ক্রীড়া ডেস্ক
‘একবার না পারিলে দেখ শতবার’—কালীপ্রসন্ন ঘোষের জনপ্রিয় এই কবিতার লাইনের বাস্তব প্রমাণের চেষ্টা গতকাল করছিলেন রোমেলু লুকাকু। ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটির জালে বল জড়ানোর চেষ্টা তিনি করেছেন অনেকবার। তবে একের পর এক সুযোগ হাতছাড়া করেছেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার।
ম্যান সিটির বিপক্ষে গতকাল ইন্টার সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করেছে লুকাকুর ভুলেই। ৭০ মিনিটে ফেদেরিকো দিমার্কোর হেড দুর্ভাগ্যজনকভাবে সিটির গোলবারে লেগে ফেরত আসে। ফিরতি চেষ্টায় বল জড়ানোর চেষ্টা করেন দিমার্কো। ইন্টারের এই লেফট ব্যাকের সামনে এসে পড়েন লুকাকু। সমতায় ফেরার অন্যতম সহজ সুযোগ হাতছাড়া হয়েছে এখানেই। ৭৩ মিনিটে সিটির লক্ষ্য বরাবর শট করেন লুকাকু। সিটি গোলরক্ষক এদেরসন তা দারুণভাবে ঠেকিয়ে দিয়েছেন। ৮৮ মিনিটে আরও একবার সুযোগ পেয়েছেন লুকাকু। ইন্টারের এই স্ট্রাইকারকে কাটব্যাক করে পাস দিয়েছিলেন রবিন গোসেনস। লুকাকু হেডে গোল করার চেষ্টা করলেও এদেরসনের দৃঢ়তায় তা আর সম্ভব হয়নি। আর ৯০ মিনিটে পাওয়া শেষ সুযোগটুকুও কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন বেলজিয়ান এই স্ট্রাইকার।
সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারার ব্যর্থতা লুকাকুর কাছে নতুন কিছু নয়। ২০২২ ফুটবল বিশ্বকাপে তাঁর ভুলে বেলজিয়াম বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। বিশ্বকাপে লুকাকুর অফ ফর্মের কথাই যেন মনে করালেন মাশরাফি বিন মর্তুজা। ফাইনালের পর বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফেসবুকে লিখেছেন, ‘লুকাকু বিশ্বকাপের ফর্মই ধরে রাখল। যার কারণে বেলজিয়ামকে ভুগতে হয়েছিল। এত সহজ গোল মিস। তারপর গোলে যাওয়া বল নিজের পায়ে লাগিয়ে নিল।’
২০২২-২৩ মৌসুমে লুকাকু সব প্রতিযোগিতা মিলে খেলেছেন ৩৭ ম্যাচ। করেছেন ১৪ গোল ও ৭ গোলে অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে চ্যাম্পিয়নস লিগে করেছেন ৩ গোল।
‘একবার না পারিলে দেখ শতবার’—কালীপ্রসন্ন ঘোষের জনপ্রিয় এই কবিতার লাইনের বাস্তব প্রমাণের চেষ্টা গতকাল করছিলেন রোমেলু লুকাকু। ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটির জালে বল জড়ানোর চেষ্টা তিনি করেছেন অনেকবার। তবে একের পর এক সুযোগ হাতছাড়া করেছেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার।
ম্যান সিটির বিপক্ষে গতকাল ইন্টার সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করেছে লুকাকুর ভুলেই। ৭০ মিনিটে ফেদেরিকো দিমার্কোর হেড দুর্ভাগ্যজনকভাবে সিটির গোলবারে লেগে ফেরত আসে। ফিরতি চেষ্টায় বল জড়ানোর চেষ্টা করেন দিমার্কো। ইন্টারের এই লেফট ব্যাকের সামনে এসে পড়েন লুকাকু। সমতায় ফেরার অন্যতম সহজ সুযোগ হাতছাড়া হয়েছে এখানেই। ৭৩ মিনিটে সিটির লক্ষ্য বরাবর শট করেন লুকাকু। সিটি গোলরক্ষক এদেরসন তা দারুণভাবে ঠেকিয়ে দিয়েছেন। ৮৮ মিনিটে আরও একবার সুযোগ পেয়েছেন লুকাকু। ইন্টারের এই স্ট্রাইকারকে কাটব্যাক করে পাস দিয়েছিলেন রবিন গোসেনস। লুকাকু হেডে গোল করার চেষ্টা করলেও এদেরসনের দৃঢ়তায় তা আর সম্ভব হয়নি। আর ৯০ মিনিটে পাওয়া শেষ সুযোগটুকুও কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন বেলজিয়ান এই স্ট্রাইকার।
সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারার ব্যর্থতা লুকাকুর কাছে নতুন কিছু নয়। ২০২২ ফুটবল বিশ্বকাপে তাঁর ভুলে বেলজিয়াম বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। বিশ্বকাপে লুকাকুর অফ ফর্মের কথাই যেন মনে করালেন মাশরাফি বিন মর্তুজা। ফাইনালের পর বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফেসবুকে লিখেছেন, ‘লুকাকু বিশ্বকাপের ফর্মই ধরে রাখল। যার কারণে বেলজিয়ামকে ভুগতে হয়েছিল। এত সহজ গোল মিস। তারপর গোলে যাওয়া বল নিজের পায়ে লাগিয়ে নিল।’
২০২২-২৩ মৌসুমে লুকাকু সব প্রতিযোগিতা মিলে খেলেছেন ৩৭ ম্যাচ। করেছেন ১৪ গোল ও ৭ গোলে অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে চ্যাম্পিয়নস লিগে করেছেন ৩ গোল।
উড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
২৫ মিনিট আগেমুলতানের পিচ যে ব্যাটারদের বধ্যভূমি, সেটা যাঁরা খেলা দেখা দেখেছেন তাঁরা তো বুঝতে পেরেছেনই। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের স্কোরকার্ড দেখেও যে কোনো ব্যক্তি তা চোখ বন্ধ করে বলে দিতে পারবেন। বোলারদের রাজত্বে প্রথম টেস্টের ফল আসতে পূর্ণ তিন দিনও লাগেনি।
৪১ মিনিট আগেবিতর্ক আল হাসান, ঝামেলা আল হাসান—সাকিব আল হাসানকে চাইলে এখন অনেকভাবেই সম্বোধন করা যেতে পারে। নেতিবাচক ঘটনায় সাকিব শিরোনাম হচ্ছেন অনেকবার। নিষেধাজ্ঞা, চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়া, গ্রেপ্তারি পরোয়ানা—বাদ যাচ্ছে না কিছুই। আইএফআইসি ব্যাংকের চেক প্রতারণার মামলায় তাঁর বিরুদ্ধে আজ জারি হওয়া গ্রেপ্তা
২ ঘণ্টা আগেসেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছে না।
৪ ঘণ্টা আগে