ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসির প্রতি লামিন ইয়ামালের ভালোবাসা বিভিন্ন সময় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়। শৈশবেই মেসির সান্নিধ্য পেয়েছিলেন এই তরুণ স্প্যানিশ উইঙ্গার। গতকাল বার্সেলোনা ও লাস পালমাসের মধ্যকার ম্যাচে একপর্যায়ে টিভি স্ক্রিনে দেখা যায় ইয়ামালের জুতায় মেসির নাম লেখা। মুহূর্তের মধ্যে সেই দৃশ্য ছড়িয়ে পড়ে অন্তর্জালে।
লাস পালমাসের মাঠে আক্রমণের পসরা সাজিয়েও লা লিগার ম্যাচটি বার্সেলোনা হেরেছে ২-১ গোলে। ম্যাচের একপর্যায়ে দেখা যায়, ইয়ামাল বেঞ্চে বসে আছেন। তাঁর দুই পা সামনের বেঞ্চের ওপর রাখা। বার্সা তারকার জুতার নিচে লেখা ‘মেসি’। গোড়ালির চোটে এই ম্যাচে খেলেননি ইয়ামাল।
মেসি ও ইয়ামাল ভক্তরাও খুঁজতে থাকেন রহস্য। স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইয়ামালের জুতায় মেসির নাম, এটি বিশ্ব বিখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের প্রচারণা কৌশল। ‘মেসি+১০’ বুটস ক্যাম্পেইনের অংশ। ১০/১০—অক্টোবরের ১০ তারিখকে ‘মেসি ডে’ পালন করে অ্যাডিডাস। মেসি+১০ও একই রকম উদ্যোগ কোম্পানিটির।
লামিনের পায়ে মেসি+১০ ক্যাম্পেইনের সেই বিশেষ বুটই ছিল। শুধু ইয়ামাল নয়, নারী-পুরুষ মিলিয়ে মোট ১০ ফুটবলার এই বিশেষ বুট পরে প্রচারণা করবেন অ্যাডিডাসের। এই ১০ ফুটবলারকে মেসি নিজেই বাছাই করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
ইয়ামাল ছাড়াও এই বুট পরবেন—ক্লাদিও এচেভেরি, এলিয়েসে বেন সেগির, জেডিন শ, আন্তনিও নুসা, জোয়েল এনদালা, লিন্ডা কাইসেদো, ভিকি লোপেজ, আসান উয়েদরাওগো ও কেনান ইলদিজ।
লিওনেল মেসির প্রতি লামিন ইয়ামালের ভালোবাসা বিভিন্ন সময় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়। শৈশবেই মেসির সান্নিধ্য পেয়েছিলেন এই তরুণ স্প্যানিশ উইঙ্গার। গতকাল বার্সেলোনা ও লাস পালমাসের মধ্যকার ম্যাচে একপর্যায়ে টিভি স্ক্রিনে দেখা যায় ইয়ামালের জুতায় মেসির নাম লেখা। মুহূর্তের মধ্যে সেই দৃশ্য ছড়িয়ে পড়ে অন্তর্জালে।
লাস পালমাসের মাঠে আক্রমণের পসরা সাজিয়েও লা লিগার ম্যাচটি বার্সেলোনা হেরেছে ২-১ গোলে। ম্যাচের একপর্যায়ে দেখা যায়, ইয়ামাল বেঞ্চে বসে আছেন। তাঁর দুই পা সামনের বেঞ্চের ওপর রাখা। বার্সা তারকার জুতার নিচে লেখা ‘মেসি’। গোড়ালির চোটে এই ম্যাচে খেলেননি ইয়ামাল।
মেসি ও ইয়ামাল ভক্তরাও খুঁজতে থাকেন রহস্য। স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইয়ামালের জুতায় মেসির নাম, এটি বিশ্ব বিখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের প্রচারণা কৌশল। ‘মেসি+১০’ বুটস ক্যাম্পেইনের অংশ। ১০/১০—অক্টোবরের ১০ তারিখকে ‘মেসি ডে’ পালন করে অ্যাডিডাস। মেসি+১০ও একই রকম উদ্যোগ কোম্পানিটির।
লামিনের পায়ে মেসি+১০ ক্যাম্পেইনের সেই বিশেষ বুটই ছিল। শুধু ইয়ামাল নয়, নারী-পুরুষ মিলিয়ে মোট ১০ ফুটবলার এই বিশেষ বুট পরে প্রচারণা করবেন অ্যাডিডাসের। এই ১০ ফুটবলারকে মেসি নিজেই বাছাই করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
ইয়ামাল ছাড়াও এই বুট পরবেন—ক্লাদিও এচেভেরি, এলিয়েসে বেন সেগির, জেডিন শ, আন্তনিও নুসা, জোয়েল এনদালা, লিন্ডা কাইসেদো, ভিকি লোপেজ, আসান উয়েদরাওগো ও কেনান ইলদিজ।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তানের যুবারা। আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতকে ৬৯ রানে হারিয়েছে তারা। শারজায় ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে জাপানকে ২১১ রানের বড় ব্যবধানে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল ভারত।
৩ ঘণ্টা আগেমাঠের লড়াইয়ে ভারত-পাকিস্তান এখন আইসিসি ইভেন্ট, এশিয়া কাপ ছাড়া মুখোমুখি হয় না বললেই চলে। তবে এবার মাঠে নয়, মাঠের বাইরে চলছে তীব্র লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর যুদ্ধ নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন শোয়েব আখতার।
৪ ঘণ্টা আগেআয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশের মেয়েরা। আজ মিরপুরে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছেন নিগার সুলতানা জ্যোতিরা। এবার দুই দল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৪ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগ, ইএফএল ও প্রিমিয়ার লিগ মিলে নিজেদের গত সাত ম্যাচে ছয়টিতে হেরেছে ম্যানচেস্টার সিটি। সবশেষ গতকাল রাতে লিভারপুলের বিপক্ষে ২-০ গোলে হেরে টানা সাত ম্যাচ জয়হীন তারা। ২০০৮ সালের পর প্রিমিয়ার লিগে প্রথমবার টানা চার ম্যাচে হারল সিটি। চলতি মৌসুমে ৯ ম্যাচ পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি
৪ ঘণ্টা আগে