ক্রীড়া ডেস্ক
বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে ফিফা। ২০২৩ ফিফা পুরুষ অ্যাওয়ার্ডের ‘দ্য বেস্ট’ পুরস্কারের তালিকায় আছেন ১২ জন—লিওনেল মেসি, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পে, হুলিয়ান আলভারেস, মার্সেলো ব্রজোভিচ, কেভিন ডি ব্রুইনা, ইলকায় গুন্দোয়ান, রদ্রি, খোভিচা কোয়ারাৎসখেলিয়া, ভিক্টোর ওসিমেন, ডেকলান রাইস, বের্নার্দো সিলভা।
গত বছরের ১৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ২০ আগস্ট পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া হবে ব্যক্তিগত নৈপুণ্যর এই পুরস্কার। বর্ষসেরা পুরুষ ফুটবলার মনোনয়ন পাওয়াদের ৬ জনই গত মৌসুমে ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটির।
মোট সাতটি ক্যাটাগরিতে দেওয়া হবে পুরস্কার। বর্ষসেরা নারী ফুটবলার, বর্ষসেরা গোলরক্ষক (নারী ও পুরুষ), বর্ষসেরা কোচ (নারী ও পুরুষ), বর্ষসেরা গোল, বর্ষসেরা একাদশ ঘোষণা করবে ফিফা। ইতিমধ্যে উয়েফা মেসি ও ক্লাব সতীর্থ ডি ব্রুইনাকে হারিয়ে প্রথমবার উয়েফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন সিটির নরওয়েজীয় স্ট্রাইকার হালান্ড। ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকাতেও আছেন তাঁরা।
ফিফার বর্ষসেরা পুরুষ কোচের তালিকায় পেপ গার্দিওলা, সিমোন ইনজাঘি, আঞ্জ পোস্তেকগলু, লুসিয়ানো স্পাল্লেত্তি, জাভি। স্পেনের হয়ে প্রথম নারী বিশ্বকাপজয়ী আইতানা বোনমাতি এ বছরের উয়েফা বর্ষসেরা সেরা হয়েছেন। ফিফা দ্য বেস্টের বর্ষসেরা নারী ফুটবলারের তালিকাতেও আছেন তিনি। বর্ষসেরা পুরুষ গোলরক্ষকের তালিকায় আছেন ইয়াসিন বুনো, থিবো কোর্তোয়া, এদেরসন, আন্দ্রে ওনানা, মার্ক-আন্দ্রে টের স্টেগান।
বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে ফিফা। ২০২৩ ফিফা পুরুষ অ্যাওয়ার্ডের ‘দ্য বেস্ট’ পুরস্কারের তালিকায় আছেন ১২ জন—লিওনেল মেসি, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পে, হুলিয়ান আলভারেস, মার্সেলো ব্রজোভিচ, কেভিন ডি ব্রুইনা, ইলকায় গুন্দোয়ান, রদ্রি, খোভিচা কোয়ারাৎসখেলিয়া, ভিক্টোর ওসিমেন, ডেকলান রাইস, বের্নার্দো সিলভা।
গত বছরের ১৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ২০ আগস্ট পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া হবে ব্যক্তিগত নৈপুণ্যর এই পুরস্কার। বর্ষসেরা পুরুষ ফুটবলার মনোনয়ন পাওয়াদের ৬ জনই গত মৌসুমে ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটির।
মোট সাতটি ক্যাটাগরিতে দেওয়া হবে পুরস্কার। বর্ষসেরা নারী ফুটবলার, বর্ষসেরা গোলরক্ষক (নারী ও পুরুষ), বর্ষসেরা কোচ (নারী ও পুরুষ), বর্ষসেরা গোল, বর্ষসেরা একাদশ ঘোষণা করবে ফিফা। ইতিমধ্যে উয়েফা মেসি ও ক্লাব সতীর্থ ডি ব্রুইনাকে হারিয়ে প্রথমবার উয়েফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন সিটির নরওয়েজীয় স্ট্রাইকার হালান্ড। ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকাতেও আছেন তাঁরা।
ফিফার বর্ষসেরা পুরুষ কোচের তালিকায় পেপ গার্দিওলা, সিমোন ইনজাঘি, আঞ্জ পোস্তেকগলু, লুসিয়ানো স্পাল্লেত্তি, জাভি। স্পেনের হয়ে প্রথম নারী বিশ্বকাপজয়ী আইতানা বোনমাতি এ বছরের উয়েফা বর্ষসেরা সেরা হয়েছেন। ফিফা দ্য বেস্টের বর্ষসেরা নারী ফুটবলারের তালিকাতেও আছেন তিনি। বর্ষসেরা পুরুষ গোলরক্ষকের তালিকায় আছেন ইয়াসিন বুনো, থিবো কোর্তোয়া, এদেরসন, আন্দ্রে ওনানা, মার্ক-আন্দ্রে টের স্টেগান।
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
১ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
১ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
২ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
৩ ঘণ্টা আগে