বাধ্য হয়েই রিয়াল ছেড়েছেন জিদান

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ঢাকা: সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদ ছেড়েছিলেন  জিনেদিন জিদান। এবার জানা গেল জিদানের রিয়াল ছাড়ার আসল কারণ।  ক্লাব তাঁর ওপর আস্থা রাখতে পারছে না  বলে একরকম বাধ্য হয়েই রিয়াল ছেড়েছেন।  স্প্যানিশ গণমাধ্যমকে লেখা  এক চিঠিতে এমনটাই  জানিয়েছেন ফরাসি কিংবদন্তি।

রিয়াল মাদ্রিদের হয়ে খেলোয়াড়ি জীবনে যেমন সাফল্য পেয়েছেন, সফল ছিলেন ম্যানেজার হিসেবেও। তাঁর হাত ধরেই তো বার্নাব্যুতে আসে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ শিরোপা। পাশাপাশি রিয়ালকে  দুবার করে  লা লিগা, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা সুপার এবং ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতিয়েছেন  তিনি। তবে এবারের মৌসুমটা মোটেও  ভালো যায়নি রিয়ালের। শিরোপাহীন একটা মৌসুম কাটিয়েছে জিদানের দল। তার তাতেই জিদানের ওপর আস্থা রাখতে পারেনি  ক্লাব।

জিদান জানিয়েছেন, ক্লাব তাঁর ওপর আস্থা রাখতে পারছে না বলেই নিজ থেকে সরে দাঁড়িয়েছেন । স্প্যানিশ গণমাধ্যমকে দেওয়া চিঠিতে তিনি লিখেছেন, '২০১৮ সালের মে মাসে ক্লাব ছেড়েছিলাম। তখন আমার মনে হয়েছিল, আড়াই বছরের সাফল্য এবং এতগুলো শিরোপার পর দলকে উদ্বুদ্ধ করতে নতুন কাউকে দরকার। কিন্তু এখনকার পরিস্থিতি ভিন্ন। এবার আমি ক্লাব ছাড়ছি, কারণ ক্লাব আমার ওপর সেভাবে আস্থা রাখতে পারছিল না।  আমি জানি, যখন জেতা যায় না, তখন সরে দাঁড়াতে হয়। কিন্তু এখানে আমার অর্জনগুলোকে উপেক্ষা করা  হয়েছে।’

জিদান রিয়ালকে দিয়েছেন দুহাত ভরে। এখান থেকে পেয়েছেনও অনেক। তাই তাঁর ক্লাব ছাড়ার কারণ  ব্যাখ্যা করাকে নিজের দায়িত্ব মনে করেন তিনি। চিঠিতে রিয়াল ভক্তদের উদ্দেশ্যে জিদান লিখেছেন ,‘প্রিয় রিয়াল মাদ্রিদ ভক্তরা, আজ থেকে ২০ বছরেরও বেশি সময় আগে যখন সাদা জার্সিতে রিয়ালে পা রাখি, তখন থেকে আপনাদের ভালোবাসা পেয়েছি । আমি সবচেয়ে সেরা ক্লাবের খেলোয়াড় ও কোচ হওয়ার সম্মান পেয়েছি। আমি নিজেও রিয়ালের একজন ভক্ত। এসব  কারণে আপনাদের  বিদায়ী   চিঠি  লিখলাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত