ক্রীড়া ডেস্ক, ঢাকা
কয়েক মৌসুম আগেও রিয়াল মাদ্রিদ–বার্সেলোনার এল ক্লাসিকো মানেই ছিল উত্তেজনা ও রোমাঞ্চ। সেখানে ব্যক্তিগত দ্বৈরথ শুধু লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে সীমাবদ্ধ থাকত না। প্রতিদ্বন্দ্বিতা জমে উঠত মেসি ও সার্জিও রামোসের মধ্যেও। কিন্তু দিন বদলে গেছে। প্রতিদ্বন্দ্বিতা ভুলে মেসি ও রামোস এখন খেলবেন একই দলে। সাবেক রিয়াল ও বার্সা অধিনায়ক যে নতুন মৌসুমে নাম যোগ দিয়েছেন পিএসজিতে।
প্রায় দুই দশক ধরে একে অপরের বিপক্ষে খেলেছেন মেসি-রামোস। ন্যু ক্যাম্প কিংবা সান্তিয়াগো বার্নাবুতে মেসির কতশত আক্রমণে রামোস দেয়াল হয়ে দাঁড়িয়েছেন সেই হিসেব মেলানো কঠিন। আবার রামোসকে পরাস্ত করে মেসি গোলও করেছেন অনেক। এর শুরুটা হয়েছিল রামোস ২০০৫ সালে রিয়ালে আসার পর। এরপর রামোস রিয়ালে কাটিয়েছেন ১৬ বছর আর মেসি তো সেই ২০০০ সাল থেকেই ছিলেন বার্সেলোনার ঘরের ছেলে।
দীর্ঘ এই ক্লাব ক্যারিয়ারে মেসি-রামোস দুজনই নিজেদের নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এবার এ দুজন পিএসজিকে সাফল্য এনে দিতে লড়বেন একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে। মেসি তাঁর নতুন এই অধ্যায়ে রামোসের সঙ্গে পাবেন আর্জেন্টাইন সতীর্থ আনহেল দি মারিয়া ও লিয়ান্দ্রো পেরেদেসকে। পিএসজির কোচ মরিসিও পচেত্তিনিও তো আর্জেন্টাইন।
তবে সবচেয়ে বেশি চোখ থাকবে পিএসজির মাঝমাঠের দিকে। যেখানে মেসি পাবেন সময়ের দুই সেরা তারকা ফরোয়ার্ড নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে। পিএসজি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তিন ফুটবলের ছবি একসঙ্গে পোস্ট করে নতুন মৌসুমে প্রতিপক্ষদের বোধ হয় একটা বার্তাও দিতে চাইল!
কয়েক মৌসুম আগেও রিয়াল মাদ্রিদ–বার্সেলোনার এল ক্লাসিকো মানেই ছিল উত্তেজনা ও রোমাঞ্চ। সেখানে ব্যক্তিগত দ্বৈরথ শুধু লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে সীমাবদ্ধ থাকত না। প্রতিদ্বন্দ্বিতা জমে উঠত মেসি ও সার্জিও রামোসের মধ্যেও। কিন্তু দিন বদলে গেছে। প্রতিদ্বন্দ্বিতা ভুলে মেসি ও রামোস এখন খেলবেন একই দলে। সাবেক রিয়াল ও বার্সা অধিনায়ক যে নতুন মৌসুমে নাম যোগ দিয়েছেন পিএসজিতে।
প্রায় দুই দশক ধরে একে অপরের বিপক্ষে খেলেছেন মেসি-রামোস। ন্যু ক্যাম্প কিংবা সান্তিয়াগো বার্নাবুতে মেসির কতশত আক্রমণে রামোস দেয়াল হয়ে দাঁড়িয়েছেন সেই হিসেব মেলানো কঠিন। আবার রামোসকে পরাস্ত করে মেসি গোলও করেছেন অনেক। এর শুরুটা হয়েছিল রামোস ২০০৫ সালে রিয়ালে আসার পর। এরপর রামোস রিয়ালে কাটিয়েছেন ১৬ বছর আর মেসি তো সেই ২০০০ সাল থেকেই ছিলেন বার্সেলোনার ঘরের ছেলে।
দীর্ঘ এই ক্লাব ক্যারিয়ারে মেসি-রামোস দুজনই নিজেদের নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এবার এ দুজন পিএসজিকে সাফল্য এনে দিতে লড়বেন একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে। মেসি তাঁর নতুন এই অধ্যায়ে রামোসের সঙ্গে পাবেন আর্জেন্টাইন সতীর্থ আনহেল দি মারিয়া ও লিয়ান্দ্রো পেরেদেসকে। পিএসজির কোচ মরিসিও পচেত্তিনিও তো আর্জেন্টাইন।
তবে সবচেয়ে বেশি চোখ থাকবে পিএসজির মাঝমাঠের দিকে। যেখানে মেসি পাবেন সময়ের দুই সেরা তারকা ফরোয়ার্ড নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে। পিএসজি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তিন ফুটবলের ছবি একসঙ্গে পোস্ট করে নতুন মৌসুমে প্রতিপক্ষদের বোধ হয় একটা বার্তাও দিতে চাইল!
হচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
২ মিনিট আগেঅফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
১০ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১২ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১২ ঘণ্টা আগে