Ajker Patrika

নেপালকে হারিয়ে ফাইনালে এক পা বাংলাদেশের মেয়েদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নেপালকে হারিয়ে ফাইনালে এক পা বাংলাদেশের মেয়েদের

দলের অধিকাংশ ফুটবলার নতুন হওয়ায় ম্যাচের আগে একটু চিন্তাতেই ছিলেন বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু। প্রতিপক্ষ নেপাল টুর্নামেন্টের স্বাগতিক। তাই স্বাগতিক সমর্থকদের চাপ তো ছিলই, টিটু শিষ্যদের জন্য প্রতিপক্ষ ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত নেপালের আবহাওয়াও। সব বাধা জয় করে কোচের চিন্তা দূর করেছেন সুরভী আকন্দ প্রীতি-অর্পিতা বিশ্বাসরা। 

দারুণ এক জয় দিয়ে অনূর্ধ্ব-১৬ নারী সাফে শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। স্বাগতিক নেপালকে ২-০ গোলে উড়িয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়েও গেছে টিটুর দল। শেষ দুই ম্যাচে ভারত কিংবা ভুটানের বিপক্ষে যেকোনো একটি ম্যাচে জয় পেলেই টুর্নামেন্টের ফাইনালে খেলবে ২০১৭ সালে সবশেষ শিরোপা জেতা বাংলাদেশ। ৫ মার্চ ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে লাল-সবুজের মেয়েরা। ভুটানকে ৭-০ গোল হারিয়ে ভারতের শুরুটা হয়েছে দারুণ। 

নেপালের বিপক্ষে কতটা দাপুটে ছিল অনভিজ্ঞ বাংলাদেশ দল সেটি অবশ্য ম্যাচের ফলে প্রতিফলিত হচ্ছে। প্রীতি-অর্পিতা ছাড়া এই দলে তেমন কেউ অভিজ্ঞ ফুটবলার ছিলেন না। দলের অধিকাংশ ফুটবলারেরই এটা প্রথম বিদেশ সফর। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ম্যাচে জোড়া গোল করেছেন ফরোয়ার্ড প্রীতি। পেতে পারতেন হ্যাটট্রিকও। লাল-সবুজ দলের রক্ষণও ছিল ঠিকঠাক। পুরো ম্যাচে পরিষ্কার কোনো সুযোগই বের করতে পারেনি স্বাগতিক নেপাল। বাংলাদেশের দাপুটে ফুটবলের প্রশংসা করেছেন নেপালি ধারাভাষ্যকাররাই। 

কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে গোলের সংখ্যাটা আরও বাড়তে পারত বাংলাদেশের। তাড়াহুড়ো না করলে ১৫ মিনিটের মধ্যে দুই গোল পেতে পারতেন ফরোয়ার্ড আলপি আক্তার। ম্যাচের ৫ মিনিটেই সহজ সুযোগ নষ্ট করেন আলপি। সাথী মুন্ডার ক্রস থেকে পোস্টের সামনে অরক্ষিত অবস্থায় বল পান আলপি, কিন্তু তাড়াহুড়োয় শট নিতে গিয়ে বল পাঠান ক্রসবারের ওপর দিয়ে বাইরে। 

আলপি আবারও সুযোগ নষ্ট করেছেন চার মিনিট বাদে। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল বুক দিয়ে দারুণভাবে রিসিভ করেছিলেন বক্সে দাঁড়ানো এই ফরোয়ার্ড। কিন্তু চলতি বলে বেশ জোরে ভলি করতে গিয়ে প্রথমবারের মতোই বল পাঠান বাইরে। ১২ মিনিটে আলপির আরেকটি শট আটকান নেপালি গোলরক্ষক। 

গোল না পেলেও বাংলাদেশের দুই গোলের উৎস আলপি। ২৪ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন প্রীতি। এই গোলটা আলপির দারুণ এক পাসের ফল। তার পাস ধরে বক্সের বাইরে থেকে সাথী মুন্ডার রক্ষণ চেরা পাসে বল খুঁজে নেন প্রীতি। গোলরক্ষককে ফাঁকি দিয়ে ডান পায়ের ঠান্ডা মাথার ফিনিশিংয়ে বল পাঠান জালে। 

বাংলাদেশকে দ্বিতীয় গোল উপহার দেন নেপাল গোলরক্ষক ঝর্না দুমরাকোটি। ২৯ মিনিটে বক্সের ভেতর আলপিকে টেনে ফেলে দেন তিনি। রেফারি বাজান পেনাল্টির বাঁশি। দুই মিনিট পর ঠান্ডা মাথায় স্পটকিকে বল জালে জড়ান প্রীতি। 

দ্বিতীয়ার্ধেও নেপালের মুখে বাংলাদেশের দাপট। ৬২ মিনিটে হ্যাটট্রিকটা প্রায় পেয়েই গিয়েছিলেন প্রীতি। আরিফা আক্তারের ক্রসে প্রীতির ভলি ছিল ঠিকঠাক কিন্তু শট ছিল পোস্টের বাইরে। এই আক্রমণের পর বলের দখল ধরে রাখলেও গোলের ক্ষুধা কমে যাওয়া বাংলাদেশকে খুব বেশি আক্রমণ করতে দেখা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত