ক্রীড়া ডেস্ক
কোপা ইতালিয়ার সেমিফাইনালের প্রথম লেগটা হলো নিষ্ফলা। দ্বিতীয় লেগ নিয়ে তাই বাড়তি রোমাঞ্চ ছিল। সে আশার গুঁড়ে বালি। মিলান ডার্বির ফিরতি লেগটার নিষ্পত্তি হলো বড্ড একতরফাভাবে। মঙ্গলবার রাতে সান সিরোতে এসি মিলানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে গেল ইন্টার মিলান। ইতালিয়ান সিরি-এ লিগের এই মৌসুমে শিরোপা জিততে দাঁতে দাঁত চেপে লড়ছে মিলানের দুই ক্লাব। শেষ অবধি ইন্টার মিলানের শ্রেষ্ঠত্ব অটুট থাকবে, নাকি ১১ বছর পর রাজত্বে ফিরবে এসি মিলান—সেই প্রশ্নের উত্তর মিলবে মৌসুম শেষে। আপাতত প্রতিবেশীদের কাছে কোপা ইতালিয়ার স্বপ্নটা জমা দিয়ে আসতে হলো এসি মিলানকে।
ম্যাচের ফলটা অবশ্য দুই দলের আক্রমণের সঠিক চিত্রটা পরিষ্কার করছে না। ম্যাচে এসি মিলানই আক্রমণ বেশি করেছে। কিন্তু ১৬টি শট নিয়েও গোলের মুখ খুলতে পারেনি তারা, যার ৬টি শট ছিল লক্ষ্যে। অথচ ১০ শটের ৪টি গোলমুখে রেখে ৩টিতেই সাফল্য পেয়েছে ইন্টার মিলান। প্রথমার্ধে ২ গোল হজম করা এসি মিলান শেষ দিকে হজম করে আরো ১টি।
ইন্টার মিলানের ফাইনালে ওঠার রূপকার লাওতারো মার্টিনেজ। দলের ৩ গোলের দুটি করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। প্রথমটা ম্যাচ শুরুর ৫ মিনিটে। পরেরটা বিরতির মিনিট সাতেক আগে। শেষ চারের ফল নির্ধারণ হয়ে গেল তাতেই। ম্যাচের দ্বিতীয় পর্বে এসি মিলানের নাটুকে প্রত্যাবর্তনের বিকল্প ছিল না। স্বাভাবিকভাবেই পারেনি তারা। বরং ৮২ মিনিটে রবিন গোসেন ম্যাচের তৃতীয় গোল করে ইন্টার মিলানের জয়োৎসবে দিয়েছেন বাড়তি রং।
গত মৌসুমে ইতালিয়ান সিরি-এ লিগ জিতে ১১ বছরের অপেক্ষার অবসান হয়েছে ইন্টার মিলানের। এবার কোপা ইতালিয়ার প্রায় এক যুগের আক্ষেপ দূর করার সুযোগ নেরাজ্জুরিদের। আগামী ১১ মে নিরপেক্ষ ভেন্যুর এএস রোমার মাঠ অলিম্পিকো স্টেডিয়ামে ফাইনাল। সেখানে ইন্টার মিলানের প্রতিপক্ষ ফিওরেন্টিনা নাকি জুভেন্টাস তা জানা যাবে কয়েক ঘণ্টা পর।
আজ রাতেই যে অন্য সেমিফাইনালের দ্বিতীয় লেগে পরস্পরকে মোকাবিলা করবে তারা। জুভেন্টাসের জন্য স্বস্তির খবর, প্রথম লেগে ১-০ গোলে জিতে ফাইনালের পথে এগিয়ে আছে। তুরিনের বুড়িদের জন্য বাড়তি অনুপ্রেরণা, ফিরতি লেগটা তারা খেলবে ঘরের মাঠ তুরিন স্টেডিয়ামে। ফিওরেন্টিনার জন্য ফাইনালে ওঠাটা তাই অনেকটাই কঠিন। জিততে হবে অন্তত দুই গোলের ব্যবধানে।
কোপা ইতালিয়ার সেমিফাইনালের প্রথম লেগটা হলো নিষ্ফলা। দ্বিতীয় লেগ নিয়ে তাই বাড়তি রোমাঞ্চ ছিল। সে আশার গুঁড়ে বালি। মিলান ডার্বির ফিরতি লেগটার নিষ্পত্তি হলো বড্ড একতরফাভাবে। মঙ্গলবার রাতে সান সিরোতে এসি মিলানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে গেল ইন্টার মিলান। ইতালিয়ান সিরি-এ লিগের এই মৌসুমে শিরোপা জিততে দাঁতে দাঁত চেপে লড়ছে মিলানের দুই ক্লাব। শেষ অবধি ইন্টার মিলানের শ্রেষ্ঠত্ব অটুট থাকবে, নাকি ১১ বছর পর রাজত্বে ফিরবে এসি মিলান—সেই প্রশ্নের উত্তর মিলবে মৌসুম শেষে। আপাতত প্রতিবেশীদের কাছে কোপা ইতালিয়ার স্বপ্নটা জমা দিয়ে আসতে হলো এসি মিলানকে।
ম্যাচের ফলটা অবশ্য দুই দলের আক্রমণের সঠিক চিত্রটা পরিষ্কার করছে না। ম্যাচে এসি মিলানই আক্রমণ বেশি করেছে। কিন্তু ১৬টি শট নিয়েও গোলের মুখ খুলতে পারেনি তারা, যার ৬টি শট ছিল লক্ষ্যে। অথচ ১০ শটের ৪টি গোলমুখে রেখে ৩টিতেই সাফল্য পেয়েছে ইন্টার মিলান। প্রথমার্ধে ২ গোল হজম করা এসি মিলান শেষ দিকে হজম করে আরো ১টি।
ইন্টার মিলানের ফাইনালে ওঠার রূপকার লাওতারো মার্টিনেজ। দলের ৩ গোলের দুটি করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। প্রথমটা ম্যাচ শুরুর ৫ মিনিটে। পরেরটা বিরতির মিনিট সাতেক আগে। শেষ চারের ফল নির্ধারণ হয়ে গেল তাতেই। ম্যাচের দ্বিতীয় পর্বে এসি মিলানের নাটুকে প্রত্যাবর্তনের বিকল্প ছিল না। স্বাভাবিকভাবেই পারেনি তারা। বরং ৮২ মিনিটে রবিন গোসেন ম্যাচের তৃতীয় গোল করে ইন্টার মিলানের জয়োৎসবে দিয়েছেন বাড়তি রং।
গত মৌসুমে ইতালিয়ান সিরি-এ লিগ জিতে ১১ বছরের অপেক্ষার অবসান হয়েছে ইন্টার মিলানের। এবার কোপা ইতালিয়ার প্রায় এক যুগের আক্ষেপ দূর করার সুযোগ নেরাজ্জুরিদের। আগামী ১১ মে নিরপেক্ষ ভেন্যুর এএস রোমার মাঠ অলিম্পিকো স্টেডিয়ামে ফাইনাল। সেখানে ইন্টার মিলানের প্রতিপক্ষ ফিওরেন্টিনা নাকি জুভেন্টাস তা জানা যাবে কয়েক ঘণ্টা পর।
আজ রাতেই যে অন্য সেমিফাইনালের দ্বিতীয় লেগে পরস্পরকে মোকাবিলা করবে তারা। জুভেন্টাসের জন্য স্বস্তির খবর, প্রথম লেগে ১-০ গোলে জিতে ফাইনালের পথে এগিয়ে আছে। তুরিনের বুড়িদের জন্য বাড়তি অনুপ্রেরণা, ফিরতি লেগটা তারা খেলবে ঘরের মাঠ তুরিন স্টেডিয়ামে। ফিওরেন্টিনার জন্য ফাইনালে ওঠাটা তাই অনেকটাই কঠিন। জিততে হবে অন্তত দুই গোলের ব্যবধানে।
মেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
১ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
১ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
২ ঘণ্টা আগেইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
৩ ঘণ্টা আগে