ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনার হয়ে ১০ নম্বর জার্সি পরে মাঠে নামেন লিওনেল মেসি। পরতেন সাবেক ক্লাব বার্সেলোনাতে থাকার সময়েও। তবে পিএসজিতে আর্জেন্টাইন অধিনায়কের গায়ে উঠেছে ৩০ নম্বর জার্সি। ফরাসি ক্লাবটিতে ‘বিখ্যাত’ ১০ নম্বর জার্সি না পরার কারণ জানিয়েছেন মেসি।
পিএসজিতে ১০ নম্বর পরেন নেইমার। বন্ধু এবং প্রিয় সতীর্থ নেইমার অবশ্য মেসিকে ১০ নম্বর জার্সি দিতে চেয়েছিলেন। তবে সেটা গ্রহণ করেননি মেসি। গত সোমবার রেকর্ড সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জেতেন আর্জেন্টাইন অধিনায়ক। সেখানে দীর্ঘ সাক্ষাৎকারে মেসি জানান, নেইমারের প্রস্তাব ফিরিয়ে দেন, কারণ জার্সিটি সঠিক ব্যক্তির কাছে আছে বলে মনে করেন তিনি।
সাবেক ক্লাব বার্সায় দুজনের দারুণ বন্ধুত্বের কথা উল্লেখ করে মেসি বলেন, ‘১০ নম্বর জার্সি তারই (নেইমার) ছিল। আমি এখানে একটি নতুন দলে এসেছি তাদের সাহায্য করার জন্য। আমাকে সে এটা (১০ নম্বর জার্সি) দিতে চেয়েছিল, যা দারুণ একটি ব্যাপার। তবে নেইমারকে ভালোভাবে চিনি আমি এবং সে যে এমন কিছু করবে তা ভেবেছিলামও। আমরা বার্সেলোনায় একসঙ্গে সময় কাটিয়েছি এবং আমরা বন্ধু।’
তবে মেসির মনে হয়েছে, ১০ নম্বর জার্সিটি নেইমারের গায়ে থাকাটাই সঠিক। এ জন্য নিজে আরেকটি নম্বর বেছে নেওয়ার কথা জানান মেসি। বার্সার জার্সিতে অসংখ্য রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। স্প্যানিশ ক্লাবটির হয়ে দেড় যুগের ক্যারিয়ারে প্রায় সব শিরোপাই জিতেছেন। তবে পিএসজিতে এখনো নিজের সেরা রূপে হাজির হতে পারেননি। সব প্রতিযোগিতা মিলিয়ে ফরাসি ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১২ ম্যাচে চার গোল করেছেন মেসি।
আর্জেন্টিনার হয়ে ১০ নম্বর জার্সি পরে মাঠে নামেন লিওনেল মেসি। পরতেন সাবেক ক্লাব বার্সেলোনাতে থাকার সময়েও। তবে পিএসজিতে আর্জেন্টাইন অধিনায়কের গায়ে উঠেছে ৩০ নম্বর জার্সি। ফরাসি ক্লাবটিতে ‘বিখ্যাত’ ১০ নম্বর জার্সি না পরার কারণ জানিয়েছেন মেসি।
পিএসজিতে ১০ নম্বর পরেন নেইমার। বন্ধু এবং প্রিয় সতীর্থ নেইমার অবশ্য মেসিকে ১০ নম্বর জার্সি দিতে চেয়েছিলেন। তবে সেটা গ্রহণ করেননি মেসি। গত সোমবার রেকর্ড সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জেতেন আর্জেন্টাইন অধিনায়ক। সেখানে দীর্ঘ সাক্ষাৎকারে মেসি জানান, নেইমারের প্রস্তাব ফিরিয়ে দেন, কারণ জার্সিটি সঠিক ব্যক্তির কাছে আছে বলে মনে করেন তিনি।
সাবেক ক্লাব বার্সায় দুজনের দারুণ বন্ধুত্বের কথা উল্লেখ করে মেসি বলেন, ‘১০ নম্বর জার্সি তারই (নেইমার) ছিল। আমি এখানে একটি নতুন দলে এসেছি তাদের সাহায্য করার জন্য। আমাকে সে এটা (১০ নম্বর জার্সি) দিতে চেয়েছিল, যা দারুণ একটি ব্যাপার। তবে নেইমারকে ভালোভাবে চিনি আমি এবং সে যে এমন কিছু করবে তা ভেবেছিলামও। আমরা বার্সেলোনায় একসঙ্গে সময় কাটিয়েছি এবং আমরা বন্ধু।’
তবে মেসির মনে হয়েছে, ১০ নম্বর জার্সিটি নেইমারের গায়ে থাকাটাই সঠিক। এ জন্য নিজে আরেকটি নম্বর বেছে নেওয়ার কথা জানান মেসি। বার্সার জার্সিতে অসংখ্য রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। স্প্যানিশ ক্লাবটির হয়ে দেড় যুগের ক্যারিয়ারে প্রায় সব শিরোপাই জিতেছেন। তবে পিএসজিতে এখনো নিজের সেরা রূপে হাজির হতে পারেননি। সব প্রতিযোগিতা মিলিয়ে ফরাসি ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১২ ম্যাচে চার গোল করেছেন মেসি।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৬ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৬ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৭ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৮ ঘণ্টা আগে