Ajker Patrika

১৭ বছর পর মেসিকে ছাড়া এই প্রথম

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১৬: ২১
ফিফপ্রোর ২০২৪ সালের বর্ষসেরা একাদশে জায়গা পাননি লিওনেল মেসি। ছবি: এএফপি
ফিফপ্রোর ২০২৪ সালের বর্ষসেরা একাদশে জায়গা পাননি লিওনেল মেসি। ছবি: এএফপি

লিওনেল মেসি গোল করে চলেছেন মুড়ি-মুড়কির মতো। একের পর এক শিরোপায় সেজে উঠছে তাঁর ক্যাবিনেটও। ২০২২ সালে জেতেন অধরা বিশ্বকাপ। পাশাপাশি দুটি কোপা আমেরিকার শিরোপা তো রয়েছেই। অথচ ছন্দে থাকা আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলারের জায়গাই হলো না ২০২৪ সালের বর্ষসেরা ফুটবলারের একাদশে।

ফিফপ্রো গত রাতে নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে ২০২৪-এর বর্ষসেরা একাদশের তালিকা প্রকাশ করেছে। তাতে মেসির নাম না দেখে অনেক ভক্ত-সমর্থক যতটা না হতাশ, সেটার চেয়ে বেশি অবাক হয়েছেন। কারণ, ২০০৭ থেকে ২০২৩ পর্যন্ত টানা ১৭ বছর ফিফপ্রোর বর্ষসেরা একাদশে আর্জেন্টাইন তারকা ফুটবলারের নামটা চিরস্থায়ী হয়ে গিয়েছিল। ২০০৬ সালের পর অবশেষে ২০২৪ সালে এসে ফুটবলারদের ভোটে নির্বাচিত বছরের সেরা একাদশ থেকে কাটা পড়ল মেসির নাম।

ফিফপ্রোর ২০২৪ সালের বর্ষসেরা একাদশে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দেরই আধিপত্য দেখা গেছে। দুই দল মিলে ১০ ফুটবলার আছেন একাদশে। ২০২৩-২৪ মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগজয়ী রিয়ালের ৬ ফুটবলার আছেন একাদশে। গত মৌসুম শেষে ফুটবল থেকে অবসর নেওয়া টনি ক্রুসের পাশাপাশি রিয়ালের বাকি ৫ ফুটবলার হলেন দানি কারভাহাল, আন্তনিও রুডিগার, জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র। যেখানে এমবাপ্পে এ বছরের প্রথম অংশে খেলেছেন ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে।

দ্বিতীয় সর্বোচ্চ ৪ ফুটবলার আছেন ম্যানচেস্টার সিটির।তাঁরা হলেন এদেরসন, কেভিন ডি ব্রুইনা, আর্লিং হলান্ড ও রদ্রি। ফিফপ্রোর ২০২৪ সালের বর্ষসেরা একাদশের গোলরক্ষকের দায়িত্বে থাকবেন এদেরসন। রদ্রি এ বছর জিতেছেন ব্যালন ডি’অর। বর্ষসেরা একাদশে বাকি এক ফুটবলার হলেন লিভারপুলের ভার্জিল ফন ডাইক। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১৪ জুলাই পর্যন্ত যাঁরা অন্তত ৩০টি ম্যাচ খেলেছেন, তাঁরাই বিবেচিত হয়েছেন সেরা একাদশের এই নির্বাচনে। ফিফপ্রো গত রাতে ২০২৪-এর নারী ফুটবলের সেরা একাদশও ঘোষণা করেছে।

মেসির মতো ২০২৪ সালের ফিফপ্রোর সেরা একাদশে জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোরও। এই দুই তারকা বর্ষসেরা একাদশের ২৬ জনের সংক্ষিপ্ত তালিকাতেই শিরোনাম হয়েছিলেন কয়েক সপ্তাহ আগে। ইউরোপের বাইরের লিগে খেলা ফুটবলারদের মধ্যে শুধু মেসি-রোনালদোই জায়গা পেয়েছিলেন সংক্ষিপ্ত তালিকায়। মেসি বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। সৌদি আরবের আল নাসরে খেলছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

২০২৪ ফিফপ্রো বিশ্ব একাদশ

গোলরক্ষক

এদেরসন (ম্যানচেস্টার সিটি, ব্রাজিল)

ডিফেন্ডার

দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ, স্পেন)

ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস)

আন্তনিও রুদিগার (রিয়াল মাদ্রিদ, জার্মানি)

মিডফিল্ডার

জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড)

কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম)

টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ, জার্মানি)

রদ্রি (ম্যানচেস্টার সিটি, স্পেন)

ফরোয়ার্ড

আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে)

কিলিয়ান এমবাপ্পে (পিএসজি/রিয়াল, ফ্রান্স)

ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত