ক্রীড়া ডেস্ক
ক্লাবের চাওয়া পূরণ করতে না পারায় ইতিমধ্যে ইউরোপীয় ফুটবলে বেশ কজন তারকা কোচ চাকরি খুইয়েছেন। তালিকায় জাবি হার্নান্দেজ, টমাস টুখেলের মতো কোচরা আছেন। তাঁদের তালিকায় আজ নাম উঠতে পারে এরিক টেন হাগের।
আজ রাতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপের ফাইনাল খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। ‘ম্যানচেস্টার ডার্বিতে’ টেন হাগের ভাগ্য নির্ধারিত হবে রেড ডেভিলসের হয়ে আগামী মৌসুমে ডাগআউটে থাকতে পারবেন কি না। হতাশার এক মৌসুম কাটানোয় কিছুদিন ধরেই ডাচ কোচের ছাঁটাইয়ের গুঞ্জন চলছে। নগর প্রতিদ্বন্দ্বীদের হারাতে পারলে টিকে যেতে পারেন তিনি।
ফল উল্টো হলে ইউনাইটেডের অধ্যায় শেষ হতে পারে টেন হাগের। এমন অনিশ্চয়তার মাঝে তিনি কিনা জানিয়েছেন নতুন মৌসুমের আগে ছুটি তাঁর প্রাপ্য। এফএ কাপের ফাইনাল সামনে রেখে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘না, আমরা ইতিমধ্যে কথা বলেছি। আগামী রোববার ছুটিতে যাব। আমি মনে করি এটা আমার প্রাপ্য। আমরা আগামী মৌসুমে একসঙ্গে লড়াই করব।’
শিরোপা জেতানোর জন্য তাঁকে নিয়ে এসেছে বলেও জানিয়েছেন টেন হাগ। তবে ২০২২ সালে ইউনাইটেডের সঙ্গে চুক্তি করার পর শুধু ইপিএল কাপই জেতাতে পেরেছেন ৫৪ বছর বয়সি কোচ। এবার এফএ কাপের ট্রফি জয়ের সুযোগ আছে বলে জানিয়েছেন তিনি।
টেন হাগ বলেছেন, ‘আমরা একসঙ্গেই আছি। গত জানুয়ারিতে (২০২২ সাল) এই ক্লাবের অংশ হয়েছি এবং তারা চায় আমরা যেন ট্রফি জিতি। গত ১০ বছরে খুব বেশি শিরোপা জিততে পারেনি ক্লাব। তবে সবশেষ দুই বছরে আমাদের এবার সুযোগ আছে দ্বিতীয় শিরোপা জয়ের। এটা খুবই বড় সুযোগ আরেকটি ট্রফি জয়ের।’
ক্লাবের চাওয়া পূরণ করতে না পারায় ইতিমধ্যে ইউরোপীয় ফুটবলে বেশ কজন তারকা কোচ চাকরি খুইয়েছেন। তালিকায় জাবি হার্নান্দেজ, টমাস টুখেলের মতো কোচরা আছেন। তাঁদের তালিকায় আজ নাম উঠতে পারে এরিক টেন হাগের।
আজ রাতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপের ফাইনাল খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। ‘ম্যানচেস্টার ডার্বিতে’ টেন হাগের ভাগ্য নির্ধারিত হবে রেড ডেভিলসের হয়ে আগামী মৌসুমে ডাগআউটে থাকতে পারবেন কি না। হতাশার এক মৌসুম কাটানোয় কিছুদিন ধরেই ডাচ কোচের ছাঁটাইয়ের গুঞ্জন চলছে। নগর প্রতিদ্বন্দ্বীদের হারাতে পারলে টিকে যেতে পারেন তিনি।
ফল উল্টো হলে ইউনাইটেডের অধ্যায় শেষ হতে পারে টেন হাগের। এমন অনিশ্চয়তার মাঝে তিনি কিনা জানিয়েছেন নতুন মৌসুমের আগে ছুটি তাঁর প্রাপ্য। এফএ কাপের ফাইনাল সামনে রেখে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘না, আমরা ইতিমধ্যে কথা বলেছি। আগামী রোববার ছুটিতে যাব। আমি মনে করি এটা আমার প্রাপ্য। আমরা আগামী মৌসুমে একসঙ্গে লড়াই করব।’
শিরোপা জেতানোর জন্য তাঁকে নিয়ে এসেছে বলেও জানিয়েছেন টেন হাগ। তবে ২০২২ সালে ইউনাইটেডের সঙ্গে চুক্তি করার পর শুধু ইপিএল কাপই জেতাতে পেরেছেন ৫৪ বছর বয়সি কোচ। এবার এফএ কাপের ট্রফি জয়ের সুযোগ আছে বলে জানিয়েছেন তিনি।
টেন হাগ বলেছেন, ‘আমরা একসঙ্গেই আছি। গত জানুয়ারিতে (২০২২ সাল) এই ক্লাবের অংশ হয়েছি এবং তারা চায় আমরা যেন ট্রফি জিতি। গত ১০ বছরে খুব বেশি শিরোপা জিততে পারেনি ক্লাব। তবে সবশেষ দুই বছরে আমাদের এবার সুযোগ আছে দ্বিতীয় শিরোপা জয়ের। এটা খুবই বড় সুযোগ আরেকটি ট্রফি জয়ের।’
বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলা ব্যর্থতার কারণগুলো সঠিকভাবে চিহ্নিত করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দেশের ক্রিকেট বিশ্লেষক ও সাবেক ক্রিকেটাররা নিয়মিত এসব সমস্যার দিক তুলে ধরছেন—কখনো বিশ্লেষণে, কখনো ফেসবুক পোস্টে।
৬ ঘণ্টা আগেরাওয়ালপিন্ডির উইকেট ব্যাটারদের অপছন্দ হওয়ার কারণ নেই। কিন্তু দলটা যখন বাংলাদেশ, তখন কথাটা ‘যদি’, ‘কিন্তু’ নিয়েই বলতে হয়। ম্যাচের আগের দিন বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স জানিয়েছিলেন, তিন শর বেশি রান করার সামর্থ্যের কথা। কিন্তু মাঠের লড়াইয়ে সেই ব্যাটিং ধসের সেই পুরোনো চিত্র। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০০
৬ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভারত ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে ছিলেন নাহিদ। যদিও সেই ম্যাচে খেলানো হয়নি তাঁকে। না খেলানোটা কি ভুল ছিল? নাহিদ সেই প্রশ্নের উত্তর হয়তো দিলেন আজ নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের উইকেট নিয়ে। অফ স্টাম্পের বাইরে ঘণ্টায় প্রায় ১৪৯ কিলোমিটার গতির বলে ড্রাইভ করতে গিয়ে পরাস্ত হন উইলিয়ামসন
৭ ঘণ্টা আগেআগের ম্যাচে শেলটেক ক্রিকেট একাডেমির বিপক্ষে নড়বড়ে নব্বইতে থামতে হয়েছিল ফারজানা হক পিংকির। অসাধারণ এক ইনিংসে সেঞ্চুরির আক্ষেপ পরের ম্যাচেই মেটালেন এ ওপেনার। আজ ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ আনসার ও ভিডিপির বিপক্ষে...
৮ ঘণ্টা আগে