকে সেই গোল শোধ দেন আবাহনীর সাবেক নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা।
আবাহনী-শেখ রাসেল ম্যাচের মতো উত্তেজনার ছিটেফোঁটাও ছিল না এই ম্যাচের টাইব্রেকে। প্রথমে শট নিতে এসে সুযোগ হাতছাড়া করলেন রহমতগঞ্জ ফরোয়ার্ড সানডে। এই শটেই হেরে বসেছে রহমতগঞ্জ। টাইব্রেকে ৫-৪ ব্যবধানে ‘ডি’ গ্রুপের সেরা হয়েছে শেখ জামাল। ৩ জানুয়ারি ধানমন্ডি ডার্বিতে কোয়ার্টার ফাইনালে ‘বি’ গ্রুপের রানার্সআপ আবাহনীর বিপক্ষে খেলবে শেখ জামাল। একইদিনে ‘ডি’ গ্রুপের রানার্সআপ রহমতগঞ্জ খেলবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন শেখ রাসেলের বিপক্ষে।
গ্রুপ পর্বের খেলায় ফল নিষ্পত্তি হচ্ছে পেনাল্টি শুটআউট দিয়ে, ফেডারেশন কাপের কল্যাণে এমন দৃশ্যটাও এখন চোখ সওয়া হয়ে গেছে। তাও একবার নয়, তিন তিনবার টাইব্রেক দিয়ে নির্ধারিত হলো তিন গ্রুপের সেরা আর রানার্সআপ দলের নাম। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফ নিয়ে একচোট নাটকের কাছে ফেডারেশন কাপের টাইব্রেক রোমাঞ্চ যেন মহল্লার যাত্রাপালা!
বসুন্ধরা কিংস, উত্তর বারিধারা ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র নাম প্রত্যাহার করে নেওয়ায় ‘এ’, ‘বি’ ও ‘ডি’ গ্রুপে কমে গেছে তিন দল। এই দুই তিন গ্রুপের বাকি ছয় দল প্রথম ম্যাচ না খেলেই উঠে গেছে পরের রাউন্ড অর্থাৎ, কোয়ার্টার ফাইনালে। কিন্তু নক আউটে গেলেই তো হচ্ছে না, সেখানে কে কার প্রতিপক্ষ হবে সেই ফয়সালা হচ্ছে পেনাল্টি শুটআউটের মাধ্যমে। এক দল কম থাকায় দুই দলে খেলা ড্র হলেও হয়েছে টাইব্রেক। কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় এই ছয় দলের টাইব্রেক শটেও ছিল ঢিলেমির ভাব। নির্ধারিত সময়ে খেলে ফল বের করার চেয়ে টাইব্রেকেই যেন মনোযোগ বেশি ছিল দলগুলোর।
ফেডারেশন কাপের গ্রুপ পর্বে প্রথম টাইব্রেকটা হয়েছে গত সোমবার মোহামেডান-স্বাধীনতা ক্রীড়া সংঘের ম্যাচে। এই গ্রুপ থেকে নাম প্রত্যাহার করা দলটি বসুন্ধরা। অবশ্য অনেকটা অনিচ্ছা নিয়েই শুটআউট করেছে দুই দল। নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে ড্র মেনে মাঠ ছেড়েছিল দুই দল। গাড়িতে উঠে যখন ক্লাবে ফেরার অপেক্ষায় মোহামেডান-স্বাধীনতা তখনই তাদের ডেকে নিয়ে টাইব্রেক করিয়েছে বাফুফে। অনেকটা বিরক্তি নিয়ে সেই টাইব্রেকে ৪-৩ ব্যবধানে জিতে ‘এ’ গ্রুপের সেরা মোহামেডান।
টাইব্রেক মানেই রোমাঞ্চ আর উত্তেজনা-এর যথার্থতা প্রমাণ হয়েছে গতকাল ‘বি’ আবাহনী-শেখ রাসেল ম্যাচে। দারুণ এক ম্যাচে ২-২ গোলে সমতার পর এই গ্রুপেও হয়েছে টাইব্রেকার। বাংলাদেশের ফুটবলে সাম্প্রতিক সময়ের রেকর্ড ৩০ শটের টাইব্রেকারে ১৩-১২ ব্যবধানে জিতে গ্রুপ সেরা হয়েছে শেখ রাসেল।
দারুণ এক উত্তেজনা উপহার দিয়ে টাইব্রেককে নিয়ে আগ্রহের জন্ম দিয়েছিল আবাহনী-শেখ রাসেল। কিন্তু আজ যখন রহমতগঞ্জ-শেখ জামাল ম্যাচের পর সেই আগ্রহ যেন রীতিমতো উবে গেছে। ৭ মিনিটে নুরুল আবসারের গোলে এগিয়ে ছিল শেখ জামাল। ম্যাচের একদম শেষ মিনিটে ঘানা ফরোয়ার্ড ফিলিপ আজার দারুণ এক ব্যাকহিল থেকে সেই গোল শোধ দেন আবাহনীর সাবেক নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা।
আবাহনী-শেখ রাসেল ম্যাচের মতো উত্তেজনার ছিটেফোঁটাও ছিল না এই ম্যাচের টাইব্রেকে। প্রথমে শট নিতে এসে সুযোগ হাতছাড়া করলেন রহমতগঞ্জ ফরোয়ার্ড সানডে। এই শটেই হেরে বসেছে রহমতগঞ্জ। টাইব্রেকে ৫-৪ ব্যবধানে ‘ডি’ গ্রুপের সেরা হয়েছে শেখ জামাল। ৩ জানুয়ারি ধানমন্ডি ডার্বিতে কোয়ার্টার ফাইনালে ‘বি’ গ্রুপের রানার্সআপ আবাহনীর বিপক্ষে খেলবে শেখ জামাল। একইদিনে ‘ডি’ গ্রুপের রানার্সআপ রহমতগঞ্জ খেলবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন শেখ রাসেলের বিপক্ষে।
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
৯ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
১১ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
১১ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
১২ ঘণ্টা আগে