Ajker Patrika

পেলে-রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন নেইমার

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৪: ২৭
পেলে-রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন নেইমার

পেলের রেকর্ডকে অনেক দিন ধরেই পাখির চোখ করছিলেন নেইমার। অবশেষে গতকাল ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পেলেকে ছুঁলেন। একই সঙ্গে কিংবদন্তি রোনালদোর রেকর্ডেও ভাগ বসালেন নেইমার।

এডুকেশন সিটি স্টেডিয়ামে গতকাল ব্রাজিল-ক্রোয়েশিয়া প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচের ৯০ মিনিট ছিল গোলশূন্য। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষের দিকে ম্যাচের প্রথম গোল করেন নেইমার। লুকাস পাকেতার পাস থেকে দারুণ এক শটে লক্ষ্য ভেদ করেন। তাতে পেলের সঙ্গে ব্রাজিলের জার্সিতে যৌথ সর্বোচ্চ গোলদাতা হলেন নেইমার। দুজনেই করেছেন ৭৭ গোল। ৭৭ গোল করতে নেইমারের লেগেছে ১২৪ ম্যাচ। আর ৯২ ম্যাচে ৭৭ গোল করেছিলেন পেলে।

পেলের রেকর্ডের সঙ্গে রোনালদোর রেকর্ডেও ভাগ বসিয়েছেন নেইমার। ৩ বিশ্বকাপে একের অধিক গোল করা ব্রাজিলিয়ান ফুটবলার হলেন রোনালদো ও নেইমার। বিশ্বকাপে ১৯ ম্যাচ খেলে ১৫ গোল করেন রোনালদো। ১৯৯৮ বিশ্বকাপে ৪ গোল, ২০০২ সালে ৮ গোল এবং ২০০৬ বিশ্বকাপে ৩ গোল করেছিলেন রোনালদো। আর বিশ্বকাপে ১৩ ম্যাচ খেলে ৮ গোল করেন নেইমার। ২০১৪ সালে ৪টি, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে ২টি করে গোল করেছিলেন নেইমার।

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে টাইব্রেকারে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলে হেরে যায় ব্রাজিল। তাতে ২০০২-এর পর পাঁচ বিশ্বকাপে নকআউট রাউন্ডে সেলেসাওদের যাত্রা থেমে গেছে। পাঁচটা দলই ছিল ইউরোপীয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত