Ajker Patrika

জার্মানদের হার থেকে বাঁচানোয় নাগেলসমানের মুখে ফুলক্রুগের প্রশংসা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৪ জুন ২০২৪, ১০: ৩৯
জার্মানদের হার থেকে বাঁচানোয় নাগেলসমানের মুখে ফুলক্রুগের প্রশংসা

ইউরোতে ‘এ’ গ্রুপের শেষ দুই ম্যাচে নির্ধারিত সময় ৯০ মিনিটের পরে গোল হলো দুটি। তাতে দুই অভিজ্ঞতা হলো দুই দলের। স্বাগতিক জার্মানি ৭ পয়েন্ট নিয়ে হয়েছে গ্রুপ সেরা। আর বিদায় নিয়েছে স্কটল্যান্ড। 

শেষ ষোলো আগেই নিশ্চিত করে ফেলেছিল জার্মানরা। তবে গতরাতে ফ্রাঙ্কফুর্টে হুলিয়ান নাগেলসমানের দল প্রায় হারতে বসেছিল সুইজারল্যান্ডের কাছে। ২৮ মিনিটে এগিয়ে গিয়েছিল সুইসরা। নির্ধারিত সময়ের সঙ্গে যোগ করা দ্বিতীয় মিনিটে ‘সুপার সাব’ নিকলাস ফুলক্রুগের গোলে ১-১ গোলের ড্রয়ে মাঠ ছাড়ে জার্মানরা। পয়েন্ট ভাগাভাগি করলেও ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে সুইসরাও। 

দলকে ড্র এনে দেওয়ায় ফুলক্রুগের প্রশংসা করে জার্মান কোচ নাগেলসমান বলেছেন, ‘শেষ পর্যন্ত আমাদের প্রাপ্য পয়েন্ট পেয়েছি। আমরা প্রত্যাবর্তন করেছি। এটাই আমাদের প্রাপ্য। নিকলাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বদলি হিসেবে নেমে গোল করবে এমন খেলোয়াড় থাকাটা গুরুত্বপূর্ণ।’ 

গ্রুপের আরেক ম্যাচে যোগ করা ১০ম মিনিটের গোলে হাঙ্গেরির কাছে হেরেছে স্কটল্যান্ড। নিজেরা জিতলে আর সুইসরা হারলে তবেই সরাসরি দ্বিতীয় রাউন্ডে যেতে পারত স্কটিশরা। এই গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে তিনে হাঙ্গেরি। ১ পয়েন্ট নিয়ে বিদায় নিল স্কটল্যান্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত