ক্রীড়া ডেস্ক
এগিয়ে থেকে হেরে গেলে কোনো দলের হতাশ হওয়াই স্বাভাবিক। ওল্ড ট্রাফোর্ডে গতকাল ইউরোপা লিগের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে একইরকম ঘটনা ঘটেছে বার্সেলোনার সঙ্গে। বার্সা কোচ জাভি তাই মনে করেন, দলের আরও উন্নতির জায়গা রয়েছে।
গত সপ্তাহে ন্যু ক্যাম্পে ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড। ২-২ গোলে ড্র হওয়ায় ওল্ড ট্রাফোর্ডে গতকাল দ্বিতীয় লেগের ম্যাচ হয়ে যায় কোয়ার্টার ফাইনালে যাওয়ার নির্ধারণী ম্যাচ। ১৮ মিনিটে পেনাল্টিতে গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন রবার্ট লেভানডফস্কি। প্রথমার্ধে ১-০ তে এগিয়ে থেকে শেষ করে বার্সা। দ্বিতীয়ার্ধে দুই ব্রাজিলিয়ানের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ৪৭ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের অ্যাসিস্টে গোল করেন ফ্রেড। আর ৭৩ মিনিটে গোল করেন ব্রাজিলের রাইট উইঙ্গার আন্তোনি। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে শেষ আটে পৌঁছে যায় রেড ডেভিলরা।
এগিয়ে থেকে হেরে যাওয়ায় তাই হতাশ জাভি। ম্যাচ শেষে বার্সা কোচ বলেন, ‘আমরা উন্নতি করেছি। তবে তা যথেষ্ট ছিল না। আবারও আমরা চেষ্টা করব। ইউরোপে আরও উন্নতি করতে এবং প্রতিযোগিতামূলক হওয়ার চেষ্টা করব আমরা।’
গত বছরের ২৬ অক্টোবর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরেছিল বার্সেলোনা। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত থেকেছিল বার্সা। গতকাল ওল্ড ট্রাফোর্ডে বার্সার অপরাজেয় থাকার দৌড় থামিয়ে দেয় ম্যান ইউ। হেরেও জাভির মতে মৌসুমটা ভালো কেটেছে কাতালানদের। বার্সা কোচ বলেন, ‘গত মৌসুমের চেয়ে আমরা ভালো খেলেছি। এই সময়ে বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলেছি। এরা খুবই শক্তিশালী দল।’
এগিয়ে থেকে হেরে গেলে কোনো দলের হতাশ হওয়াই স্বাভাবিক। ওল্ড ট্রাফোর্ডে গতকাল ইউরোপা লিগের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে একইরকম ঘটনা ঘটেছে বার্সেলোনার সঙ্গে। বার্সা কোচ জাভি তাই মনে করেন, দলের আরও উন্নতির জায়গা রয়েছে।
গত সপ্তাহে ন্যু ক্যাম্পে ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড। ২-২ গোলে ড্র হওয়ায় ওল্ড ট্রাফোর্ডে গতকাল দ্বিতীয় লেগের ম্যাচ হয়ে যায় কোয়ার্টার ফাইনালে যাওয়ার নির্ধারণী ম্যাচ। ১৮ মিনিটে পেনাল্টিতে গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন রবার্ট লেভানডফস্কি। প্রথমার্ধে ১-০ তে এগিয়ে থেকে শেষ করে বার্সা। দ্বিতীয়ার্ধে দুই ব্রাজিলিয়ানের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ৪৭ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের অ্যাসিস্টে গোল করেন ফ্রেড। আর ৭৩ মিনিটে গোল করেন ব্রাজিলের রাইট উইঙ্গার আন্তোনি। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে শেষ আটে পৌঁছে যায় রেড ডেভিলরা।
এগিয়ে থেকে হেরে যাওয়ায় তাই হতাশ জাভি। ম্যাচ শেষে বার্সা কোচ বলেন, ‘আমরা উন্নতি করেছি। তবে তা যথেষ্ট ছিল না। আবারও আমরা চেষ্টা করব। ইউরোপে আরও উন্নতি করতে এবং প্রতিযোগিতামূলক হওয়ার চেষ্টা করব আমরা।’
গত বছরের ২৬ অক্টোবর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরেছিল বার্সেলোনা। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত থেকেছিল বার্সা। গতকাল ওল্ড ট্রাফোর্ডে বার্সার অপরাজেয় থাকার দৌড় থামিয়ে দেয় ম্যান ইউ। হেরেও জাভির মতে মৌসুমটা ভালো কেটেছে কাতালানদের। বার্সা কোচ বলেন, ‘গত মৌসুমের চেয়ে আমরা ভালো খেলেছি। এই সময়ে বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলেছি। এরা খুবই শক্তিশালী দল।’
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৪ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৬ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৭ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৭ ঘণ্টা আগে