ক্রীড়া ডেস্ক
বড় ক্লাবগুলো স্বাভাবিকভাবেই শিরোপা জয়ের স্বপ্ন আর বেশি পারিশ্রমিক দিয়ে ফুটবলারদের দলে ভেড়ান। কখনো কখনো শুধু বেশি বেতনের জন্যও অনেক খেলোয়াড় সাইড বেঞ্চে বসে কাটালেও বড় ক্লাবে খেলতে দ্বিধা করেন না। ইউরোপীয় ক্লাব ফুটবলে এ ঘটনা রীতিমতো নিয়মিত দেখা যায়। তবে কখনো কখনো খেলোয়াড়দের আয়ের পরিমাণ নির্ধারণ করা হয় তার মাঠে তার খেলা মিনিটের ওপর।
রেকর্ড পারিশ্রমিকে সৌদি প্রো লিগে যোগ দেওয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি মিনিটের পারিশ্রমিক হয় ৪২৬ ডলার। তবে মাঠের খেলায় রোজগারের মোট পারিশ্রমিকের হিসেবে রোনালদোকেও ছাড়িয়ে গেছে এক ব্রাজিলিয়ান। বার্সেলোনায় ২০২০-২১ মৌসুমে খেলা সেই ব্রাজিলিয়ানের নাম ম্যাথিও ফার্নান্দেজ।
২০২০ সালের ৩১ জানুয়ারি ব্রাজিলের ক্লাব পালমিসেরেসের সঙ্গে ম্যাথিউ ফার্নান্দেজকে কেনার বিষয়ে চুক্তি করে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। সাত মিলিয়ন ইউরোয় এই চুক্তি হয় ব্রাজিলিয়ান ক্লাবটির। অর্ধেক সিজন লোনে কাটিয়ে ম্যাথিও ফার্নান্দেজ ২০২১ মৌসুমে যোগ দেন বার্সেলোনায়। পুরো এক মৌসুমে ম্যাথিও ফার্নান্দেজ খেলেছেন মাত্র ১৭ মিনিট। মৌসুম শেষে বার্সেলোনা যখন তার সঙ্গে বাকি চার বছরের চুক্তি বাতিল করতে চায় তখন তাকে আরও সাড়ে আট মিলিয়ন ইউরো পরিশোধ করতে হয় বেতন হিসেবে। সব মিলিয়ে বার্সেলোনার ম্যাথিউ ফার্নান্দেজের পেছনে খরচ গিয়েছে ১৭ মিলিয়ন ইউরোরও বেশি। যার দরুন মাঠের খেলায় প্রতি মিনিটে ম্যাথিউসের পেছনে বার্সার ব্যয় এক মিলিয়ন ইউরো।
বার্সেলোনার এমন ট্রান্সফারের ইতিহাস আরও রয়েছে। যেমন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডগলাস, কিয়েরসন এবং হেনরিকের মত খেলোয়াড়।
বড় ক্লাবগুলো স্বাভাবিকভাবেই শিরোপা জয়ের স্বপ্ন আর বেশি পারিশ্রমিক দিয়ে ফুটবলারদের দলে ভেড়ান। কখনো কখনো শুধু বেশি বেতনের জন্যও অনেক খেলোয়াড় সাইড বেঞ্চে বসে কাটালেও বড় ক্লাবে খেলতে দ্বিধা করেন না। ইউরোপীয় ক্লাব ফুটবলে এ ঘটনা রীতিমতো নিয়মিত দেখা যায়। তবে কখনো কখনো খেলোয়াড়দের আয়ের পরিমাণ নির্ধারণ করা হয় তার মাঠে তার খেলা মিনিটের ওপর।
রেকর্ড পারিশ্রমিকে সৌদি প্রো লিগে যোগ দেওয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি মিনিটের পারিশ্রমিক হয় ৪২৬ ডলার। তবে মাঠের খেলায় রোজগারের মোট পারিশ্রমিকের হিসেবে রোনালদোকেও ছাড়িয়ে গেছে এক ব্রাজিলিয়ান। বার্সেলোনায় ২০২০-২১ মৌসুমে খেলা সেই ব্রাজিলিয়ানের নাম ম্যাথিও ফার্নান্দেজ।
২০২০ সালের ৩১ জানুয়ারি ব্রাজিলের ক্লাব পালমিসেরেসের সঙ্গে ম্যাথিউ ফার্নান্দেজকে কেনার বিষয়ে চুক্তি করে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। সাত মিলিয়ন ইউরোয় এই চুক্তি হয় ব্রাজিলিয়ান ক্লাবটির। অর্ধেক সিজন লোনে কাটিয়ে ম্যাথিও ফার্নান্দেজ ২০২১ মৌসুমে যোগ দেন বার্সেলোনায়। পুরো এক মৌসুমে ম্যাথিও ফার্নান্দেজ খেলেছেন মাত্র ১৭ মিনিট। মৌসুম শেষে বার্সেলোনা যখন তার সঙ্গে বাকি চার বছরের চুক্তি বাতিল করতে চায় তখন তাকে আরও সাড়ে আট মিলিয়ন ইউরো পরিশোধ করতে হয় বেতন হিসেবে। সব মিলিয়ে বার্সেলোনার ম্যাথিউ ফার্নান্দেজের পেছনে খরচ গিয়েছে ১৭ মিলিয়ন ইউরোরও বেশি। যার দরুন মাঠের খেলায় প্রতি মিনিটে ম্যাথিউসের পেছনে বার্সার ব্যয় এক মিলিয়ন ইউরো।
বার্সেলোনার এমন ট্রান্সফারের ইতিহাস আরও রয়েছে। যেমন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডগলাস, কিয়েরসন এবং হেনরিকের মত খেলোয়াড়।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হবে আজ রাত ৮টায়। তার আগে বিকেল ৪টায় শু ২০২৫ আইপিএল সামনে রেখে আইপিএলের মেগা নিলাম শুরু। ক্লাব ফুটবলের একগাদা ম্যাচ রয়েছে রাতে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৯ মিনিট আগেএগিয়ে থেকেও জিততে না পারা যে কতটা কষ্টের, সেটা গত রাতে বুঝতে পেরেছেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। সেলতা ফিগোর সঙ্গে লা লিগায় না হারলেও বার্সা ড্র করেছে। ফ্লিকের কাছে এই ড্র যেন মনে হচ্ছে হারের সমান।
৩০ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে হাসান মাহমুদের পথচলা শুরু ২০২০ সালের মার্চে। তবে টেস্টে তাঁর অভিষেক ২০২৪ সালেই। ক্রিকেটের রাজকীয় সংস্করণে মাত্র ৮ মাসেই গড়েছেন একের পর এক রেকর্ড। নিয়মিত উইকেট নেওয়া হাসান এবার তাড়া করছেন সাকিব আল হাসানকে।
১ ঘণ্টা আগে