Ajker Patrika

‘এটা তো ইয়ুর্গেন ক্লপের দল না’ 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১৮: ০৭
‘এটা তো ইয়ুর্গেন ক্লপের দল না’ 

ইয়ুর্গেন ক্লপের অধীনে লিভারপুলের জন্য চলতি মৌসুমটা যেন ‘অম্ল-মধুর’ মৌসুম। ইংলিশ প্রিমিয়ার লিগে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছে না অলরেডরা। আর এই লিভারপুলকে একটু অচেনাই লাগছে জেমি ক্যারাঘারের কাছে।

জিটেক কমিউনিটি স্টেডিয়ামে গতকাল প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল ব্রেন্টফোর্ড-লিভারপুল। লিভারপুলকে ৩-১ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ড। যার মধ্যে ১৯ মিনিটে আত্মঘাতী গোল করেছিলেন লিভারপুল ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। আর অলরেডদের একমাত্র গোলটি ৫০ মিনিটে করেন অ্যালেক্স ওক্সলেড-চেম্বারলেইন। ম্যাচে ৭৩ শতাংশ বল দখলে রেখেছিল অলরেডরা। লক্ষ্য বরাবর শট নিয়েছিল ৬ বার। তারপরও বড় ব্যবধানে হেরেছে অলরেডরা।

লিভারপুলের এমন পারফরম্যান্স দেখে দলটিকে অচেনা লাগছে ক্যারাঘারের। অলরেডদের সাবেক এই ডিফেন্ডার বলেন, ‘এটা ইয়ুর্গেন ক্লপের দল নয়। আমি বুঝতেই পারছি না, কেন এটা হচ্ছে। তাদের অনেক কৌশলী খেলোয়াড় এসেছে কিন্তু তাদের ইয়ুর্গেন ক্লপের খেলোয়াড় মনে হচ্ছে না।’

ক্যারাঘার আরও বলেন, ‘লিভারপুলের তিনজন মিডফিল্ডার লাগবে এবং প্রত্যেককে ৪০ থেকে ৫০ মিলিয়ন পাউন্ডে (বাংলাদেশি ৫০৯ থেকে ৬৩৬ কোটি টাকায়) কিনতে হবে। জুড বেলিংহাম বা জর্জিনিও ভিনালদামের মতো দরকার, যারা রক্ষণভাগকে আগলে রাখতে পারবে।’

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচ খেলেছে লিভারপুল। ৮ জয়, ৪ ড্র ও ৫ পরাজয়ে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয় নম্বরে আছে অলরেডরা। শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৪৩। গানার্সরা খেলেছে ১৬ ম্যাচ। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি ১৬ ম্যাচ খেলে পেয়েছে ৩৬ পয়েন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত