ক্রীড়া ডেস্ক
কোমো ১৯০৭—শীর্ষ লিগের ফুটবলে এক প্রকার বিস্মৃতই হয়ে পড়েছিল দলটি। সেই ২০০৩ সালে ইতালির শীর্ষ লিগ সিরি আ থেকে অবনমন হয়েছিল তাদের। এরপর কত চড়াই-উতরাই পেরোতে হলো। মাঝখানে দুইবার দেউলিয়া হয়ে পড়েছিল। কখনো সিরি বি (দ্বিতীয় বিভাগ), কখনো সিরি সি (তৃতীয়), কখনো সিরি ডি (চতুর্থ বিভাগ)—টানা ২১ বছর এভাবে ঘুরপাক খেয়ে অবশেষে সিরি আয় ফিরেছে কোমো।
গতকাল ঘরের মাঠে কোসেঞ্জার বিপক্ষে ১-১ গোলে ড্র করে সিরি বি থেকে রানার্সআপ হয়ে শীর্ষ লিগে ফেরা নিশ্চিত করেছে ইতালির উত্তরাঞ্চল লোম্বারডির দলটি। শেষ রাউন্ডে যদি স্পেজিয়ার বিপক্ষে ভেনেজিয়া জিতত আর কোমো হেরে যেত তবে এবারও লিগে ফেরা হতো না তাদের। কারণ, গোল ব্যবধানে ভেনেজিয়া এগিয়ে ছিল কোমোর চেয়ে।
তবে কোমোর ভাগ্য ভালো। পিছিয়ে পড়েও ড্র করেছে তারা। আর হেরেছে ভেনেজিয়া। তবে ৭৩ পয়েন্ট নিয়ে সিরি বিতে তিনে থাকা ক্লাবটির সিরি আয় ফেরার আশা এখনো রয়েছে। সেক্ষেত্রে ভেনেজিয়াকে খেলতে হবে প্লে অফ। ৬৭ পয়েন্ট নিয়ে চারে থাকা ক্রিমোনেসের চেয়ে যদি ১৪ পয়েন্ট এগিয়ে থাকত তবে সরাসরি শীর্ষ লিগে ফিরতে পারত তারা।
ইতালির ফুটবলের নিয়ম অনুযায়ী, সিরি বি থেকে শীর্ষ দুই দল সরাসরি সিরি আয় ফেরে। আর তিনে থাকা দলটি যদি চারে থাকা দলের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে থাকে তবে তাদের আর প্লে অফে খেলতে হয় না, সরাসরি তারাও সিরি আয় উঠে আসে।
দ্বিতীয় বিভাগ থেকে এ মাসের শুরুতে সবার আগে শীর্ষ লিগে ফেরা নিশ্চিত করে পার্মা। ৩৮ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে এ মৌসুমের সিরি বি শেষ করল ক্লাবটি। কোমোর পয়েন্ট সমান ম্যাচে ৭৩।
কোমো প্রতিষ্ঠিত হয় ১৯০৭ সালে। নামের সঙ্গেও প্রতিষ্ঠাকালীন সাল রেখে দিয়েছে তারা। ১১৭ বছরের পুরোনো ক্লাবটি গত দুই দশকের মধ্যে দুইবার দেওলিয়া হয়। আর্থিক সংকটের কারণে সিরি ডি থেকে সিরি বি—এভাবেই কাটছিল তাদের। ক্লাবটির কপাল খুলে ২০১৯ সালের এপ্রিলে। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ও বিনোদন কোম্পানি ‘সেন্ট এন্টারটেইনমেন্ট’-এর কাছে হস্তান্তর হয় কোমোর মালিকানা। এর এক মাসের একটু বেশি পর সিরি ডিতে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয় তারা। ৩৪ ম্যাচে ২৮ জয়ে উঠে আসে তৃতীয় বিভাগে। সেবার তারা হেরেছিল মাত্র ১ ম্যাচ।
কোমো ২০১৯-২০ মৌসুমের সিরি সি শেষ করে ১২ তম স্থানে থেকে। তবে পরের মৌসুমে চ্যাম্পিয়ন হয়ে উঠে আসে সিরি বিতে। গত তিন মৌসুমে সেখান লড়াই করে এবার শীর্ষ লিগের টিকিট পেল তারা।
কোমো ১৯০৭—শীর্ষ লিগের ফুটবলে এক প্রকার বিস্মৃতই হয়ে পড়েছিল দলটি। সেই ২০০৩ সালে ইতালির শীর্ষ লিগ সিরি আ থেকে অবনমন হয়েছিল তাদের। এরপর কত চড়াই-উতরাই পেরোতে হলো। মাঝখানে দুইবার দেউলিয়া হয়ে পড়েছিল। কখনো সিরি বি (দ্বিতীয় বিভাগ), কখনো সিরি সি (তৃতীয়), কখনো সিরি ডি (চতুর্থ বিভাগ)—টানা ২১ বছর এভাবে ঘুরপাক খেয়ে অবশেষে সিরি আয় ফিরেছে কোমো।
গতকাল ঘরের মাঠে কোসেঞ্জার বিপক্ষে ১-১ গোলে ড্র করে সিরি বি থেকে রানার্সআপ হয়ে শীর্ষ লিগে ফেরা নিশ্চিত করেছে ইতালির উত্তরাঞ্চল লোম্বারডির দলটি। শেষ রাউন্ডে যদি স্পেজিয়ার বিপক্ষে ভেনেজিয়া জিতত আর কোমো হেরে যেত তবে এবারও লিগে ফেরা হতো না তাদের। কারণ, গোল ব্যবধানে ভেনেজিয়া এগিয়ে ছিল কোমোর চেয়ে।
তবে কোমোর ভাগ্য ভালো। পিছিয়ে পড়েও ড্র করেছে তারা। আর হেরেছে ভেনেজিয়া। তবে ৭৩ পয়েন্ট নিয়ে সিরি বিতে তিনে থাকা ক্লাবটির সিরি আয় ফেরার আশা এখনো রয়েছে। সেক্ষেত্রে ভেনেজিয়াকে খেলতে হবে প্লে অফ। ৬৭ পয়েন্ট নিয়ে চারে থাকা ক্রিমোনেসের চেয়ে যদি ১৪ পয়েন্ট এগিয়ে থাকত তবে সরাসরি শীর্ষ লিগে ফিরতে পারত তারা।
ইতালির ফুটবলের নিয়ম অনুযায়ী, সিরি বি থেকে শীর্ষ দুই দল সরাসরি সিরি আয় ফেরে। আর তিনে থাকা দলটি যদি চারে থাকা দলের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে থাকে তবে তাদের আর প্লে অফে খেলতে হয় না, সরাসরি তারাও সিরি আয় উঠে আসে।
দ্বিতীয় বিভাগ থেকে এ মাসের শুরুতে সবার আগে শীর্ষ লিগে ফেরা নিশ্চিত করে পার্মা। ৩৮ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে এ মৌসুমের সিরি বি শেষ করল ক্লাবটি। কোমোর পয়েন্ট সমান ম্যাচে ৭৩।
কোমো প্রতিষ্ঠিত হয় ১৯০৭ সালে। নামের সঙ্গেও প্রতিষ্ঠাকালীন সাল রেখে দিয়েছে তারা। ১১৭ বছরের পুরোনো ক্লাবটি গত দুই দশকের মধ্যে দুইবার দেওলিয়া হয়। আর্থিক সংকটের কারণে সিরি ডি থেকে সিরি বি—এভাবেই কাটছিল তাদের। ক্লাবটির কপাল খুলে ২০১৯ সালের এপ্রিলে। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ও বিনোদন কোম্পানি ‘সেন্ট এন্টারটেইনমেন্ট’-এর কাছে হস্তান্তর হয় কোমোর মালিকানা। এর এক মাসের একটু বেশি পর সিরি ডিতে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয় তারা। ৩৪ ম্যাচে ২৮ জয়ে উঠে আসে তৃতীয় বিভাগে। সেবার তারা হেরেছিল মাত্র ১ ম্যাচ।
কোমো ২০১৯-২০ মৌসুমের সিরি সি শেষ করে ১২ তম স্থানে থেকে। তবে পরের মৌসুমে চ্যাম্পিয়ন হয়ে উঠে আসে সিরি বিতে। গত তিন মৌসুমে সেখান লড়াই করে এবার শীর্ষ লিগের টিকিট পেল তারা।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৮ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৮ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১০ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১২ ঘণ্টা আগে