ক্রীড়া ডেস্ক
২০১৪ ব্রাজিল-জার্মানি সেমিফাইনালের ম্যাচ নিয়ে আলোচনা তো কম হচ্ছে না ১০ বছর ধরে। ব্রাজিলের বাজে পারফরম্যান্সে দলটির ভক্ত-সমর্থকদের অনেকে ‘সেভেন আপ’ বলে খেপান। দুঃসহ সেই ম্যাচের ফুটবলার অস্কার বহু দিন পর ফিরছেন ব্রাজিলে।
ব্রাজিলের ‘সিরি আ’-এর ক্লাব তিন বছরের চুক্তিতে অস্কার ফিরছেন বলে সাও পাওলো গতকাল এক বিবৃতিতে নিশ্চিত করেছে। ঘরে ফিরতে পেরে ঘরের ছেলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। অস্কার এক বিবৃতিতে বলেন, ‘ব্রাজিলে ফিরতে পেরে এবং সাও পাওলো ক্লাবে খেলতে পেরে খুশি। এই ক্লাবেই আমার ক্যারিয়ার শুরু করেছিলাম। এখানেই ভিত্তি তৈরি হয়েছিল। বেড়ে উঠেছি এখানেই।’ ব্রাজিলের কোনো ক্লাবে সবশেষ অস্কার খেলেছেন ২০১২ সালে। ২০১০ থেকে ২০১২ পর্যন্ত অস্কার খেলেছেন ব্রাজিলের ইন্টারনেসিওনাল ক্লাবে।
২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্রাজিলের জার্সিতে ৪৮ ম্যাচ খেলেছেন অস্কার। আন্তর্জাতিক ফুটবলে ১২ গোলের পাশাপাশি ১৫ গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। ২০১৪ সেমিফাইনালে বেলো হরিজন্তের এস্তাদিও মিনেইরোতে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছিল জার্মানি। সেই ম্যাচে ব্রাজিলের একমাত্র গোলটি করেছিলেন অস্কার। তিন বদলিসহ সেই ম্যাচে ব্রাজিলের ১৪ খেলোয়াড় মাঠে নেমেছিলেন।
২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত সাও পাওলোর যুব দলে খেলেছিলেন অস্কার। এরপর ২০০৮ থেকে ২০১০-এই দুই বছর মূল দলে ব্রাজিলের এই মিডফিল্ডার খেলেছিলেন। লম্বা একটা সময় কাটান চীনে। ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত সাংহাই পোর্টে খেলেন তিনি। চাইনিজ সুপার লিগের শিরোপা জিতেছেন তিন বার। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে ২০৩ ম্যাচ খেলেন ব্রাজিলের এই মিডফিল্ডার।
২০১৪ ব্রাজিল-জার্মানি সেমিফাইনালের ম্যাচ নিয়ে আলোচনা তো কম হচ্ছে না ১০ বছর ধরে। ব্রাজিলের বাজে পারফরম্যান্সে দলটির ভক্ত-সমর্থকদের অনেকে ‘সেভেন আপ’ বলে খেপান। দুঃসহ সেই ম্যাচের ফুটবলার অস্কার বহু দিন পর ফিরছেন ব্রাজিলে।
ব্রাজিলের ‘সিরি আ’-এর ক্লাব তিন বছরের চুক্তিতে অস্কার ফিরছেন বলে সাও পাওলো গতকাল এক বিবৃতিতে নিশ্চিত করেছে। ঘরে ফিরতে পেরে ঘরের ছেলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। অস্কার এক বিবৃতিতে বলেন, ‘ব্রাজিলে ফিরতে পেরে এবং সাও পাওলো ক্লাবে খেলতে পেরে খুশি। এই ক্লাবেই আমার ক্যারিয়ার শুরু করেছিলাম। এখানেই ভিত্তি তৈরি হয়েছিল। বেড়ে উঠেছি এখানেই।’ ব্রাজিলের কোনো ক্লাবে সবশেষ অস্কার খেলেছেন ২০১২ সালে। ২০১০ থেকে ২০১২ পর্যন্ত অস্কার খেলেছেন ব্রাজিলের ইন্টারনেসিওনাল ক্লাবে।
২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্রাজিলের জার্সিতে ৪৮ ম্যাচ খেলেছেন অস্কার। আন্তর্জাতিক ফুটবলে ১২ গোলের পাশাপাশি ১৫ গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। ২০১৪ সেমিফাইনালে বেলো হরিজন্তের এস্তাদিও মিনেইরোতে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছিল জার্মানি। সেই ম্যাচে ব্রাজিলের একমাত্র গোলটি করেছিলেন অস্কার। তিন বদলিসহ সেই ম্যাচে ব্রাজিলের ১৪ খেলোয়াড় মাঠে নেমেছিলেন।
২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত সাও পাওলোর যুব দলে খেলেছিলেন অস্কার। এরপর ২০০৮ থেকে ২০১০-এই দুই বছর মূল দলে ব্রাজিলের এই মিডফিল্ডার খেলেছিলেন। লম্বা একটা সময় কাটান চীনে। ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত সাংহাই পোর্টে খেলেন তিনি। চাইনিজ সুপার লিগের শিরোপা জিতেছেন তিন বার। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে ২০৩ ম্যাচ খেলেন ব্রাজিলের এই মিডফিল্ডার।
বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ৫২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ৭ মার্চ তালিকার সংখ্যা কমিয়ে চূড়ান্ত দল ঘোষণা করবেন তিনি। ব্রাজিলের ভক্তদের জন্য সুখবর হলো প্রাথমিক দলে রাখা হয়েছে নেইমারকে। প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরলেন ৩৩ বছর বয়সী
৩৫ মিনিট আগেজাতীয় নির্বাচক প্যানেল থেকে পদত্যাগের ঘোষণা আগেই দিয়েছেন হান্নান সরকার। নির্বাচক হিসেবে গতকাল ছিল তাঁর শেষ কর্ম দিবস। তবে জাতীয় দলের আগে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচকও ছিলেন তিনি। লম্বা দেশের ক্রিকেট বেশ কাছ থেকে দেখেছেন জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার। দীর্ঘ দিন বিসিবির নির্বাচক হিসেবে দায়িত্ব...
১ ঘণ্টা আগেপুরো ম্যাচে আক্রমণ করে গেল আল নাসর। কাঙ্ক্ষিত ফল তুলে নিল প্রতিপক্ষ আল ওরাবাহ! সৌদি প্রো লিগে নিজেদের শেষ তিন ম্যাচে দ্বিতীয় হার দেখল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। গতকাল রাতে আল জাউফ ইউনিভার্সিটি স্টেডিয়ামে আল ওরাবাহর কাছে ২-১ গোলে হেরেছে তারা।
৩ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে তিনটি দল। আরেকটি দল কারা যাবে সে হিসেব মিলবে আজ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে। সেমিতে যাওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে প্রোটিয়াদের। কাগজ-কলমে তাদের ‘বি’ গ্রুপের আরেকটি দল আফগানিস্তানেরও সুযোগ রয়েছে। নেট রান রেটে প্রোটিয়াদের চেয়ে অনেক পিছিয়ে আফগানরা।
৪ ঘণ্টা আগে