ক্রীড়া ডেস্ক
কারাবাও কাপের ফাইনালে শেষ মুহূর্ত পেনাল্টি বিশেষজ্ঞ হিসেবে মাঠে নেমেছিলেন চেলসির গোলরক্ষক কেপা আরিজাবালাগা। পেনাল্টি শুটআউটের ম্যারাথন লড়াইয়ে লিভারপুলের ১১ শটের একটিও ঠেকাতে পারেননি কেপা। উল্টো নিজে পেনাল্টি মিস করে ভূমিকা রেখেছেন দলের হারে।
হারের পর চেলসি কোচ থমাস টুখেলকে পাশে পেয়েছিলেন সমালোচনার মুখে থাকা কেপা। এবার তাঁকে সান্ত্বনা দিতে এগিয়ে এসেছেন ‘মিস ইউনিভার্স’ বান্ধবী। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে কেপার পাশে থাকার কথা জানিয়েছেন মিস ইউনিভার্স স্পেন জয়ী আন্দ্রেয়া মার্টিনেজ।
কদিন আগে থেকে আন্দ্রেয়ার সঙ্গে জনসম্মুখে দেখা যায় কেপাকে। তবে ধারণা করা হচ্ছে, আরও কিছুদিন আগে থেকেই প্রেম করছেন তাঁরা। এবার প্রেমিকের দুঃসময়ে পোস্ট দিয়ে তাঁকে সমর্থন দিলেন আন্দ্রেয়া। সাবেক এই বাস্কেটবল খেলোয়াড় লিখেন, ‘আমি যখন বাস্কেটবল খেলোয়াড় ছিলাম তখন একটা জিনিস শিখেছি, দল হচ্ছে সব সময় দল। এখানে কোনো নায়ক নেই, কোনো খলনায়ক নেই।’
তবে এই বক্তব্য শুধু কেপার জন্য নয় দাবি করে আন্দ্রেয়া আরও লিখেন, ‘আমার ব্যক্তিগত মত হচ্ছে, এটা খুব অন্যায় ব্যাপার (কেপাকে দোষ দেওয়া)। তবে আমি শুধু একটি ম্যাচের কথা বলছি না। প্রকৃত সমর্থকদের এখন ভালোবাসা দেখাতে হবে। শুধু জেতার সময় ভালোবাসা দেখালে চলবে না। কেপা, গোলরক্ষক ও ব্যক্তি হিসেবে আমরা সবাই তোমার জন্য আমরা গর্বিত।’
কারাবাও কাপের ফাইনালে শেষ মুহূর্ত পেনাল্টি বিশেষজ্ঞ হিসেবে মাঠে নেমেছিলেন চেলসির গোলরক্ষক কেপা আরিজাবালাগা। পেনাল্টি শুটআউটের ম্যারাথন লড়াইয়ে লিভারপুলের ১১ শটের একটিও ঠেকাতে পারেননি কেপা। উল্টো নিজে পেনাল্টি মিস করে ভূমিকা রেখেছেন দলের হারে।
হারের পর চেলসি কোচ থমাস টুখেলকে পাশে পেয়েছিলেন সমালোচনার মুখে থাকা কেপা। এবার তাঁকে সান্ত্বনা দিতে এগিয়ে এসেছেন ‘মিস ইউনিভার্স’ বান্ধবী। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে কেপার পাশে থাকার কথা জানিয়েছেন মিস ইউনিভার্স স্পেন জয়ী আন্দ্রেয়া মার্টিনেজ।
কদিন আগে থেকে আন্দ্রেয়ার সঙ্গে জনসম্মুখে দেখা যায় কেপাকে। তবে ধারণা করা হচ্ছে, আরও কিছুদিন আগে থেকেই প্রেম করছেন তাঁরা। এবার প্রেমিকের দুঃসময়ে পোস্ট দিয়ে তাঁকে সমর্থন দিলেন আন্দ্রেয়া। সাবেক এই বাস্কেটবল খেলোয়াড় লিখেন, ‘আমি যখন বাস্কেটবল খেলোয়াড় ছিলাম তখন একটা জিনিস শিখেছি, দল হচ্ছে সব সময় দল। এখানে কোনো নায়ক নেই, কোনো খলনায়ক নেই।’
তবে এই বক্তব্য শুধু কেপার জন্য নয় দাবি করে আন্দ্রেয়া আরও লিখেন, ‘আমার ব্যক্তিগত মত হচ্ছে, এটা খুব অন্যায় ব্যাপার (কেপাকে দোষ দেওয়া)। তবে আমি শুধু একটি ম্যাচের কথা বলছি না। প্রকৃত সমর্থকদের এখন ভালোবাসা দেখাতে হবে। শুধু জেতার সময় ভালোবাসা দেখালে চলবে না। কেপা, গোলরক্ষক ও ব্যক্তি হিসেবে আমরা সবাই তোমার জন্য আমরা গর্বিত।’
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
৩ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
৬ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
৬ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
৭ ঘণ্টা আগে