ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস লিগের সবশেষ ফাইনালের পুনরাবৃত্তিই হতে যাচ্ছে আজ রাতে। চার মাসের ব্যবধানে আবারও রিয়াল মাদ্রিদের মুখোমুখি বরুসিয়া ডর্টমুন্ড। গ্রুপ পর্বের ম্যাচে ডর্টমুন্ডকে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথেয়তা দেবে লস ব্লাঙ্কোসরা।
গত জুনে ওয়েম্বলির ফাইনালে প্রথমার্ধে দাপট দেখিয়ে ও দ্বিতীয়ার্ধে ভালো খেলেও হেরে বসে ডর্টমুন্ড। ট্রেডমার্ক প্রতি আক্রমণে ২০ মিনিটের মধ্যে দুই গোল দিয়ে রেকর্ড ১৫তম চ্যাম্পিয়নস লিগ জেতে রিয়াল। আজ কি সেই প্রতিশোধ নিতে পারবে ডর্টমুন্ড? তবে এ মৌসুমে বুন্দেসলিগার পারফরম্যান্স যে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের!
সেই দুশ্চিন্তা ও সমালোচনা মাথায় নিয়ে নুরি শাহিনকে যেতে হচ্ছে মাদ্রিদ সফরে। গত মৌসুমে মৃত্যুকূপ পেরিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের টিকিট এনে দিলেও বুন্দেসলিগায় পঞ্চম স্থানে থাকায় এদিন তারজিচ ক্যারিয়ারটা লম্বা করতে পারেননি ডর্টমুন্ডে। প্রধান কোচের ‘হট সিটে’ বসেছেন তাঁরই সহকারী শাহিন। কিন্তু তাঁর অধীনে যে লিগে এবার সাত নম্বরে জার্মান ক্লাবটি!মাদ্রিদে শাহিনের জন্য ম্যাচটি পুনর্মিলনীরও। ডর্টমুন্ডে বেড়ে ওঠা সাবেক এই টার্কিশ মিডফিল্ডার সংক্ষিপ্ত সময়ের জন্য খেলেছেন রিয়াল ও লিভারপুলেও। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে ডর্টমুন্ডের ডাগআউটে দেখা গেছে তাঁকে। তবে বার্নাব্যুতে হতে যাচ্ছে ৩৬ বছর বয়সী শাহিনের সত্যিকারের ‘রিয়াল’ পরীক্ষা। গত ফাইনালে রিয়ালই হৃদয় ভেঙেছিল শাহিনদের। সেই স্মৃতি স্মরণ করে গতকাল উয়েফা টিভিতে তিনি বলেছেন, ‘ম্যাচের সময় মনে হয়েছিল জিততে যাচ্ছি। তাই ম্যাচের পরে বিধ্বস্ত লেগেছিল।’
চ্যাম্পিয়নস লিগের আরেক ম্যাচে এমিরেটসে শাখতার দোনেৎস্ককে আতিথেয়তা দেবে আর্সেনাল। প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে হারের ব্যথাকে প্রেরণা হিসেবে নিতে বলেছেন গানারদের কোচ মিকেল আর্তেতা।
চ্যাম্পিয়নস লিগের সবশেষ ফাইনালের পুনরাবৃত্তিই হতে যাচ্ছে আজ রাতে। চার মাসের ব্যবধানে আবারও রিয়াল মাদ্রিদের মুখোমুখি বরুসিয়া ডর্টমুন্ড। গ্রুপ পর্বের ম্যাচে ডর্টমুন্ডকে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথেয়তা দেবে লস ব্লাঙ্কোসরা।
গত জুনে ওয়েম্বলির ফাইনালে প্রথমার্ধে দাপট দেখিয়ে ও দ্বিতীয়ার্ধে ভালো খেলেও হেরে বসে ডর্টমুন্ড। ট্রেডমার্ক প্রতি আক্রমণে ২০ মিনিটের মধ্যে দুই গোল দিয়ে রেকর্ড ১৫তম চ্যাম্পিয়নস লিগ জেতে রিয়াল। আজ কি সেই প্রতিশোধ নিতে পারবে ডর্টমুন্ড? তবে এ মৌসুমে বুন্দেসলিগার পারফরম্যান্স যে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের!
সেই দুশ্চিন্তা ও সমালোচনা মাথায় নিয়ে নুরি শাহিনকে যেতে হচ্ছে মাদ্রিদ সফরে। গত মৌসুমে মৃত্যুকূপ পেরিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের টিকিট এনে দিলেও বুন্দেসলিগায় পঞ্চম স্থানে থাকায় এদিন তারজিচ ক্যারিয়ারটা লম্বা করতে পারেননি ডর্টমুন্ডে। প্রধান কোচের ‘হট সিটে’ বসেছেন তাঁরই সহকারী শাহিন। কিন্তু তাঁর অধীনে যে লিগে এবার সাত নম্বরে জার্মান ক্লাবটি!মাদ্রিদে শাহিনের জন্য ম্যাচটি পুনর্মিলনীরও। ডর্টমুন্ডে বেড়ে ওঠা সাবেক এই টার্কিশ মিডফিল্ডার সংক্ষিপ্ত সময়ের জন্য খেলেছেন রিয়াল ও লিভারপুলেও। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে ডর্টমুন্ডের ডাগআউটে দেখা গেছে তাঁকে। তবে বার্নাব্যুতে হতে যাচ্ছে ৩৬ বছর বয়সী শাহিনের সত্যিকারের ‘রিয়াল’ পরীক্ষা। গত ফাইনালে রিয়ালই হৃদয় ভেঙেছিল শাহিনদের। সেই স্মৃতি স্মরণ করে গতকাল উয়েফা টিভিতে তিনি বলেছেন, ‘ম্যাচের সময় মনে হয়েছিল জিততে যাচ্ছি। তাই ম্যাচের পরে বিধ্বস্ত লেগেছিল।’
চ্যাম্পিয়নস লিগের আরেক ম্যাচে এমিরেটসে শাখতার দোনেৎস্ককে আতিথেয়তা দেবে আর্সেনাল। প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে হারের ব্যথাকে প্রেরণা হিসেবে নিতে বলেছেন গানারদের কোচ মিকেল আর্তেতা।
জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
৩৭ মিনিট আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
১ ঘণ্টা আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
১ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৩ ঘণ্টা আগে