ক্রীড়া ডেস্ক
মনের মানুষটা নাকি পরকীয়ায় জড়িয়েছেন, এমন খবর শোনার পর কেউ বা ভালো থাকতে পারেন? ভালো থাকতে পারেননি শাকিরাও। দীর্ঘ এক দশকের বেশি সময় স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গে সম্পর্কে থাকা কলম্বিয়ান পপ তারকার সংসারে এখন দুখের আগুন। সেই কষ্টে অসুস্থ হয়ে হাসপাতালেই যেতে হলো শাকিরাকে।
মানসিক চাপে বিপর্যস্ত হয়ে বার্সেলোনার টেকনোন ক্লিনিকে ভর্তি হয়েছেন শাকিরা। গত শনিবার কান উৎসব শেষে বাসায় ফেরার পর অসুস্থবোধ করলে তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।
সাম্প্রতিক সময়ে উত্তাল একটা সময় পার করছেন শাকিরা। দায়টা অবশ্য পিকেরই। শাকিরার সঙ্গে প্রতারণা করেছেন তিনি। অন্য নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় শাকিরার কাছে হাতেনাতে ধরা পড়ছেন ২০১০ বিশ্বকাপজয়ী তারকা। এ ঘটনায় দুই সন্তান নিয়ে ইবিজা দ্বীপে চলে গেছেন শাকিরা। এক সপ্তাহ হলো আলাদা থাকছেন তাঁরা।
সংসারে অশান্তি, প্রিয় মানুষের প্রতারণা-পারিপার্শ্বিক চাপ সইতে না পেরে অসুস্থই হয়ে পড়েছেন শাকিরা। তাঁর হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ম্যাগাজিন হোলা। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাম্বুলেন্সে ওঠার সময় রীতিমতো কাঁদছিলেন শাকিরা।
অ্যাম্বুলেন্স কর্মীরা শাকিরাকে জিজ্ঞেস করেছিলেন তাঁর মনোবিদের প্রয়োজন আছে কি না? প্রয়োজন নেই জানিয়ে টেকনো ক্লিনিকের কথাই বলেছেন শাকিরা। এখানেই তাঁর দুই সন্তানের জন্ম। প্রেমিকার অসুস্থতার খবরে হাসপাতালে ছুটে যান পিকে। অন্য এক গাড়িতে হাসপাতালে মেয়েকে দেখতে যান শাকিরার মাসহ অন্য আত্মীয়রা।
স্পেন তারকা পিকে আর শাকিরার প্রণয়ের মাঝে যে নারীর গুজব উঠেছে তিনি একজন ২০ বছরের স্বর্ণকেশী। পড়ালেখার পাশাপাশি তিনি উপস্থাপিকা হিসেবে কাজ করেন।
খেলা-সম্পর্কিত আরও পড়ুন:
মনের মানুষটা নাকি পরকীয়ায় জড়িয়েছেন, এমন খবর শোনার পর কেউ বা ভালো থাকতে পারেন? ভালো থাকতে পারেননি শাকিরাও। দীর্ঘ এক দশকের বেশি সময় স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গে সম্পর্কে থাকা কলম্বিয়ান পপ তারকার সংসারে এখন দুখের আগুন। সেই কষ্টে অসুস্থ হয়ে হাসপাতালেই যেতে হলো শাকিরাকে।
মানসিক চাপে বিপর্যস্ত হয়ে বার্সেলোনার টেকনোন ক্লিনিকে ভর্তি হয়েছেন শাকিরা। গত শনিবার কান উৎসব শেষে বাসায় ফেরার পর অসুস্থবোধ করলে তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।
সাম্প্রতিক সময়ে উত্তাল একটা সময় পার করছেন শাকিরা। দায়টা অবশ্য পিকেরই। শাকিরার সঙ্গে প্রতারণা করেছেন তিনি। অন্য নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় শাকিরার কাছে হাতেনাতে ধরা পড়ছেন ২০১০ বিশ্বকাপজয়ী তারকা। এ ঘটনায় দুই সন্তান নিয়ে ইবিজা দ্বীপে চলে গেছেন শাকিরা। এক সপ্তাহ হলো আলাদা থাকছেন তাঁরা।
সংসারে অশান্তি, প্রিয় মানুষের প্রতারণা-পারিপার্শ্বিক চাপ সইতে না পেরে অসুস্থই হয়ে পড়েছেন শাকিরা। তাঁর হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ম্যাগাজিন হোলা। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাম্বুলেন্সে ওঠার সময় রীতিমতো কাঁদছিলেন শাকিরা।
অ্যাম্বুলেন্স কর্মীরা শাকিরাকে জিজ্ঞেস করেছিলেন তাঁর মনোবিদের প্রয়োজন আছে কি না? প্রয়োজন নেই জানিয়ে টেকনো ক্লিনিকের কথাই বলেছেন শাকিরা। এখানেই তাঁর দুই সন্তানের জন্ম। প্রেমিকার অসুস্থতার খবরে হাসপাতালে ছুটে যান পিকে। অন্য এক গাড়িতে হাসপাতালে মেয়েকে দেখতে যান শাকিরার মাসহ অন্য আত্মীয়রা।
স্পেন তারকা পিকে আর শাকিরার প্রণয়ের মাঝে যে নারীর গুজব উঠেছে তিনি একজন ২০ বছরের স্বর্ণকেশী। পড়ালেখার পাশাপাশি তিনি উপস্থাপিকা হিসেবে কাজ করেন।
খেলা-সম্পর্কিত আরও পড়ুন:
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
১১ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
১২ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১৪ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৫ ঘণ্টা আগে