নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই দলই পাঁচটি করে শটের সবগুলোই জালে জড়াল। সাডেন ডেথে টাইব্রেকারে খেলা জমে ক্ষীর। একে একে ১১টি করে শট নিলেন বাংলাদেশ-ভারতের ফুটবলাররা। বাদ গেলেন না দুই গোলরক্ষকও। ১১ শটে ফল নির্ধারণ না হওয়ায় দুই অধিনায়ককে ডাকা হলো টসের জন্য। সেখানে টস জিতে লাফিয়ে উঠলেন ভারত অধিনায়ক নিতু লিন্ডা। টসে কী হলো বুঝতে না পেরে ঠাঁই দাঁড়িয়ে বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার!
নাটকের পর নাটক। যত রকমভাবে একটা ফাইনালকে রোমাঞ্চকর, শ্বাসরুদ্ধকর করা যায় সবই হলো অনূর্ধ্ব-১৯ নারী সাফের ফাইনালে। শেষ সময়ে গোলের পর বাংলাদেশের সমতায় ফেরা। ১-১ গোলে সমতায় থাকার পর টাইব্রেকার। এরপর ১১ শটেও ফল না হওয়া, এরপর টস হওয়া, টসে ভারতকে জয়ী করার পর বাংলাদেশের প্রতিবাদ, এরপর আবার খেলতে বলার পর ভারতের ফুটবলারদের মাঠ ছেড়ে যাওয়া! বারুদে ঠাসা, শ্বাসরুদ্ধকর এক ফাইনাল দেখল বাংলাদেশ-ভারত অনূর্ধ্ব-১৯ সাফের ফাইনাল।
বারুদ ঠাসা এক বাংলাদেশ-ভারত অনূর্ধ্ব-১৯ সাফের ফাইনাল দেখার জন্য কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে হাজির হয়েছিলেন হাজার হাজার দর্শক। সেই দর্শকেরা দেখলেন শ্বাসরুদ্ধকর ফাইনাল। ১-০ গোলে পিছিয়ে থাকা ফাইনালে বাংলাদেশ সমতায় ফিরল একদম শেষ সময়ে এসে। সেখান থেকে খেলা গড়াল টাইব্রেকারে। ভাগ্যের খেলাতেও ১১ শটে নির্ধারিত হলো না শিরোপা। টসের জন্য দুই অধিনায়ককে ডাকলে শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার সিলভা জয়সুরিয়া ডিলন। টসে শিরোপা হারার পর রেফারি রাই অঞ্জনা ও কমিশনারকে ঘিরে ধরলেন বাংলাদেশের খেলোয়াড়-কর্মকর্তারা। বাংলাদেশের আপত্তিতে খেলা চালানোর সিদ্ধান্ত নিলেন ম্যাচ কমিশনার। সিদ্ধান্ত জানানোর পর আপত্তি তুলে ভারত মাঠ ছেড়ে যায়। শিরোপা জিতল কারা, এখন তা নিয়ে চরম অনিশ্চয়তা।
ফাইনালকে ঘিরে এই বিতর্ক জন্ম নিয়েছে শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার সিলভা জয়সুরিয়া ডিলনের ভুলে। আন্তর্জাতিকভাবে টাইব্রেকারে ফল নির্ধারণ না হওয়া পর্যন্ত শট নেওয়ার নিয়ম থাকলেও ম্যাচ কমিশনার দুই অধিনায়ককে ডাকেন টসের জন্য। তাতেই জন্ম বিতর্কের। ভারত এখন ৩০ মিনিটের মধ্যে মাঠে না ফিরলে বিজয়ী ঘোষণা করা হতে পারে বাংলাদেশকে।
এই বিতর্কের আগে দারুণ এক উপভোগ্য ফাইনাল দেখেছেন মাঠের দর্শকেরা। ম্যাচে ৮ মিনিটে শিবানী দেবীর গোলে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। অতিরিক্ত ৪ মিনিট সময়ের এক মিনিট আগে সাগরিকার গোলে ম্যাচে সমতায় ফেরে বাংলাদেশ। খেলা গড়ায় টাইব্রেকারে। সেই টাইব্রেকার থেকেই জন্ম নিয়েছে যত বিতর্কের।
দুই দলই পাঁচটি করে শটের সবগুলোই জালে জড়াল। সাডেন ডেথে টাইব্রেকারে খেলা জমে ক্ষীর। একে একে ১১টি করে শট নিলেন বাংলাদেশ-ভারতের ফুটবলাররা। বাদ গেলেন না দুই গোলরক্ষকও। ১১ শটে ফল নির্ধারণ না হওয়ায় দুই অধিনায়ককে ডাকা হলো টসের জন্য। সেখানে টস জিতে লাফিয়ে উঠলেন ভারত অধিনায়ক নিতু লিন্ডা। টসে কী হলো বুঝতে না পেরে ঠাঁই দাঁড়িয়ে বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার!
নাটকের পর নাটক। যত রকমভাবে একটা ফাইনালকে রোমাঞ্চকর, শ্বাসরুদ্ধকর করা যায় সবই হলো অনূর্ধ্ব-১৯ নারী সাফের ফাইনালে। শেষ সময়ে গোলের পর বাংলাদেশের সমতায় ফেরা। ১-১ গোলে সমতায় থাকার পর টাইব্রেকার। এরপর ১১ শটেও ফল না হওয়া, এরপর টস হওয়া, টসে ভারতকে জয়ী করার পর বাংলাদেশের প্রতিবাদ, এরপর আবার খেলতে বলার পর ভারতের ফুটবলারদের মাঠ ছেড়ে যাওয়া! বারুদে ঠাসা, শ্বাসরুদ্ধকর এক ফাইনাল দেখল বাংলাদেশ-ভারত অনূর্ধ্ব-১৯ সাফের ফাইনাল।
বারুদ ঠাসা এক বাংলাদেশ-ভারত অনূর্ধ্ব-১৯ সাফের ফাইনাল দেখার জন্য কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে হাজির হয়েছিলেন হাজার হাজার দর্শক। সেই দর্শকেরা দেখলেন শ্বাসরুদ্ধকর ফাইনাল। ১-০ গোলে পিছিয়ে থাকা ফাইনালে বাংলাদেশ সমতায় ফিরল একদম শেষ সময়ে এসে। সেখান থেকে খেলা গড়াল টাইব্রেকারে। ভাগ্যের খেলাতেও ১১ শটে নির্ধারিত হলো না শিরোপা। টসের জন্য দুই অধিনায়ককে ডাকলে শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার সিলভা জয়সুরিয়া ডিলন। টসে শিরোপা হারার পর রেফারি রাই অঞ্জনা ও কমিশনারকে ঘিরে ধরলেন বাংলাদেশের খেলোয়াড়-কর্মকর্তারা। বাংলাদেশের আপত্তিতে খেলা চালানোর সিদ্ধান্ত নিলেন ম্যাচ কমিশনার। সিদ্ধান্ত জানানোর পর আপত্তি তুলে ভারত মাঠ ছেড়ে যায়। শিরোপা জিতল কারা, এখন তা নিয়ে চরম অনিশ্চয়তা।
ফাইনালকে ঘিরে এই বিতর্ক জন্ম নিয়েছে শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার সিলভা জয়সুরিয়া ডিলনের ভুলে। আন্তর্জাতিকভাবে টাইব্রেকারে ফল নির্ধারণ না হওয়া পর্যন্ত শট নেওয়ার নিয়ম থাকলেও ম্যাচ কমিশনার দুই অধিনায়ককে ডাকেন টসের জন্য। তাতেই জন্ম বিতর্কের। ভারত এখন ৩০ মিনিটের মধ্যে মাঠে না ফিরলে বিজয়ী ঘোষণা করা হতে পারে বাংলাদেশকে।
এই বিতর্কের আগে দারুণ এক উপভোগ্য ফাইনাল দেখেছেন মাঠের দর্শকেরা। ম্যাচে ৮ মিনিটে শিবানী দেবীর গোলে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। অতিরিক্ত ৪ মিনিট সময়ের এক মিনিট আগে সাগরিকার গোলে ম্যাচে সমতায় ফেরে বাংলাদেশ। খেলা গড়ায় টাইব্রেকারে। সেই টাইব্রেকার থেকেই জন্ম নিয়েছে যত বিতর্কের।
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টে আফগানিস্তানের পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছে। প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসেই আফগানরা চমক দেখিয়েছে ইংল্যান্ডকে হারিয়ে। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের প্রমাণ মিলেছে আইসিসি র্যাঙ্কিংয়েও।
১ ঘণ্টা আগেপাকিস্তান ক্রিকেট দল এক বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় দলটিকে নিয়ে লাগাতার সমালোচনা চলছে। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের দুসময়ে মজা করার অভ্যাস তো হরভজন সিংয়ের এখনো যায়নি। ভারতের তারকা স্পিনার এবার পাকিস্তানের কাটা ঘায়ে দিয়েছেন নুনের ছিটা।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে থেকেই ভারতের এক মাঠে সব ম্যাচ খেলা নিয়ে কথা হচ্ছে। সাবেকেরা একেক সময় একেক মন্তব্য করেই চলেছেন। শুধু সাবেকেরা বললে ভুল হবে, টুর্নামেন্টে খেলা ক্রিকেটাররাও কথা বলেছেন বিভিন্ন সময়ে। ভারত দুবাইয়ের কন্ডিশনে গ্রুপপর্ব ও সেমিফাইনালসহ এরই মধ্যে চারটা ম্যাচ খেলে ফেলেছে।
৩ ঘণ্টা আগেএকেকটা আইসিসি ইভেন্ট শুরুর আগে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের যতটা আগ্রহ থাকে, টুর্নামেন্ট শুরু হলে চলতে থাকে ব্যঙ্গ-বিদ্রুপ। কারণ, আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভরাডুবি এখন নিয়মিত চিত্র। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানের মতে বাংলাদেশে মানসম্পন্ন ক্রিকেটারের অভাব রয়েছে।
৪ ঘণ্টা আগে