ক্রীড়া ডেস্ক
আল-নাসরে ক্রিস্টিয়ানো রোনালদো এসেছিলেন গত মৌসুমের মাঝামাঝি সময়ে। ক্লাবটিতে আসার পর থেকেই আছেন দারুণ ছন্দে। ২০২৩-২৪ মৌসুমের ফর্মটা আগের মৌসুমের চেয়েও দুর্দান্ত। নিজে যেমন গোল করছেন, তেমনি সতীর্থদের দিয়ে গোলও করাচ্ছেন। ছন্দে থাকা রোনালদোকে ছাড়া গতকাল খেলতে নেমেছিল আল-নাসর। তবে জয়ের দেখা পায়নি সৌদি ক্লাবটি।
তাজিকিস্তানের দুশানবে সেন্ট্রাল স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়নস লিগে গত রাতে ই গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল আল-নাসর ও ইস্তিকলল। এই ম্যাচে আল-নাসরের একাদশ দূরে থাক, বদলি খেলোয়াড়ের তালিকায় কোথাও ছিলেন না রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড ছাড়া ম্যাচে আল-নাসর ৬৯ শতাংশ বল দখলে রেখেছিল ঠিকই, তবে দলটা ছিল কিছুটা ছন্নছাড়া অবস্থায়। ১৬ মিনিটে আল-নাসরের মোহাম্মদ মারান হেডে গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। এরপর ২১ মিনিটে আরও এক সুযোগ হারায় আল-নাসর। দলটির ফরোয়ার্ড আব্দুর রহমান ঘারিব বাঁ পায়ে শট করেও লক্ষ্যভেদ করতে পারেননি। আল-নাসরের সুযোগ মিসের মহড়ায় গোল করে বসে ইস্তিকলল। ৩২ মিনিটে ইস্তিকললের স্ট্রাইকার আলিশের ঝালিলোভ বা পায়ের শটে লক্ষ্যভেদ করেন। প্রথমার্ধ ইস্তিকলল ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করেছে।
প্রথমার্ধের পর খুব দ্রুতই সমতায় ফেরে আল-নাসর। ৫০ মিনিটে ডান পায়ের দুর্দান্ত শটে সমতাসূচক গোল করেন ঘারিব। ১-১ সমতা হওয়ার পর গোল করতে মরিয়া হয়ে ওঠে দুই দল। তবে কখনো ফিনিশিং দুর্বলতা, কখনো গোলরক্ষকদের দৃঢ়তায় কেউই গোলমুখ খুলতে পারেনি। বিশেষ করে আল-নাসর গোল করার অনেকগুলো সুযোগ হারিয়েছে। ৫৭ ও ৭৮ মিনিটে ঘারিব দুবার গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। মোহাম্মদ কাসেম, সামি আল নাজি—আল-নাসরের এ দুই ফুটবলারও গোলের সুযোগ মিস করেন। শেষ পর্যন্ত ইস্তিকলল ও আল-নাসর ম্যাচ ড্র হয় ১-১ গোলে।
১-১ গোলে ড্র হলেও আল-নাসর আগেই হয়ে গেছে গ্রুপ চ্যাম্পিয়ন। এএফসি চ্যাম্পিয়নস লিগে ‘ই’ গ্রুপে থাকা দলটির ৬ ম্যাচে ৪ জয় ও ২ ড্রতে এখন ১৪ পয়েন্ট। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা পারসেপোলিস, আল দুহাইল, ইস্তিকললের পয়েন্ট যথাক্রমে ৮, ৭ ও ৩। প্রত্যেকেই ৬টি করে ম্যাচ খেলেছে।
আল-নাসরে ক্রিস্টিয়ানো রোনালদো এসেছিলেন গত মৌসুমের মাঝামাঝি সময়ে। ক্লাবটিতে আসার পর থেকেই আছেন দারুণ ছন্দে। ২০২৩-২৪ মৌসুমের ফর্মটা আগের মৌসুমের চেয়েও দুর্দান্ত। নিজে যেমন গোল করছেন, তেমনি সতীর্থদের দিয়ে গোলও করাচ্ছেন। ছন্দে থাকা রোনালদোকে ছাড়া গতকাল খেলতে নেমেছিল আল-নাসর। তবে জয়ের দেখা পায়নি সৌদি ক্লাবটি।
তাজিকিস্তানের দুশানবে সেন্ট্রাল স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়নস লিগে গত রাতে ই গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল আল-নাসর ও ইস্তিকলল। এই ম্যাচে আল-নাসরের একাদশ দূরে থাক, বদলি খেলোয়াড়ের তালিকায় কোথাও ছিলেন না রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড ছাড়া ম্যাচে আল-নাসর ৬৯ শতাংশ বল দখলে রেখেছিল ঠিকই, তবে দলটা ছিল কিছুটা ছন্নছাড়া অবস্থায়। ১৬ মিনিটে আল-নাসরের মোহাম্মদ মারান হেডে গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। এরপর ২১ মিনিটে আরও এক সুযোগ হারায় আল-নাসর। দলটির ফরোয়ার্ড আব্দুর রহমান ঘারিব বাঁ পায়ে শট করেও লক্ষ্যভেদ করতে পারেননি। আল-নাসরের সুযোগ মিসের মহড়ায় গোল করে বসে ইস্তিকলল। ৩২ মিনিটে ইস্তিকললের স্ট্রাইকার আলিশের ঝালিলোভ বা পায়ের শটে লক্ষ্যভেদ করেন। প্রথমার্ধ ইস্তিকলল ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করেছে।
প্রথমার্ধের পর খুব দ্রুতই সমতায় ফেরে আল-নাসর। ৫০ মিনিটে ডান পায়ের দুর্দান্ত শটে সমতাসূচক গোল করেন ঘারিব। ১-১ সমতা হওয়ার পর গোল করতে মরিয়া হয়ে ওঠে দুই দল। তবে কখনো ফিনিশিং দুর্বলতা, কখনো গোলরক্ষকদের দৃঢ়তায় কেউই গোলমুখ খুলতে পারেনি। বিশেষ করে আল-নাসর গোল করার অনেকগুলো সুযোগ হারিয়েছে। ৫৭ ও ৭৮ মিনিটে ঘারিব দুবার গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। মোহাম্মদ কাসেম, সামি আল নাজি—আল-নাসরের এ দুই ফুটবলারও গোলের সুযোগ মিস করেন। শেষ পর্যন্ত ইস্তিকলল ও আল-নাসর ম্যাচ ড্র হয় ১-১ গোলে।
১-১ গোলে ড্র হলেও আল-নাসর আগেই হয়ে গেছে গ্রুপ চ্যাম্পিয়ন। এএফসি চ্যাম্পিয়নস লিগে ‘ই’ গ্রুপে থাকা দলটির ৬ ম্যাচে ৪ জয় ও ২ ড্রতে এখন ১৪ পয়েন্ট। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা পারসেপোলিস, আল দুহাইল, ইস্তিকললের পয়েন্ট যথাক্রমে ৮, ৭ ও ৩। প্রত্যেকেই ৬টি করে ম্যাচ খেলেছে।
প্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৩২ মিনিট আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১ ঘণ্টা আগে২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
২ ঘণ্টা আগে