ক্রীড়া ডেস্ক
২০১৪ ব্রাজিল-জার্মানি সেমিফাইনালের ম্যাচ নিয়ে আলোচনা তো কম হচ্ছে না ১০ বছর ধরে। ব্রাজিলের বাজে পারফরম্যান্সে দলটির ভক্ত-সমর্থকদের অনেকে ‘সেভেন আপ’ বলে খেপান। দুঃসহ সেই ম্যাচের ফুটবলার অস্কার বহু দিন পর ফিরছেন ব্রাজিলে।
ব্রাজিলের ‘সিরি আ’-এর ক্লাব তিন বছরের চুক্তিতে অস্কার ফিরছেন বলে সাও পাওলো গতকাল এক বিবৃতিতে নিশ্চিত করেছে। ঘরে ফিরতে পেরে ঘরের ছেলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। অস্কার এক বিবৃতিতে বলেন, ‘ব্রাজিলে ফিরতে পেরে এবং সাও পাওলো ক্লাবে খেলতে পেরে খুশি। এই ক্লাবেই আমার ক্যারিয়ার শুরু করেছিলাম। এখানেই ভিত্তি তৈরি হয়েছিল। বেড়ে উঠেছি এখানেই।’ ব্রাজিলের কোনো ক্লাবে সবশেষ অস্কার খেলেছেন ২০১২ সালে। ২০১০ থেকে ২০১২ পর্যন্ত অস্কার খেলেছেন ব্রাজিলের ইন্টারনেসিওনাল ক্লাবে।
২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্রাজিলের জার্সিতে ৪৮ ম্যাচ খেলেছেন অস্কার। আন্তর্জাতিক ফুটবলে ১২ গোলের পাশাপাশি ১৫ গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। ২০১৪ সেমিফাইনালে বেলো হরিজন্তের এস্তাদিও মিনেইরোতে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছিল জার্মানি। সেই ম্যাচে ব্রাজিলের একমাত্র গোলটি করেছিলেন অস্কার। তিন বদলিসহ সেই ম্যাচে ব্রাজিলের ১৪ খেলোয়াড় মাঠে নেমেছিলেন।
২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত সাও পাওলোর যুব দলে খেলেছিলেন অস্কার। এরপর ২০০৮ থেকে ২০১০-এই দুই বছর মূল দলে ব্রাজিলের এই মিডফিল্ডার খেলেছিলেন। লম্বা একটা সময় কাটান চীনে। ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত সাংহাই পোর্টে খেলেন তিনি। চাইনিজ সুপার লিগের শিরোপা জিতেছেন তিন বার। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে ২০৩ ম্যাচ খেলেন ব্রাজিলের এই মিডফিল্ডার।
২০১৪ ব্রাজিল-জার্মানি সেমিফাইনালের ম্যাচ নিয়ে আলোচনা তো কম হচ্ছে না ১০ বছর ধরে। ব্রাজিলের বাজে পারফরম্যান্সে দলটির ভক্ত-সমর্থকদের অনেকে ‘সেভেন আপ’ বলে খেপান। দুঃসহ সেই ম্যাচের ফুটবলার অস্কার বহু দিন পর ফিরছেন ব্রাজিলে।
ব্রাজিলের ‘সিরি আ’-এর ক্লাব তিন বছরের চুক্তিতে অস্কার ফিরছেন বলে সাও পাওলো গতকাল এক বিবৃতিতে নিশ্চিত করেছে। ঘরে ফিরতে পেরে ঘরের ছেলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। অস্কার এক বিবৃতিতে বলেন, ‘ব্রাজিলে ফিরতে পেরে এবং সাও পাওলো ক্লাবে খেলতে পেরে খুশি। এই ক্লাবেই আমার ক্যারিয়ার শুরু করেছিলাম। এখানেই ভিত্তি তৈরি হয়েছিল। বেড়ে উঠেছি এখানেই।’ ব্রাজিলের কোনো ক্লাবে সবশেষ অস্কার খেলেছেন ২০১২ সালে। ২০১০ থেকে ২০১২ পর্যন্ত অস্কার খেলেছেন ব্রাজিলের ইন্টারনেসিওনাল ক্লাবে।
২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্রাজিলের জার্সিতে ৪৮ ম্যাচ খেলেছেন অস্কার। আন্তর্জাতিক ফুটবলে ১২ গোলের পাশাপাশি ১৫ গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। ২০১৪ সেমিফাইনালে বেলো হরিজন্তের এস্তাদিও মিনেইরোতে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছিল জার্মানি। সেই ম্যাচে ব্রাজিলের একমাত্র গোলটি করেছিলেন অস্কার। তিন বদলিসহ সেই ম্যাচে ব্রাজিলের ১৪ খেলোয়াড় মাঠে নেমেছিলেন।
২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত সাও পাওলোর যুব দলে খেলেছিলেন অস্কার। এরপর ২০০৮ থেকে ২০১০-এই দুই বছর মূল দলে ব্রাজিলের এই মিডফিল্ডার খেলেছিলেন। লম্বা একটা সময় কাটান চীনে। ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত সাংহাই পোর্টে খেলেন তিনি। চাইনিজ সুপার লিগের শিরোপা জিতেছেন তিন বার। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে ২০৩ ম্যাচ খেলেন ব্রাজিলের এই মিডফিল্ডার।
টি-টোয়েন্টি সিরিজ দক্ষিণ আফ্রিকার। ওয়ানডে সিরিজ পাকিস্তানের। এমন এক সমতায় থেকে এবার দুই দল মুখোমুখি টেস্ট লড়াইয়ে। দুই টেস্ট সিরিজের প্রথমটি আজ শুরু হচ্ছে সেঞ্চুরিয়নে। পুরোপুরি পেসনির্ভর বোলিং আক্রমণ নিয়ে খেলবে দক্ষিণ আফ্রিকা।
৩১ মিনিট আগেবক্সিং ডে টেস্টের মতো ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু স্যাম কনস্টাসের। সেটাও আবার ভারতের বিপক্ষে। তবে কনস্টাস যে অন্য ধাতুতে গড়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ৭০ হাজারের বেশি দর্শকের সামনে ঝড় তুলেছেন।
১ ঘণ্টা আগেএমন প্রত্যাবর্তনই তো চেয়েছিলেন নাবিব নেওয়াজ জীবন। অফফর্ম, জাতীয় দল থেকে দূরে সরে যাওয়া, এরপর চোটের সঙ্গে লড়াই করে আবার মাঠে ফিরে ঝলক দেখানো—এর চেয়ে ভালো পারফর্ম আর কী হতে পারে! জীবনও চান এভাবেই ছুটে জাতীয় দলের গন্তব্যে আরও একবার নোঙর করতে।
২ ঘণ্টা আগেআর্থিক কেলেঙ্কারির কারণে খেলোয়াড়দের শাস্তির ঘটনা নতুন কিছু নয়। অনেক সময় জড়িয়ে যান তাঁদের পরিবারের সদস্যরাও। কোটি টাকা আত্মসাতের এক মামলায় এবার ফেঁসে গেলেন ভারতের এক ক্রিকেটারের বাবা।
১৩ ঘণ্টা আগে