মৌসুমের জঘন্য ম্যাচ খেলেছে বার্সা, দাবি করছেন জাভি 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনার হঠাৎই হলো ছন্দপতন। ইউরোপা লিগ থেকে ছিটকে যাওয়ার পর এবার লা-লিগায় হারল বার্সা। আলমেরিয়ার বিপক্ষে গতকাল ১-০ গোলে হেরেছে কাতালানরা। কোচ জাভি হার্নান্দেজের মতে, মৌসুমের বাজে ম্যাচ খেলেছে বার্সেলোনা।

মেডিটারেনো স্টেডিয়ামে গতকাল আলমেরিয়ার বিপক্ষে অবশ্য দাপট দেখিয়ে খেলেছে বার্সেলোনা। বার্সা বলের দখল রেখেছিল ৭২ শতাংশ। তবে স্বাগতিকদের লক্ষ্য বরাবর শট করেছিল মাত্র ১ টি। তাও কাজে লাগাতে পারেনি কাতালানরা। ২৪ মিনিটে এল বিলাল তৌরের একমাত্র গোলে বার্সাকে ১-০ গোলে হারায় আলমেরিয়া। ১-০ ব্যবধানে হারলেও হতাশ জাভি। ম্যাচ শেষে বার্সা কোচ বলেন, ‘এটা মৌসুমের জঘন্য ম্যাচ ছিল। আক্রমণ ও রক্ষণভাগ, বল তৈরি করা, ক্ষিপ্রতা-সব দিকেই বাজে খেলেছি। কোনো কিছুই আমাদের পক্ষে আসেনি। আমরা খুবই ধীরগতিতে খেলেছি। হয়তোবা ক্লান্তি আমাদের ওপর ভর করেছিল। আমরা বাজে ম্যাচ খেলেছি। আমার খুব রাগ হচ্ছে কারণ ১০ পয়েন্ট এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু আমরা পারিনি।’

হেরেও লা-লিগায় শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। এখন পর্যন্ত ২৩ ম্যাচে ১৯ জয়, ২ ড্র ও ২ পরাজয়ে ৫৯ পয়েন্ট এখন কাতালানদের। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫২।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত