ভক্তের ভালোবাসা পেয়েই এমবাপ্পের গোল, পিএসজি পেল বিশাল জয় 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

তারকা খেলোয়াড়দের প্রায় সময়ই পড়তে হয় ‘খ্যাতির বিড়ম্বনায়’। সেই হিসেবে কিলিয়ান এমবাপ্পেও বাদ যাননি। গত রাতে পার্ক দে প্রিন্সেসে এমবাপ্পেকে দেখে মাঠে ঢুকে পড়েন এক ভক্ত। মনে রাখার মতো এই রাতে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) পেয়েছে বিশাল ব্যবধানে জয়।

পার্ক দে প্রিন্সেসে ‘এফ’ গ্রুপের ম্যাচে গত রাতে পিএসজির প্রতিপক্ষ ছিল এসি মিলান। ম্যাচের প্রথমার্ধে মাঠে ঢুকে পড়েন এক ভক্ত। সুযোগ পেয়েই এমবাপ্পের সঙ্গে কোলাকুলি করেন সেই ভক্ত। কিছুক্ষণ পর ভক্তকে মাঠ থেকে বের করে দেন মাঠের নিরাপত্তাকর্মীরা। আর ম্যাচের প্রথম গোল এসেছে এমবাপ্পের থেকেই। ৩২ মিনিটে পিএসজি মিডফিল্ডার ওয়ারেন জায়ের এমেরির পাস রিসিভ করে গোল করেন এমবাপ্পে। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে পিএসজি।

দ্বিতীয়ার্ধে খুব দ্রুত ব্যবধান দ্বিগুণ করতে পারত পিএসজি। ৪৯ মিনিটে উসমান দেম্বেলের করা গোল অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি। তবে ব্যবধান বাড়াতে খুব একটা সময় লাগেনি পিএসজির। ৫৩ মিনিটে এসি মিলান গোলরক্ষক মাইক মাইগনানকে বোকা বানিয়ে প্যারিসিয়ানদের দ্বিতীয় গোল করেন রান্দাল কোলো মুয়ানি। এরপর ৮৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লি কাং ইন। এবারও অ্যাসিস্ট করেছেন জায়ের এমেরি। শেষ পর্যন্ত এসি মিলানের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে পিএসজি। বড় ব্যবধানে জয়ে ‘এফ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে পিএসজি। ৩ ম্যাচে ২ জয় ও ১ পরাজয়ে প্যারিসিয়ানদের এখন ৬ পয়েন্ট।

এছাড়া ‘এফ’ গ্রুপের আরেক ম্যাচে নিউক্যাসলকে ১-০ গোলে হারিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। নিউক্যাসলের ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে গোল করেছেন ডর্টমুন্ড মিডফিল্ডার ফেলিক্স নেমেচা। আর এস্তাদিও অলিম্পিক লুইজে শাখতার দোনেৎস্ককে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। বার্সেলোনার গোল দুটি করেছেন ফেরান তোরেস ও ফারমিন লোপেজ। ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে বার্সা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত