ক্রীড়া ডেস্ক
ঢাকা: মাঠে কত কঠিন পরিস্থিতিতে পড়েছেন অরিন্দম ভট্টাচার্য। কঠিন পরিস্থিতি উতরেও গেছেন। দুর্দান্ত সব স্ট্রাইকারের গোল আটকে দিয়েছেন বিশ্বস্ত গ্লাভস জোড়া দিয়ে। কিন্তু পারলেন না করোনার হাত থেকে মাকে বাঁচাতে। গত বছর করোনায় আক্রান্ত হয়ে চলে গেছেন বাবা। আজ সেই একই অদৃশ্য ক্ষতিকর অণুজীব কেড়ে নিল তাঁর ‘মা’কেও।
দুই সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হন অরিন্দমের মা অন্তরা ভট্টাচার্য। বাবাকে হারিয়ে মুষড়ে পড়েছিলেন। অরিন্দমের চেষ্টা ছিল, এবার কিছুতেই হারতে দেবেন না মাকে। মায়ের সেবায় তাই হাসপাতালেই ঘাঁটি গেড়ে বসেছিলেন দুই সপ্তাহ। সিদ্ধান্ত নেন, খেলতে যাবেন না এএফসি কাপেও।
১৪ মে থেকে মালদ্বীপে এএফসি কাপের ‘ই’ গ্রুপে খেলার কথা ছিল অরিন্দমের দল এটিকে মোহনবাগানের। একই গ্রুপে ছিল বসুন্ধরা কিংস, মাজিয়া স্পোর্টসের মত শক্তিশালী প্রতিপক্ষ। সেরা গোলরক্ষক হিসেবে দলের প্রয়োজনে নিজেকে সরিয়ে নেন অরিন্দম। শেষ পর্যন্ত অবশ্য স্থগিত হয়ে গেছে এএফসি কাপ।
তবে মাঠের খেলা থেকে মন সরিয়ে মায়ের দিকে মনোযোগ দেওয়ার সময় হলো না। বিশ্ব ‘মা’ দিবসের পর দিন আজ অরিন্দমকে এতিম করে চলে গেছেন মা অন্তরা ভট্টাচার্য। বয়স হয়েছিল তাঁর ৬২। মাকে হারিয়ে শোকার্ত অরিন্দম।
করোনা আঘাত হেনেছে মোহনবাগান দলেও। পরিবারসহ আক্রান্ত হয়েছেন দুই ফুটবলার- প্রবীর দাস ও শেখ সাহিল।
ঢাকা: মাঠে কত কঠিন পরিস্থিতিতে পড়েছেন অরিন্দম ভট্টাচার্য। কঠিন পরিস্থিতি উতরেও গেছেন। দুর্দান্ত সব স্ট্রাইকারের গোল আটকে দিয়েছেন বিশ্বস্ত গ্লাভস জোড়া দিয়ে। কিন্তু পারলেন না করোনার হাত থেকে মাকে বাঁচাতে। গত বছর করোনায় আক্রান্ত হয়ে চলে গেছেন বাবা। আজ সেই একই অদৃশ্য ক্ষতিকর অণুজীব কেড়ে নিল তাঁর ‘মা’কেও।
দুই সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হন অরিন্দমের মা অন্তরা ভট্টাচার্য। বাবাকে হারিয়ে মুষড়ে পড়েছিলেন। অরিন্দমের চেষ্টা ছিল, এবার কিছুতেই হারতে দেবেন না মাকে। মায়ের সেবায় তাই হাসপাতালেই ঘাঁটি গেড়ে বসেছিলেন দুই সপ্তাহ। সিদ্ধান্ত নেন, খেলতে যাবেন না এএফসি কাপেও।
১৪ মে থেকে মালদ্বীপে এএফসি কাপের ‘ই’ গ্রুপে খেলার কথা ছিল অরিন্দমের দল এটিকে মোহনবাগানের। একই গ্রুপে ছিল বসুন্ধরা কিংস, মাজিয়া স্পোর্টসের মত শক্তিশালী প্রতিপক্ষ। সেরা গোলরক্ষক হিসেবে দলের প্রয়োজনে নিজেকে সরিয়ে নেন অরিন্দম। শেষ পর্যন্ত অবশ্য স্থগিত হয়ে গেছে এএফসি কাপ।
তবে মাঠের খেলা থেকে মন সরিয়ে মায়ের দিকে মনোযোগ দেওয়ার সময় হলো না। বিশ্ব ‘মা’ দিবসের পর দিন আজ অরিন্দমকে এতিম করে চলে গেছেন মা অন্তরা ভট্টাচার্য। বয়স হয়েছিল তাঁর ৬২। মাকে হারিয়ে শোকার্ত অরিন্দম।
করোনা আঘাত হেনেছে মোহনবাগান দলেও। পরিবারসহ আক্রান্ত হয়েছেন দুই ফুটবলার- প্রবীর দাস ও শেখ সাহিল।
সেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছে না।
২০ মিনিট আগেমাঠের চেয়ে বাইরের ঘটনায় নেইমার আলোচনায় থাকেন বেশি। বিতর্কিত ঘটনায় প্রায়ই খবরের শিরোনাম হয়ে থাকেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। এবার তিনি আলোচনায় এসেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রিভালদোকে নিয়ে কথা বলে। দুই ফুটবলারের তর্কযুদ্ধ এখন ‘টক অব দ্য টাউন’।
১ ঘণ্টা আগেমুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে উইকেট পড়ছে মুড়ি-মুড়কির মতো। আজ চলছে তৃতীয় দিনের খেলা। এরই মধ্যে পড়েছে ৩১ উইকেট। ২৫১ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ১ উইকেট। ক্যারিবীয়দের জিততে এখনো প্রয়োজন ২৩০ রান। এছাড়া বিপিএলের দুটি ম্যাচ রয়েছে। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগার...
২ ঘণ্টা আগেলিওনেল মেসিদের হারটা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু মেসি যে ম্যাচে থাকবেন, সেখানে ম্যাজিক না হয়ে কী করে পারে! জাদুটা মেসি দেখাননি। ম্যাচের শেষের দিকে দুর্দান্ত এক গোল করেন ইন্টার মায়ামির টমাস আভিলেস। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে মায়ামি।
২ ঘণ্টা আগে