দলবদলের আলোচনার মধ্যেই নিজের সেরাটা দিচ্ছেন এমবাপ্পে 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ১০: ৪৫
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১১: ২৭

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন কি যাচ্ছেন না—দলবদলের মৌসুম এলে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে এমন গুঞ্জন শোনা যায় প্রতিবছরই। ব্যতিক্রম হয়নি এবারও। তবে এমবাপ্পের যেন সেদিকে ভ্রুক্ষেপ নেই। দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি। নিজে তো গোল করছেনই, সতীর্থদের দিয়ে গোলও করাচ্ছেন। 

ফ্রেঞ্চ কাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে গত রাতে পিএসজির প্রতিপক্ষ ছিল ইউএস অরলেন্স। স্টেডি ডি লা সোর্স স্টেডিয়ামে হওয়া এই ম্যাচ ‘এমবাপ্পে-ইউএস অরলেন্স ম্যাচ’ বললেও ভুল হবে না। পিএসজির সব গোলে অবদান রেখেছেন এমবাপ্পে। জোড়া গোল করেছেন। সতীর্থদের দিয়ে ২ গোল করিয়েছেন। এমবাপ্পের এমন ঝলকে অরলেন্সকে ৪-১ গোলে হারিয়েছে পিএসজি। 

স্কোরলাইন ৪-১ দেখে বোঝা যাচ্ছে ইউএস অরলেন্সের বিপক্ষে কতটা দাপট দেখিয়ে খেলেছে পিএসজি। ম্যাচে ৭৫ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৮ শট করেছিল পিএসজি। অন্যদিকে নিউ অরলেন্স বল দখলে রেখেছিল ২৫ শতাংশ আর প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তাদের শট ছিল ৪টি। ১৬ মিনিটে এমবাপ্পের গোলেই এগিয়ে যায় পিএসজি। দলের প্রথম গোল করতে এমবাপ্পেকে সহায়তা করেছেন রান্দাল কোলো মুয়ানি। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে পিএসজি। 

দ্বিতীয়ার্ধেও গোলের শুরু করেন এমবাপ্পে। ফরাসি তারকা ফরোয়ার্ড ৬৩ মিনিটে গোল করেন পেনাল্টি থেকে। ২-০ গোলে এগিয়ে থাকা পিএসজি ব্যবধান তিন গুণ করে ৭২ মিনিটে। এমবাপ্পের অ্যাসিস্টে হেডে গোল করেন গনসালো রামোস। এরপর ৮৬ মিনিটে ব্যবধান কমায় ইউএস অরলেন্স। কেভিন ফরচুনের অ্যাসিস্টে গোল করেন অরলেন্স ডিফেন্ডার নিকোলাস সেন্ট রুফ। তবে ব্যবধান বাড়াতে খুব একটা সময় নেয়নি পিএসজি। ৮৮ মিনিটে এমবাপ্পের অ্যাসিস্টে গোল করেন পিএসজি মিডফিল্ডার সেনি মায়ুলু। শেষ পর্যন্ত অরলেন্সের বিপক্ষে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। 

শুধু অরলেন্সের বিপক্ষেই নয়, পিএসজির জার্সিতে ২০২৩-২৪ মৌসুম জুড়েই দুর্দান্ত পারফর্ম করছেন এমবাপ্পে। সব প্রতিযোগিতা মিলে ২৬ ম্যাচ খেলে করেন ২৮ গোল। ৮ গোলে অ্যাসিস্ট করেছেন। এ বছরের হিসাব করলে ফরাসি তারকা ফরোয়ার্ড ছুটছেন দুরন্ত গতিতে। ৪ ম্যাচে করেছেন ৭ গোল। অ্যাসিস্ট করেছেন ৪ গোলে, যার মধ্যে গত ৭ জানুয়ারি ইউএস রেভেলের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে পিএসজি লিগ ওয়ানে খেলছে দাপট দেখিয়ে। ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে প্যারিসিয়ানরা। দ্বিতীয় স্থানে নিসের সংগ্রহ ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত