হালান্ড কল্পনাও করেননি চ্যাম্পিয়নস লিগ জিতবেন 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১১ জুন ২০২৩, ১৫: ৫২
Thumbnail image

ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে গত রাতে আর্লিং হালান্ড নিজের হাতে চিমটি কেটে দেখেছেন কি না, তা জানা নেই। কেননা, যা হয়েছে তা তো স্বপ্নের চেয়েও কম কিছু নয়। এমন স্বপ্নের মতো ঘটনা হালান্ড কল্পনাও করতে পারেননি।

ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে গতকাল অনেক ‘প্রথমের’ রেকর্ড গড়েছে ম্যানচেস্টার সিটি। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ ও ট্রেবল জিতল ম্যান সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ জিতল সিটিজেনেরা। ম্যান সিটির মতো প্রথম চ্যাম্পিয়নস লিগ ও প্রথম ট্রেবল জয়ের অংশ হয়েছেন হালান্ড। সেমিফাইনাল ও ফাইনালে গোল না পেলেও এবারের চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন তিনি। এই টুর্নামেন্টে ১১ ম্যাচে করেছেন ১২ গোল। বিটি স্পোর্টকে ম্যাচ শেষে হালান্ড বলেন, ‘সত্যি বলতে, এই ২২ বছর বয়সে আমার সুদূর কল্পনাতেও ছিল না এমনটা হবে (চ্যাম্পিয়নস লিগ জয়)। এবার প্রমাণিত হয়েছে, নরওয়ের ছোট শহর থেকে আসা ছেলের জন্য তা সম্ভব। এমন পরিস্থিতিতে থাকা তরুণ ফুটবলারদেরও এটা অনুপ্রেরণা দেবে। সত্যিই অবিশ্বাস্য।’

২০২২-২৩ মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যান সিটিতে এসেছেন হালান্ড। এসেই রেকর্ড বই ওলট-পালট করে দিয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে করেছেন ৫২ গোল এবং ৯ গোলে অ্যাসিস্ট করেছেন। প্রিমিয়ার লিগে ৩৬ গোল করে এক মৌসুমে এই লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়েন সিটির এই স্ট্রাইকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত