ক্রীড়া ডেস্ক
মৌসুম শেষে বার্সেলোনা ছাড়বেন জানিয়ে দিয়েছেন জাভি হার্নান্দেজ। আর এখন থেকে গুঞ্জন চলছে, ক্যাম্প ন্যুয়ে কে হবেন তাঁর উত্তরসূরি? সে তালিকায় শোনা যাচ্ছে বেশ কয়েকজনের নাম।
জোর গুঞ্জনটা রাফা মার্কেসকে নিয়ে। জাভিরই সাবেক বার্সা সতীর্থ এখন দায়িত্বে আছেন বার্সেলোনার ‘বি’ দল বার্সা অ্যাথলেতিকসের। গতকাল স্পেনের তৃতীয় বিভাগের ফুটবল প্রিমেইরা ফেডারেশনে ফুয়েনলাব্রাদার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের পর জাভির উত্তরসূরি হওয়ার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এটা তাদের (বার্সা কর্তৃপক্ষ) হাতে। তবে আপনি এমন সুযোগকে না বলতে পারবেন না...।’
২০০৩ থেকে ২০১০ পর্যন্ত বার্সলোনার জার্সিতে খেলেছেন মার্কেস। তবে এই মেক্সিকানের শীর্ষ লিগে ডাগআউটে দাঁড়ানোর অভিজ্ঞতা নেই। অবশ্য সাবেক এই সেন্টার ব্যাকের নিবিড় সম্পর্ক রয়েছে বার্সার স্পোর্টিং ডিরেক্টরের সঙ্গে। এই দায়িত্বে যে মার্কেসেরই সাবেক ক্লাব সতীর্থ ডেকো! বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সঙ্গেও ভালো সম্পর্ক রয়েছে মার্কেসের।
তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস জানিয়েছে, বার্সার সম্ভাব্য কোচ হিসেবে লাপোর্তার রাডারে আছেন ক্যাম্প ন্যুর আরও বেশ কয়েকজন সাবেক তারকা। তার মধ্যে থিয়াগো মোত্তার নামই বেশি শোনা যাচ্ছে। কোচ পদের জন্য মার্কেসের বড় প্রতিদ্বন্দ্বী হতে পারেন সাবেক এই মিডফিল্ডার। ডেকোর সঙ্গে চমৎকার সম্পর্ক মোত্তার। ২০২২ থেকে তিনি ইতালিয়ান ক্লাব বোলোনার ডাগআউটে। তার আগে ছিলেন জেনোয়া ও স্পেৎজিয়ায়। মোত্তা বার্সায় সতীর্থ হিসেবে পেয়েছিলেন জাভি, ডেকো ও মার্কেসকে।
২০১৭ সাল থেকে পোর্তোর কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সার্জিও কনসিকাও। তবে পর্তুগিজ ক্লাবটির সঙ্গে এ মৌসুম শেষে চুক্তি শেষ হচ্ছে তাঁর। লাপোর্তার নজরে আছেন তিনিও। ৪৯ বছর বয়সী এই পর্তুগিজ এর আগে নঁতে ও ব্রাগার দায়িত্ব সামলেছেন। ৬০ বছর বয়সী স্প্যানিশ কোচ মাইকেলও আছেন জাভির সম্ভাব্য উত্তরসূরির তালিকায়। বার্সা যে স্টাইলে ফুটবল খেলে তার সঙ্গে বেশ যায় মাইকেলের কৌশল। তবে যতোই হেতাফে, মার্শেই, সেভিয়ার মতো দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকুক না কেন, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সাবেক এই মিডফিল্ডারকে ক্যাম্প ন্যুয়ে আনবেন কী লাপোর্তা?
মৌসুম শেষে বার্সেলোনা ছাড়বেন জানিয়ে দিয়েছেন জাভি হার্নান্দেজ। আর এখন থেকে গুঞ্জন চলছে, ক্যাম্প ন্যুয়ে কে হবেন তাঁর উত্তরসূরি? সে তালিকায় শোনা যাচ্ছে বেশ কয়েকজনের নাম।
জোর গুঞ্জনটা রাফা মার্কেসকে নিয়ে। জাভিরই সাবেক বার্সা সতীর্থ এখন দায়িত্বে আছেন বার্সেলোনার ‘বি’ দল বার্সা অ্যাথলেতিকসের। গতকাল স্পেনের তৃতীয় বিভাগের ফুটবল প্রিমেইরা ফেডারেশনে ফুয়েনলাব্রাদার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের পর জাভির উত্তরসূরি হওয়ার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এটা তাদের (বার্সা কর্তৃপক্ষ) হাতে। তবে আপনি এমন সুযোগকে না বলতে পারবেন না...।’
২০০৩ থেকে ২০১০ পর্যন্ত বার্সলোনার জার্সিতে খেলেছেন মার্কেস। তবে এই মেক্সিকানের শীর্ষ লিগে ডাগআউটে দাঁড়ানোর অভিজ্ঞতা নেই। অবশ্য সাবেক এই সেন্টার ব্যাকের নিবিড় সম্পর্ক রয়েছে বার্সার স্পোর্টিং ডিরেক্টরের সঙ্গে। এই দায়িত্বে যে মার্কেসেরই সাবেক ক্লাব সতীর্থ ডেকো! বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সঙ্গেও ভালো সম্পর্ক রয়েছে মার্কেসের।
তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস জানিয়েছে, বার্সার সম্ভাব্য কোচ হিসেবে লাপোর্তার রাডারে আছেন ক্যাম্প ন্যুর আরও বেশ কয়েকজন সাবেক তারকা। তার মধ্যে থিয়াগো মোত্তার নামই বেশি শোনা যাচ্ছে। কোচ পদের জন্য মার্কেসের বড় প্রতিদ্বন্দ্বী হতে পারেন সাবেক এই মিডফিল্ডার। ডেকোর সঙ্গে চমৎকার সম্পর্ক মোত্তার। ২০২২ থেকে তিনি ইতালিয়ান ক্লাব বোলোনার ডাগআউটে। তার আগে ছিলেন জেনোয়া ও স্পেৎজিয়ায়। মোত্তা বার্সায় সতীর্থ হিসেবে পেয়েছিলেন জাভি, ডেকো ও মার্কেসকে।
২০১৭ সাল থেকে পোর্তোর কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সার্জিও কনসিকাও। তবে পর্তুগিজ ক্লাবটির সঙ্গে এ মৌসুম শেষে চুক্তি শেষ হচ্ছে তাঁর। লাপোর্তার নজরে আছেন তিনিও। ৪৯ বছর বয়সী এই পর্তুগিজ এর আগে নঁতে ও ব্রাগার দায়িত্ব সামলেছেন। ৬০ বছর বয়সী স্প্যানিশ কোচ মাইকেলও আছেন জাভির সম্ভাব্য উত্তরসূরির তালিকায়। বার্সা যে স্টাইলে ফুটবল খেলে তার সঙ্গে বেশ যায় মাইকেলের কৌশল। তবে যতোই হেতাফে, মার্শেই, সেভিয়ার মতো দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকুক না কেন, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সাবেক এই মিডফিল্ডারকে ক্যাম্প ন্যুয়ে আনবেন কী লাপোর্তা?
প্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
২ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
২ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৩ ঘণ্টা আগে২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
৩ ঘণ্টা আগে