নিজেদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে নারাজ এমবাপ্পে-গালতিয়ের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১১: ১১
Thumbnail image

চ্যাম্পিয়নস লিগের মৌসুমে পরিবর্তন এলেও পিএসজির দৃশ্য আগের মতোই অপরিবর্তিত রয়েছে। আক্ষেপ নিয়ে মাথা নিচু করে খেলোয়াড়দের মাঠ ছাড়ার দৃশ্য। বরাবরের মতো এবারও টুর্নামেন্ট থেকে শূন্য হাতে ফিরেছে তারা।

গতকাল বায়ার্ন মিউনিখের কাছে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ২-০ গোলে হেরেছে পিএসজি। এতে করে দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে হেরে টুর্নামেন্টে আবারও স্বপ্নযাত্রা থেমে গেছে। বারবার ইউরোপীয় শ্রেষ্ঠত্ব থেকে ছিটকে যাওয়ায় নিজের অধরা স্বপ্ন পূরণ হচ্ছে না কিলিয়ান এমবাপ্পের।

তাই এই মৌসুম শেষে অন্য কোনো ক্লাবে যাবেন কি না—ম্যাচ শেষে এমন প্রশ্ন করা হয়েছিল এমবাপ্পেকে। তবে নিজের ভবিষ্যৎ সম্পর্কে এখনই কথা বলতে নারাজ ফরাসি তারকা। ২৪ বছর বয়সী স্ট্রাইকার বলেছেন, ‘না, না, আমি শান্ত আছি। আমার কাছে এখন শুধুই গুরুত্বপূর্ণ এই মৌসুমের লিগ ওয়ান শিরোপা জয়। তারপর আমরা দেখব। আর কিছুই আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। পরাজয়ে আমরা হতাশ।’

এমবাপ্পের মতো হতাশ কোচ ক্রিস্তোফ গালতিয়েরও। তিনি বলেছেন, ‘এটি খুবই হতাশার। আমাদের এটির সঙ্গে মানিয়ে নিতে হবে এবং গ্রহণ করতে হবে। ড্রেসিংরুম আরও বেশি হতাশ। আমি জানি না এটা শেখার কোনো পাঠ কি না, তবে এতে অনেক হতাশা রয়েছে। আমরা আগে গোল করতে পারলে খেলাটা অন্য রকম হতে পারত। কিন্তু আমরা তা পারিনি।’

নিজের ভবিষ্যৎ নিয়ে গালতিয়ের বলেছেন, ‘আমার ভবিষ্যৎ? এটি নিয়ে কথা বলা সত্যি খুব তাড়াতাড়ি হচ্ছে। এটি স্পষ্টত ক্লাবের ম্যানেজমেন্ট ও আমার সভাপতির ওপর নির্ভর করছে। একটা হতাশা রয়েছে। কেননা, এই প্রতিযোগিতা নিয়ে ক্লাবের অনেক আশা ছিল।’ 

পিএসজির কোয়ার্টার ফাইনালের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তাদেরই সাবেক দুই খেলোয়াড়। প্রথম লেগে কিংসলে কোমানের গোলে হারার পর গতকাল ৬১ মিনিটে আরেক সাবেক ফুটবলার এরিক ম্যাক্সিম চুপো-মোতিং ফরাসি চ্যাম্পিয়নদের স্বপ্ন ভেঙে চুরমার করেন। শেষ দিকে ৮৯ মিনিটে আরেকটি গোল করেন সার্জ নাব্রি।

বায়ার্নের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে এসি মিলানও। গতকাল শেষ ষোলোর দ্বিতীয় লেগে  টটেনহামের মাঠে গোলশূন্য ড্র করলেও প্রথম লেগে ১-০ ব্যবধানে এগিয়ে থাকায় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে সিরি আর বর্তমান চ্যাম্পিয়নরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত