ক্রীড়া ডেস্ক
এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ ম্যাচের জন্য গতকাল থেকে অনুশীলন শুরু করেছে ভারত। শুরুর দিনই বড়সর বার্তা দিয়ে রাখলেন ভারতীয় ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্ঘন। বাংলাদেশকে শুধু হারানোই নয়, নিজেদের গোলবারও অক্ষত রাখতে চান তিনি।
ঝিঙ্ঘন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো বাংলাদেশ ম্যাচে ভালো করা। যা এশিয়ান কাপ বাছাইপর্বের আমাদের জন্য ভালো শুরু এনে দেবে এবং আমি মনে করি ১০ দিনের অনুশীলন ও মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ আমাদের প্রস্তুতিতে দারুণভাবে সহায়তা করবে। দুটিতে ক্লিনশিট জয় পাওয়াই আমাদের লক্ষ্য।’
ইগর স্টিমাচের উত্তরসূরি হিসেবে সম্প্রতি ভারতের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন মানোলো মারকেস। তবে তাঁর অধীনে চার ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি ভারত। গোলই করেছে মাত্র দুটি। তাই গোলখরা কাটাতে অবসর ভাঙিয়ে সুনীল ছেত্রীকে ফিরিয়েছে ভারত।
ছেত্রীকে ফেরানোর প্রসঙ্গে মারকেস বলেন, ‘কারণ এটি বিশেষ এক পরিস্থিতি, আমি এআইএফএফ ও বেঙ্গালুরু এফসির সঙ্গে আলোচনা করেছি। আমি ছেত্রীর সঙ্গেও কথা বলেছি, তাকে বুঝিয়েছি যে আমি তার কাছ থেকে কী চাই। তার বয়স ৪০ হলেও তা আমার কাছে কোনো সমস্যা নয়। জাতীয় দলে এমন খেলোয়াড়দের দরকার, যারা ফর্মে আছে।’
আন্তর্জাতিক ফুটবল থেকে গত বছর বিদায় নিয়েছিলেন ছেত্রী। তবে ঘরোয়া ফুটবলে চলতে থাকে তাঁর দাপট। ইন্ডিয়ান সুপার লিগে এবারের মৌসুমে ভারতীয়দের মধ্যে ১২ গোল করেছেন তিনি। তাই ফর্মে থাকা এই ফুটবলারকে জাতীয় দলে ফেরাতে দ্বিধাবোধ করেননি মারকেস।
ভারতের স্প্যানিশ কোচ বলেন, ‘ছেত্রী আইএসএলে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা। দুইয়ে থাকা ব্রিসনের চেয়ে দ্বিগুণ গোল আছে তার। এরপর রয়েছে শুভাশিষ, ইরফান, মানভির... প্রত্যেকেই জাতীয় দলে আছে। গোল করতে পারে এমন খেলোয়াড়কেই চাই আমরা। আমার অধীনে চার ম্যাচে কেবল দুই গোল করতে পেরেছি আমরা। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফল বের করে আনা, অন্যকিছু নয়।’
ঘরের মাঠ শিলংয়ে আগামী ২৫ মার্চ বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। এর আগে ১৯ মার্চ একই ভেন্যুতে মালদ্বীপের বিপক্ষে খেলবে তারা।
এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ ম্যাচের জন্য গতকাল থেকে অনুশীলন শুরু করেছে ভারত। শুরুর দিনই বড়সর বার্তা দিয়ে রাখলেন ভারতীয় ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্ঘন। বাংলাদেশকে শুধু হারানোই নয়, নিজেদের গোলবারও অক্ষত রাখতে চান তিনি।
ঝিঙ্ঘন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো বাংলাদেশ ম্যাচে ভালো করা। যা এশিয়ান কাপ বাছাইপর্বের আমাদের জন্য ভালো শুরু এনে দেবে এবং আমি মনে করি ১০ দিনের অনুশীলন ও মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ আমাদের প্রস্তুতিতে দারুণভাবে সহায়তা করবে। দুটিতে ক্লিনশিট জয় পাওয়াই আমাদের লক্ষ্য।’
ইগর স্টিমাচের উত্তরসূরি হিসেবে সম্প্রতি ভারতের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন মানোলো মারকেস। তবে তাঁর অধীনে চার ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি ভারত। গোলই করেছে মাত্র দুটি। তাই গোলখরা কাটাতে অবসর ভাঙিয়ে সুনীল ছেত্রীকে ফিরিয়েছে ভারত।
ছেত্রীকে ফেরানোর প্রসঙ্গে মারকেস বলেন, ‘কারণ এটি বিশেষ এক পরিস্থিতি, আমি এআইএফএফ ও বেঙ্গালুরু এফসির সঙ্গে আলোচনা করেছি। আমি ছেত্রীর সঙ্গেও কথা বলেছি, তাকে বুঝিয়েছি যে আমি তার কাছ থেকে কী চাই। তার বয়স ৪০ হলেও তা আমার কাছে কোনো সমস্যা নয়। জাতীয় দলে এমন খেলোয়াড়দের দরকার, যারা ফর্মে আছে।’
আন্তর্জাতিক ফুটবল থেকে গত বছর বিদায় নিয়েছিলেন ছেত্রী। তবে ঘরোয়া ফুটবলে চলতে থাকে তাঁর দাপট। ইন্ডিয়ান সুপার লিগে এবারের মৌসুমে ভারতীয়দের মধ্যে ১২ গোল করেছেন তিনি। তাই ফর্মে থাকা এই ফুটবলারকে জাতীয় দলে ফেরাতে দ্বিধাবোধ করেননি মারকেস।
ভারতের স্প্যানিশ কোচ বলেন, ‘ছেত্রী আইএসএলে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা। দুইয়ে থাকা ব্রিসনের চেয়ে দ্বিগুণ গোল আছে তার। এরপর রয়েছে শুভাশিষ, ইরফান, মানভির... প্রত্যেকেই জাতীয় দলে আছে। গোল করতে পারে এমন খেলোয়াড়কেই চাই আমরা। আমার অধীনে চার ম্যাচে কেবল দুই গোল করতে পেরেছি আমরা। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফল বের করে আনা, অন্যকিছু নয়।’
ঘরের মাঠ শিলংয়ে আগামী ২৫ মার্চ বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। এর আগে ১৯ মার্চ একই ভেন্যুতে মালদ্বীপের বিপক্ষে খেলবে তারা।
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভরাডুবির পর হার্ডলাইনে যায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যার মধ্যে পরিবার-পরিজন নিয়ে বিদেশ সফরের ব্যাপারে কঠোর বিধিনিষেধের ব্যাপার রয়েছে। একই নিয়মকানুন আরোপ করা হয় আইপিএলের জন্যও। এমন নিয়মের কারণে...
১১ ঘণ্টা আগেডার্বি মানেই উত্তাপ। এ ম্যাচে চোখ ছিল বাংলাদেশেরও। কারণ হামজা চৌধুরী খেলছিলেন যে। বাংলাদেশে পা রাখার আগে এটিই ছিল শেফিল্ড শিল্ডের হয়ে তাঁর শেষ ম্যাচ। কাল থেকে তাঁর পুরো ভাবনার অনেকটা জুড়েই থাকবে বাংলাদেশ।
১২ ঘণ্টা আগেঅফফর্মের চক্রে ঘুরপাক খেতে থাকা লিটন দাসকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গিয়েছিল বাংলাদেশ। ঘরোয়া ক্রিকেটের লিস্ট এ সংস্করণ ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) দল পাচ্ছিলেন না তিনি। অবশেষে বাংলাদেশের এই ৩০ বছর বয়সী ব্যাটারকে নিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব।এই ক্লাবটির পৃষ্ঠপোষক তামিম ইকবাল।
১২ ঘণ্টা আগেতরুণ থেকে প্রবীণ—হবিগঞ্জের স্নানঘাট গ্রামের সব বয়সী মানুষের ভেতর বইছে একই উন্মাদনা। কারণ, হামজা চৌধুরী আসছেন। হবিগঞ্জে এর আগেও বেশ কয়েকবার পা রেখেছেন তিনি। কিন্তু বাংলাদেশের ফুটবলার হিসেবে এবারই প্রথম আসা হচ্ছে তাঁর। তাঁকে ঘিরে হবিগঞ্জজুড়ে ঈদের মতোই উৎসবের আমেজ বিরাজ করছে।
১৪ ঘণ্টা আগে