Ajker Patrika

ফিফা ‘দ্য বেস্ট’ সংক্ষিপ্ত তালিকায় মেসি, নেই রোনালদো-নেইমার

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ৪৩
ফিফা ‘দ্য বেস্ট’ সংক্ষিপ্ত তালিকায় মেসি, নেই রোনালদো-নেইমার

বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে ফিফা। ২০২৩ ফিফা পুরুষ অ্যাওয়ার্ডের ‘দ্য বেস্ট’ পুরস্কারের তালিকায় আছেন ১২ জন—লিওনেল মেসি, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পে, হুলিয়ান আলভারেস, মার্সেলো ব্রজোভিচ, কেভিন ডি ব্রুইনা, ইলকায় গুন্দোয়ান, রদ্রি, খোভিচা কোয়ারাৎসখেলিয়া, ভিক্টোর ওসিমেন, ডেকলান রাইস, বের্নার্দো সিলভা। 

গত বছরের ১৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ২০ আগস্ট পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া হবে ব্যক্তিগত নৈপুণ্যর এই পুরস্কার। বর্ষসেরা পুরুষ ফুটবলার মনোনয়ন পাওয়াদের ৬ জনই গত মৌসুমে ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটির। 

মোট সাতটি ক্যাটাগরিতে দেওয়া হবে পুরস্কার। বর্ষসেরা নারী ফুটবলার, বর্ষসেরা গোলরক্ষক (নারী ও পুরুষ), বর্ষসেরা কোচ (নারী ও পুরুষ), বর্ষসেরা গোল, বর্ষসেরা একাদশ ঘোষণা করবে ফিফা। ইতিমধ্যে উয়েফা মেসি ও ক্লাব সতীর্থ ডি ব্রুইনাকে হারিয়ে প্রথমবার উয়েফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন সিটির নরওয়েজীয় স্ট্রাইকার হালান্ড। ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকাতেও আছেন তাঁরা। 

ফিফার বর্ষসেরা পুরুষ কোচের তালিকায় পেপ গার্দিওলা, সিমোন ইনজাঘি, আঞ্জ পোস্তেকগলু, লুসিয়ানো স্পাল্লেত্তি, জাভি। স্পেনের হয়ে প্রথম নারী বিশ্বকাপজয়ী আইতানা বোনমাতি এ বছরের উয়েফা বর্ষসেরা সেরা হয়েছেন। ফিফা দ্য বেস্টের বর্ষসেরা নারী ফুটবলারের তালিকাতেও আছেন তিনি। বর্ষসেরা পুরুষ গোলরক্ষকের তালিকায় আছেন ইয়াসিন বুনো, থিবো কোর্তোয়া, এদেরসন, আন্দ্রে ওনানা, মার্ক-আন্দ্রে টের স্টেগান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত