ক্রীড়া ডেস্ক
ডাকাতের হামলার শিকার হয়েছেন ম্যানচেস্টার সিটির তারকা জোয়াও ক্যানসেলো। কাল নিজের বাসায় এই ঘটনার শিকার হয়েছেন তিনি। এ নিয়ে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন এই পর্তুগিজ ডিফেন্ডার।
ডান চোখের ওপর রক্তাক্ত দাগসহ সেই ছবির ক্যাপশনে ক্যানসেলো লিখেছেন, ‘রুখে দাঁড়াতে গেলে এমনই হয়।’ কীভাবে রুখে দাঁড়ালেন তিনি? গতকাল তাঁর বাড়িতে হামলা করেছিল একদল ডাকাত। ডাকাতের আক্রমণ থেকে পরিবারকে রক্ষা করতে রুখে দাঁড়ান ২৭ বছর বয়সী এই পর্তুগিজ ডিফেন্ডার।
নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে ব্যাপারটা জানান ক্যানসেলো। বান্ধবী ড্যানিয়েলা মাচাদো এবং দুই বছরের মেয়ে অ্যালিসিয়াকে নিয়ে তিনি ম্যানচেস্টারে থাকেন। সেই বাড়িতেই ডাকাতদের হামলার শিকার হয়েছেন তিনি।
ইনস্টাগ্রাম সেই পোস্টের ক্যাপশনে ক্যানসেলো আরও জানান, ‘দুর্ভাগ্যজনকভাবে আজ (কাল) আমি চার কাপুরুষের হামলার শিকার হই। ওরা আমাকে আঘাত করেছে এবং আমার পরিবারকেও আঘাতের চেষ্টা করেছে। আমার অলংকার নিয়ে গেছে ওরা। চেহারার এই হাল করেছে। জানি না, মানুষ কীভাবে এমন হতে পারে। পরিবারই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তারা ভালো আছে। জীবনে অনেক বাধা পেরিয়ে এসেছি, এটাও পারব।’
ক্যানসেলোর পোস্ট করা ছবিতে দেখা গেছে, তাঁর ডান চোখে গভীর ক্ষত তৈরি হয়েছে। ম্যানসিটি জানিয়েছে, তারা ক্যানসেলোর পাশে আছে। এ ঘটনার তদন্তে মাঠে নেমেছে পুলিশ। এ ব্যাপারে পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে সিটি কর্তৃপক্ষ।
ডাকাতের হামলার শিকার হয়েছেন ম্যানচেস্টার সিটির তারকা জোয়াও ক্যানসেলো। কাল নিজের বাসায় এই ঘটনার শিকার হয়েছেন তিনি। এ নিয়ে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন এই পর্তুগিজ ডিফেন্ডার।
ডান চোখের ওপর রক্তাক্ত দাগসহ সেই ছবির ক্যাপশনে ক্যানসেলো লিখেছেন, ‘রুখে দাঁড়াতে গেলে এমনই হয়।’ কীভাবে রুখে দাঁড়ালেন তিনি? গতকাল তাঁর বাড়িতে হামলা করেছিল একদল ডাকাত। ডাকাতের আক্রমণ থেকে পরিবারকে রক্ষা করতে রুখে দাঁড়ান ২৭ বছর বয়সী এই পর্তুগিজ ডিফেন্ডার।
নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে ব্যাপারটা জানান ক্যানসেলো। বান্ধবী ড্যানিয়েলা মাচাদো এবং দুই বছরের মেয়ে অ্যালিসিয়াকে নিয়ে তিনি ম্যানচেস্টারে থাকেন। সেই বাড়িতেই ডাকাতদের হামলার শিকার হয়েছেন তিনি।
ইনস্টাগ্রাম সেই পোস্টের ক্যাপশনে ক্যানসেলো আরও জানান, ‘দুর্ভাগ্যজনকভাবে আজ (কাল) আমি চার কাপুরুষের হামলার শিকার হই। ওরা আমাকে আঘাত করেছে এবং আমার পরিবারকেও আঘাতের চেষ্টা করেছে। আমার অলংকার নিয়ে গেছে ওরা। চেহারার এই হাল করেছে। জানি না, মানুষ কীভাবে এমন হতে পারে। পরিবারই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তারা ভালো আছে। জীবনে অনেক বাধা পেরিয়ে এসেছি, এটাও পারব।’
ক্যানসেলোর পোস্ট করা ছবিতে দেখা গেছে, তাঁর ডান চোখে গভীর ক্ষত তৈরি হয়েছে। ম্যানসিটি জানিয়েছে, তারা ক্যানসেলোর পাশে আছে। এ ঘটনার তদন্তে মাঠে নেমেছে পুলিশ। এ ব্যাপারে পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে সিটি কর্তৃপক্ষ।
কোনো কিছু ঘটলে চুপ করে বসে থাকার পাত্র তো সুনীল গাভাস্কার নন। উল্টোপাল্টা ঘটনা দেখলেই প্রতিবাদ করতে বিন্দুমাত্র দেরী করেন না গাভাস্কার। এবার তাঁর নামে ভুয়া আর্টিকেল প্রচারের কারণে বেজায় চটেছেন তিনি।
১১ মিনিট আগেস্মৃতির পাতা উল্টে পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে একবার ঘুরে আসা যাক। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ যখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের আনন্দ উল্লাসে মত্ত, তখন হতাশায় মুষড়ে পড়েন যশস্বী জয়সওয়ালসহ ভারতীয় ক্রিকেটাররা। অথচ চার বছর পর দেখা যাচ্ছে দুই দলের ক্রিকেটারদের আকাশ-পাতাল ব্যবধান।
১ ঘণ্টা আগেবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হবে আজ রাত ৮টায়। তার আগে বিকেল ৪টায় শু ২০২৫ আইপিএল সামনে রেখে আইপিএলের মেগা নিলাম শুরু। ক্লাব ফুটবলের একগাদা ম্যাচ রয়েছে রাতে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগেএগিয়ে থেকেও জিততে না পারা যে কতটা কষ্টের, সেটা গত রাতে বুঝতে পেরেছেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। সেলতা ফিগোর সঙ্গে লা লিগায় না হারলেও বার্সা ড্র করেছে। ফ্লিকের কাছে এই ড্র যেন মনে হচ্ছে হারের সমান।
৩ ঘণ্টা আগে