Ajker Patrika

ছাঁটাই নয়, নতুন মৌসুমের আগে ছুটিতে যাব, বলছেন টেন হাগ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৫ মে ২০২৪, ১১: ১০
ছাঁটাই নয়, নতুন মৌসুমের আগে ছুটিতে যাব, বলছেন টেন হাগ

ক্লাবের চাওয়া পূরণ করতে না পারায় ইতিমধ্যে ইউরোপীয় ফুটবলে বেশ কজন তারকা কোচ চাকরি খুইয়েছেন। তালিকায় জাবি হার্নান্দেজ, টমাস টুখেলের মতো কোচরা আছেন। তাঁদের তালিকায় আজ নাম উঠতে পারে এরিক টেন হাগের।

আজ রাতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপের ফাইনাল খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। ‘ম্যানচেস্টার ডার্বিতে’ টেন হাগের ভাগ্য নির্ধারিত হবে রেড ডেভিলসের হয়ে আগামী মৌসুমে ডাগআউটে থাকতে পারবেন কি না। হতাশার এক মৌসুম কাটানোয় কিছুদিন ধরেই ডাচ কোচের ছাঁটাইয়ের গুঞ্জন চলছে। নগর প্রতিদ্বন্দ্বীদের হারাতে পারলে টিকে যেতে পারেন তিনি।

ফল উল্টো হলে ইউনাইটেডের অধ্যায় শেষ হতে পারে টেন হাগের। এমন অনিশ্চয়তার মাঝে তিনি কিনা জানিয়েছেন নতুন মৌসুমের আগে ছুটি তাঁর প্রাপ্য। এফএ কাপের ফাইনাল সামনে রেখে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘না, আমরা ইতিমধ্যে কথা বলেছি। আগামী রোববার ছুটিতে যাব। আমি মনে করি এটা আমার প্রাপ্য। আমরা আগামী মৌসুমে একসঙ্গে লড়াই করব।’ 

শিরোপা জেতানোর জন্য তাঁকে নিয়ে এসেছে বলেও জানিয়েছেন টেন হাগ। তবে ২০২২ সালে ইউনাইটেডের সঙ্গে চুক্তি করার পর শুধু ইপিএল কাপই জেতাতে পেরেছেন ৫৪ বছর বয়সি কোচ। এবার এফএ কাপের ট্রফি জয়ের সুযোগ আছে বলে জানিয়েছেন তিনি। 

টেন হাগ বলেছেন, ‘আমরা একসঙ্গেই আছি। গত জানুয়ারিতে (২০২২ সাল) এই ক্লাবের অংশ হয়েছি এবং তারা চায় আমরা যেন ট্রফি জিতি। গত ১০ বছরে খুব বেশি শিরোপা জিততে পারেনি ক্লাব। তবে সবশেষ দুই বছরে আমাদের এবার সুযোগ আছে দ্বিতীয় শিরোপা জয়ের। এটা খুবই বড় সুযোগ আরেকটি ট্রফি জয়ের।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত