ক্রীড়া ডেস্ক
জয় দিয়ে রালফ রাংনিকের অধীনে নতুন যাত্রা শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গেগেনপ্রেসিংয়ের গডফাদার খ্যাত এই কোচের প্রথম ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোরা ১-০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। ম্যানইউর জয়ে একমাত্র গোলটি এসেছে ব্রাজিলিয়ান তারকা ফ্রেডের কাছ থেকে।
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে ম্যানইউ। রাংনিকের প্রেসিং করে খেলানোর চিরায়ত যে কৌশল তাও দেখা গেছে ম্যানইউর খেলায়। বল দখল ও আক্রমণ সব দিক থেকেই প্রতিপক্ষের ওপর দাপট দেখিয়েছে তারা। ৬২ শতাংশ বল দখল রেখে ১৬টি শট নেয় ‘রেড ডেভিল’রা। তবে ফিনিশিংয়ে ক্ষেত্রে কিছুটা পিছিয়ে ছিল ম্যানইউ। যে কারণে দাপট দেখিয়েও প্রথমার্ধে কোনো গোলের দেখা মেলেনি।
বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্যাট্রিক ভিয়েরার ক্রিস্টাল। এ সময় ম্যানইউকে বেশ চাপেও রাখে তারা। কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি ক্রিস্টালও। ম্যাচের ৭৭ মিনিটে অবশ্য ভুল করেননি ফ্রেড। সম্মিলিত এক আক্রমণ থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করে ম্যানইউকে জয়সূচক গোলটি এনে দেন এই ব্রাজিলিয়ান তারকা।
এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানটা আরেকটু ভালো করে নিল ম্যানইউ। ১৫ ম্যাচ শেষে ৬ নম্বরে থাকা ম্যানইউর পয়েন্ট এখন ২৪।
একই রাতে জয় পেয়েছে টটেনহাম হটস্পার্সও। নরউইচ সিটিকে ৩-০ গোলে হারিয়েছে স্পার্সরা। টটেনহামের জয়ে গোল করেছেন লুকাস মউরা, ডেভিডসন সানচেজ ও সন হিউং-মিন।
জয় দিয়ে রালফ রাংনিকের অধীনে নতুন যাত্রা শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গেগেনপ্রেসিংয়ের গডফাদার খ্যাত এই কোচের প্রথম ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোরা ১-০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। ম্যানইউর জয়ে একমাত্র গোলটি এসেছে ব্রাজিলিয়ান তারকা ফ্রেডের কাছ থেকে।
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে ম্যানইউ। রাংনিকের প্রেসিং করে খেলানোর চিরায়ত যে কৌশল তাও দেখা গেছে ম্যানইউর খেলায়। বল দখল ও আক্রমণ সব দিক থেকেই প্রতিপক্ষের ওপর দাপট দেখিয়েছে তারা। ৬২ শতাংশ বল দখল রেখে ১৬টি শট নেয় ‘রেড ডেভিল’রা। তবে ফিনিশিংয়ে ক্ষেত্রে কিছুটা পিছিয়ে ছিল ম্যানইউ। যে কারণে দাপট দেখিয়েও প্রথমার্ধে কোনো গোলের দেখা মেলেনি।
বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে প্যাট্রিক ভিয়েরার ক্রিস্টাল। এ সময় ম্যানইউকে বেশ চাপেও রাখে তারা। কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি ক্রিস্টালও। ম্যাচের ৭৭ মিনিটে অবশ্য ভুল করেননি ফ্রেড। সম্মিলিত এক আক্রমণ থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করে ম্যানইউকে জয়সূচক গোলটি এনে দেন এই ব্রাজিলিয়ান তারকা।
এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানটা আরেকটু ভালো করে নিল ম্যানইউ। ১৫ ম্যাচ শেষে ৬ নম্বরে থাকা ম্যানইউর পয়েন্ট এখন ২৪।
একই রাতে জয় পেয়েছে টটেনহাম হটস্পার্সও। নরউইচ সিটিকে ৩-০ গোলে হারিয়েছে স্পার্সরা। টটেনহামের জয়ে গোল করেছেন লুকাস মউরা, ডেভিডসন সানচেজ ও সন হিউং-মিন।
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
২৭ মিনিট আগেহচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
২ ঘণ্টা আগেঅফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
১২ ঘণ্টা আগে