ক্রীড়া ডেস্ক
বয়স পেরিয়ে গেছে ৩৬। তবু এই বয়সে লিওনেল মেসি কতই না দুর্দান্ত। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল-সব জায়গাতেই পারফরম্যান্সের ছাপ রেখে চলেছেন। জিতে চলেছেন একের পর এক পুরস্কার।
লন্ডনে গত রাতে হয়েছে ফিফা দ্য বেস্ট পুরস্কার অনুষ্ঠান। এবার আর্লিং হালান্ডের সঙ্গে সমানে সমানে লড়াই শেষে ২০২৩ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন মেসি। এ নিয়ে টানা দ্বিতীয়বার ফিফা দ্য বেস্ট বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মেসি। সব মিলিয়ে ক্যারিয়ারে তৃতীয়বার ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জেতেন আর্জেন্টাইন মহাতারকা।
অন্যদিকে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো কোনো ভোটই দেননি ফিফা দ্য বেস্ট অনুষ্ঠানে। বরং নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন এক পোস্ট দিয়েছেন, যা হয়তো রোনালদো নিজেই বলতে পারবেন। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে স্ট্যাটাস দিয়েছেন, ‘আরও পাওয়ার জন্য ফিরছি।’ এর পরে মাংসপেশির ইমোজি ব্যবহার করেছেন।
বর্ষসেরা পুরস্কার জয়ী মেসি জায়গা করে নিয়েছেন ফিফপ্রো ২০২৩-এর বর্ষসেরা একাদশে। সেই দলে রুবেন দিয়াস, বার্নার্দো সিলভা—পর্তুগালের দুই ফুটবলার আছেন। তবে জায়গা হয়নি রোনালদোর। যদিও পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের ২০২৩ সালটা কেটেছে দুর্দান্ত। পর্তুগাল, আল নাসর—দুই দল মিলে ক্লাব ফুটবলে করেছেন ৫৪ গোল, যা গত বছরে সর্বোচ্চ। মেসির সঙ্গে আক্রমণভাগে আছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড ও ভিনিসিয়ুস জুনিয়র।
মেসির বর্ষসেরা পুরস্কার জয়ের পর কিছুটা খোঁচাই যেন মারলেন ইকার ক্যাসিয়াস। নিজের টুইটার অ্যাকাউন্টে ক্যাসিয়াস পোস্ট করেন, ‘আপনারা নিজেরা পুরস্কার তৈরি করছেন। সেগুলো নিয়ে যাচ্ছেন। কোনো কিছু ঠিকঠাক হয়নি। যাই হোক, শুভ রাত্রি।’
বয়স পেরিয়ে গেছে ৩৬। তবু এই বয়সে লিওনেল মেসি কতই না দুর্দান্ত। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল-সব জায়গাতেই পারফরম্যান্সের ছাপ রেখে চলেছেন। জিতে চলেছেন একের পর এক পুরস্কার।
লন্ডনে গত রাতে হয়েছে ফিফা দ্য বেস্ট পুরস্কার অনুষ্ঠান। এবার আর্লিং হালান্ডের সঙ্গে সমানে সমানে লড়াই শেষে ২০২৩ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন মেসি। এ নিয়ে টানা দ্বিতীয়বার ফিফা দ্য বেস্ট বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মেসি। সব মিলিয়ে ক্যারিয়ারে তৃতীয়বার ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জেতেন আর্জেন্টাইন মহাতারকা।
অন্যদিকে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো কোনো ভোটই দেননি ফিফা দ্য বেস্ট অনুষ্ঠানে। বরং নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন এক পোস্ট দিয়েছেন, যা হয়তো রোনালদো নিজেই বলতে পারবেন। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে স্ট্যাটাস দিয়েছেন, ‘আরও পাওয়ার জন্য ফিরছি।’ এর পরে মাংসপেশির ইমোজি ব্যবহার করেছেন।
বর্ষসেরা পুরস্কার জয়ী মেসি জায়গা করে নিয়েছেন ফিফপ্রো ২০২৩-এর বর্ষসেরা একাদশে। সেই দলে রুবেন দিয়াস, বার্নার্দো সিলভা—পর্তুগালের দুই ফুটবলার আছেন। তবে জায়গা হয়নি রোনালদোর। যদিও পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের ২০২৩ সালটা কেটেছে দুর্দান্ত। পর্তুগাল, আল নাসর—দুই দল মিলে ক্লাব ফুটবলে করেছেন ৫৪ গোল, যা গত বছরে সর্বোচ্চ। মেসির সঙ্গে আক্রমণভাগে আছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড ও ভিনিসিয়ুস জুনিয়র।
মেসির বর্ষসেরা পুরস্কার জয়ের পর কিছুটা খোঁচাই যেন মারলেন ইকার ক্যাসিয়াস। নিজের টুইটার অ্যাকাউন্টে ক্যাসিয়াস পোস্ট করেন, ‘আপনারা নিজেরা পুরস্কার তৈরি করছেন। সেগুলো নিয়ে যাচ্ছেন। কোনো কিছু ঠিকঠাক হয়নি। যাই হোক, শুভ রাত্রি।’
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে গতকাল ভারতের কাছে ৪ উইকেটে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে অস্ট্রেলিয়ার। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে এই টুর্নামেন্টে অজিদের নেতৃত্ব দিয়েছেন স্টিভেন স্মিথ। চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায়ের পর স্মিথ শোনালেন বিদায়ের সুর। ওয়ানডে সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিলেন সময়ের অন্যতম...
২ ঘণ্টা আগেলাহোরে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আজ মাঠে নামছে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। তবে কিউইদের বিপক্ষে পরিসংখ্যান এগিয়ে রাখছে প্রোটিয়াদের। এর আগে সব মিলিয়ে ৭৩ ওয়ানডেতে দেখা হয়েছিল দুই দলের। দক্ষিণ আফ্রিকার জয়ের পাল্লাই ভারী—৪২ জয়ের বিপরীতে ২৬ ম্যাচে হার। পরিত্যক্ত হয়েছে ৫ ম্যাচ।
২ ঘণ্টা আগেপ্রাপ্তির সবই তো পেয়ে গেলেন বিরাট কোহলি। ভারতের হয়ে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সবই জিতেছেন। মাঠে নামলেই রেকর্ড আর রেকর্ড ধরা দিচ্ছে। গতকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছে ভারত।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে আজ লাহোরে দেখা হচ্ছে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডের। পাকিস্তানে গ্রুপপর্বের তিনটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। আরও কয়েকটি ম্যাচে বৃষ্টি বিঘ্ন ঘটিয়েছে, ফলে কিউই-প্রোটিয়াদের ম্যাচ নিয়েও একটা অদৃশ্য ভয় ছিল। তবে আকুওয়েদার বলছে, সেই অদৃশ্য ভয় নেই এ ম্যাচে।
৩ ঘণ্টা আগে