আরেক সাফ শিরোপা জয়ের সামনে মেয়েরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১১: ৪২
Thumbnail image

নারী সাফের শিরোপার রেশ এখনো রয়ে গেছে। প্রধানমন্ত্রীর সংবর্ধনা পেয়েছেন সাফজয়ী ফুটবলাররা, সম্মাননা পেয়েছেন কোচ গোলাম রব্বানী ছোটনও। বড়দের শিরোপা জেতানোর দুই মাসের মাথায় আরও এক সাফ জয়ের দ্বারপ্রান্তে ছোটন।

নারী অনূর্ধ্ব-১৫ সাফে নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা আজ অলিখিত ফাইনাল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে স্বাগতিকদের সামনে একটাই সমীকরণ, জিততে হবে যেকোনো ব্যবধানে। নেপালের বিপক্ষে প্রথম ম্যাচটা ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সে কারণেই সমীকরণটা কঠিন হয়েছে ছোটনের দলের জন্য। সেই ম্যাচে রক্ষণকে ঢাল সাজিয়ে পাল্টা আক্রমণকে বাংলাদেশকে চমকে দিয়েছিল নেপাল। আজ বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচটাতেও নেপালের কৌশল যে তা-ই থাকবে, তাতে কোনো সন্দেহ নেই।

নেপালের বিপক্ষে সেই ম্যাচে একের পর এক আক্রমণ করেও বল জালে পাঠাতে পারেনি বাংলাদেশ। ব্যক্তিগত নৈপুণ্য দেখাতে গিয়ে হেরেছিল তাঁর দল, ম্যাচ শেষে এমনটাই বলেছিলেন ছোটন। পরের ম্যাচে ভুটানকে ৯-০ গোলে উড়িয়ে তাঁর শিষ্যরা সেই ভুল শুধরেছে বলে মনে করেন ছোটন। আজকের পত্রিকাকে বলেছেন, ‘আত্মবিশ্বাসের কমতি নেই। ভুটান ম্যাচে মেয়েরা একটা দল হয়ে খেলেছে। নেপাল শক্তিশালী দল হলেও আমরা স্বাভাবিক খেলাটা খেললেই শিরোপা জিতব।’

বড়দের শিরোপা জিতিয়ে অল্প সময়ের ব্যবধানে আরেকটি সাফ জয়ের সুযোগ বাংলাদেশ কোচের সামনে। ২০১৭ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৫ সাফের প্রথম শিরোপা জিতেছিলেন মারিয়া মান্দা-মণিকা চাকমারা। পরের দুই আসর থেকে ফিরতে হয়েছে রানার্সআপ হয়ে। সুরভি-রুমারা দেশকে আরেকটি অনূর্ধ্ব-১৫ সাফ উপহার দিতে পারবে বলে বিশ্বাস ছোটনের। নিজের ব্যক্তিগত অর্জনের চেয়ে এই কিশোরী ফুটবলারদের ভবিষ্যৎটাকেই বড় করে দেখছেন তিনি, ‘জিততে পারলে তো অবশ্যই ভালো লাগবে। তবে মেয়েদের প্রমাণ করতে হবে তাদের প্রতিভার কমতি নেই। বাংলাদেশের নারী ফুটবলে ভবিষ্যতে যে আরও ভালো ফুটবলার আছে, সেটা এই মেয়েরাই প্রমাণ করে দিতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত