ক্রীড়া ডেস্ক
ঢাকা: অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশ বিরুদ্ধ পরিস্থিতিতে মাঠে গড়াবে এবারের ইউরো। মাঠের লড়াইয়ে খেলোয়াড়দেরও বেশ চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে। করোনাকালীন বিরতির পর থেকে টানা খেলার মধ্যে আছেন ফুটবলাররা। অল্প সময়ের মধ্যে খেলতে হয়েছে অনেক ম্যাচ। এ রকম পরিস্থিতিতে ইউরোর মতো বড় আসরে তারকা খেলোয়াড়েরা ক্লান্ত হয়ে পড়বেন কি না? যেখানে মেধা, ট্যাকটিস কিংবা প্রতিভার চেয়ে শারীরিক শক্তিই ফল নির্ধারক হয়ে উঠবে কি না? ইউরোপের হট ফেবারিট দলগুলোই–বা এখন কী অবস্থায় আছে?
বিশ্বকাপজয়ী ফ্রান্স এবারও ভালো অবস্থানে আছে। অন্য পাঁচ ফেবারিটের তুলনায় তারা কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে। দলে জায়গা পাওয়া ২৬ জন গড়ে ৩,০৮২ মিনিট খেলেছেন। একমাত্র জুলেস কুন্দে ৪,০০০ মিনিটের ওপরে খেলেছেন। কিন্তু একাদশে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আক্রমণভাগের মূল ভরসা পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে মাঠে ছিলেন ৩,৭০৩ মিনিট। পাঁচ বছর পর দলে সুযোগ পাওয়া করিম বেনজেমা মাঠে ছিলেন ৩,৮৭৫ মিনিট। এটুকু বাদ দিলে দিদিয়ের দেশমের তুলনামূলক প্রাণবন্ত দল নিয়েই ইউরো মিশনে নামবেন।
ইংল্যান্ড দলের খেলোয়াড়েরা শারীরিকভাবে বেশ ক্লান্ত এক মৌসুম পার করেছেন। গ্যারেথ সাউদগেটের দলে জায়গা পাওয়া ফুটবলাররা গড়ে ৩,২৯৪ মিনিট মাঠে কাটিয়েছেন, যা ফ্রান্সের চেয়ে ২০০ মিনিট বেশি।
২০১৮ সালের বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার পথে ইংল্যান্ড বেশ প্রেসিং করে খেলেছিল। দলের সবচেয়ে বাজে অবস্থায় আছেন ডিফেন্ডার হ্যারি ম্যাগুইরে। ম্যানচেস্টার ইউনাইডেটের এই তারকা ফুটবলার মাঠে ছিলেন ৪,৬৫৩ মিনিট। চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা ম্যাসন মাউন্ট মাঠে ছিলেন ৪,২৩০ মিনিট এবং মার্কোস র্যাশফোর্ড মাঠে ছিলেন ৪,১৪৪ মিনিট।
১৮ দলের বুন্দেসলিগায় ম্যাচ খেলা হয় ৩৪টি করে, যা অন্য শীর্ষ লিগগুলোর চেয়ে কম। সেদিক বিবেচনায় কিছুটা সুবিধা পেতে পারেন বুন্দেসলিগায় খেলা জার্মান তারকারা। জোয়াকিম লোর দলের আট খেলোয়াড় আছেন, যাঁরা বাইরের লিগে খেলেন। সব মিলিয়ে এই জার্মানির স্কোয়াডে থাকা খেলোয়াড়েরা মাঠে ছিলেন গড়ে ২,৯৮৯ মিনিট করে। যেটি ফ্রান্স ও বেলজিয়ামের চেয়ে কম।
স্পেনের খেলোয়াড়েরা গড়ে মাঠে ছিলেন ৩,১০০ মিনিট করে। তবে স্পেন সুবিধা পেতে পারে ক্লাবে কম সুযোগ পাওয়া খেলোয়াড়দের দিয়ে। যেমন ম্যানচেস্টার সিটির এরিক গার্সিয়ার নাম উল্লেখ করা যেতে পারে। যিনি মাত্র ৮৬০ মিনিট মাঠে ছিলেন।
বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল অবশ্য গড়ে মাঠে পার করেছে ২,৯৭৫ মিনিট। তবে এই পরিসংখ্যান পুরো ছবিটা তুলে ধরছে না। দলের দু্ই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ব্রুনো ফার্নান্দেজ ও রুবেন দিয়াজ মাঠে ছিলেন যথাক্রমে ৪,৫৭৩ ও ৪,৩৩০ মিনিট। অন্যদিকে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে ছিলেন ৩,৭৫০ মিনিট। সব মিলিয়ে তারকা খেলোয়াড়দের ক্লান্তি ভোগাতে পারে পর্তুগালকে।
ঢাকা: অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশ বিরুদ্ধ পরিস্থিতিতে মাঠে গড়াবে এবারের ইউরো। মাঠের লড়াইয়ে খেলোয়াড়দেরও বেশ চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে। করোনাকালীন বিরতির পর থেকে টানা খেলার মধ্যে আছেন ফুটবলাররা। অল্প সময়ের মধ্যে খেলতে হয়েছে অনেক ম্যাচ। এ রকম পরিস্থিতিতে ইউরোর মতো বড় আসরে তারকা খেলোয়াড়েরা ক্লান্ত হয়ে পড়বেন কি না? যেখানে মেধা, ট্যাকটিস কিংবা প্রতিভার চেয়ে শারীরিক শক্তিই ফল নির্ধারক হয়ে উঠবে কি না? ইউরোপের হট ফেবারিট দলগুলোই–বা এখন কী অবস্থায় আছে?
বিশ্বকাপজয়ী ফ্রান্স এবারও ভালো অবস্থানে আছে। অন্য পাঁচ ফেবারিটের তুলনায় তারা কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে। দলে জায়গা পাওয়া ২৬ জন গড়ে ৩,০৮২ মিনিট খেলেছেন। একমাত্র জুলেস কুন্দে ৪,০০০ মিনিটের ওপরে খেলেছেন। কিন্তু একাদশে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আক্রমণভাগের মূল ভরসা পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে মাঠে ছিলেন ৩,৭০৩ মিনিট। পাঁচ বছর পর দলে সুযোগ পাওয়া করিম বেনজেমা মাঠে ছিলেন ৩,৮৭৫ মিনিট। এটুকু বাদ দিলে দিদিয়ের দেশমের তুলনামূলক প্রাণবন্ত দল নিয়েই ইউরো মিশনে নামবেন।
ইংল্যান্ড দলের খেলোয়াড়েরা শারীরিকভাবে বেশ ক্লান্ত এক মৌসুম পার করেছেন। গ্যারেথ সাউদগেটের দলে জায়গা পাওয়া ফুটবলাররা গড়ে ৩,২৯৪ মিনিট মাঠে কাটিয়েছেন, যা ফ্রান্সের চেয়ে ২০০ মিনিট বেশি।
২০১৮ সালের বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার পথে ইংল্যান্ড বেশ প্রেসিং করে খেলেছিল। দলের সবচেয়ে বাজে অবস্থায় আছেন ডিফেন্ডার হ্যারি ম্যাগুইরে। ম্যানচেস্টার ইউনাইডেটের এই তারকা ফুটবলার মাঠে ছিলেন ৪,৬৫৩ মিনিট। চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা ম্যাসন মাউন্ট মাঠে ছিলেন ৪,২৩০ মিনিট এবং মার্কোস র্যাশফোর্ড মাঠে ছিলেন ৪,১৪৪ মিনিট।
১৮ দলের বুন্দেসলিগায় ম্যাচ খেলা হয় ৩৪টি করে, যা অন্য শীর্ষ লিগগুলোর চেয়ে কম। সেদিক বিবেচনায় কিছুটা সুবিধা পেতে পারেন বুন্দেসলিগায় খেলা জার্মান তারকারা। জোয়াকিম লোর দলের আট খেলোয়াড় আছেন, যাঁরা বাইরের লিগে খেলেন। সব মিলিয়ে এই জার্মানির স্কোয়াডে থাকা খেলোয়াড়েরা মাঠে ছিলেন গড়ে ২,৯৮৯ মিনিট করে। যেটি ফ্রান্স ও বেলজিয়ামের চেয়ে কম।
স্পেনের খেলোয়াড়েরা গড়ে মাঠে ছিলেন ৩,১০০ মিনিট করে। তবে স্পেন সুবিধা পেতে পারে ক্লাবে কম সুযোগ পাওয়া খেলোয়াড়দের দিয়ে। যেমন ম্যানচেস্টার সিটির এরিক গার্সিয়ার নাম উল্লেখ করা যেতে পারে। যিনি মাত্র ৮৬০ মিনিট মাঠে ছিলেন।
বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল অবশ্য গড়ে মাঠে পার করেছে ২,৯৭৫ মিনিট। তবে এই পরিসংখ্যান পুরো ছবিটা তুলে ধরছে না। দলের দু্ই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ব্রুনো ফার্নান্দেজ ও রুবেন দিয়াজ মাঠে ছিলেন যথাক্রমে ৪,৫৭৩ ও ৪,৩৩০ মিনিট। অন্যদিকে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে ছিলেন ৩,৭৫০ মিনিট। সব মিলিয়ে তারকা খেলোয়াড়দের ক্লান্তি ভোগাতে পারে পর্তুগালকে।
২০ মিনিটের ব্যবধানে আইপিএল পেল সবচেয়ে দামি নতুন ক্রিকেটার। আজ জেদ্দার আবাদি আল জোহার অ্যারেনায় প্রথমে ইতিহাস গড়ে শ্রেয়াস আইয়ারকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস। গতবারের নিলামে সব থেকে বেশি দামি ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছিলেন মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার পেসারকে দলে নিয়েছিল কলকাতা নাইট
১ ঘণ্টা আগেএভাবেও ফিরে আসা যায়—পার্থে ভারতের ঘুরে দাঁড়ানো দেখে যেকোনো ক্রিকেটপ্রেমীরই এই গান মনে পড়বে। প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করেছে রানের পাহাড়। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি করেছেন সেঞ্চুরি। পার্থ টেস্ট জিততে অস্ট্রেলিয়ার এখন করতে হবে অলৌকিক কিছুই।
২ ঘণ্টা আগেস্কয়ার লেগ দিয়ে চার মারলেন বিরাট কোহলি। কিছু মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন বিরাট কোহলি। একটু পর বুঝতে পারলেন তাঁর সেঞ্চুরির ঘটনা। তিন অঙ্ক ছোঁয়ার পর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন। তাতে ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যানকে।
৩ ঘণ্টা আগেমিরপুরে গত কয়েক দিন ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। ‘ক্লোজড ডোর’ অনুশীলনের কারণে সিরিজের পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। বিসিবি একাডেমি মাঠে আলাদা ব্যবস্থা থাকলেও গতকাল সফরকারীরা আইরিশরা শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন...
৪ ঘণ্টা আগে