Ajker Patrika

মেসিদের ‘বিশেষ জার্সি’ সাড়ে ৭ হাজার টাকা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০১ জুলাই ২০২৩, ১০: ২২
মেসিদের ‘বিশেষ জার্সি’ সাড়ে ৭ হাজার টাকা

পিএসজির সঙ্গে দুই বছরের সম্পর্ক শেষে লিওনেল মেসির নতুন ঠিকানা ইন্টার মিয়ামি। নতুন ক্লাবে মেসির জার্সি কেমন হবে তা নিয়ে সমর্থকদের আগ্রহ যেন অনেক। আর্জেন্টাইন তারকা ফুটবলারের নতুন জার্সির দাম পড়বে সাড়ে ৭ হাজার টাকা।

অ্যাডিডাস ও কৌতুক বইয়ের ব্র্যান্ড মার্ভেলের সঙ্গে মেজর লিগ সকার (এমএলএস) চুক্তি করেছে। মার্ভেলের ইচ্ছাতেই কাল্পনিক চরিত্র ক্যাপ্টেন আমেরিকার আদলে ডিজাইন করা হয়েছে ক্লাবগুলোর অনুশীলন জার্সি। অনুশীলন জার্সিগুলো সাধারণত লাল, সাদা ও নীল রঙের হবে। শুধু দলের লোগো অনুযায়ী একে অপরের থেকে আলাদা হবে। বিশেষ এই অনুশীলন জার্সি ইন্টার মিয়ামি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে। ক্যাপ্টেন আমেরিকার আদলে ডিজাইন করা এই জার্সি পরেই অনুশীলন করবেন মেসি ও তাঁর সতীর্থরা। অনুশীলনের এই জার্সির দাম পড়বে ৭০ ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৭৫৭৩ টাকা।

এমএলএস অল স্টার্সের বিপক্ষে আর্সেনালের ম্যাচে খেলার কথা ছিল মেসির। এরপর জানা যায়, আর্সেনালের বিপক্ষে অভিষেক হচ্ছে না আর্জেন্টাইন এই তারকা ফুটবলারের। ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচে ইন্টার মিয়ামির জার্সিতে অভিষেক হতে পারে। মেসির সঙ্গে ইন্টার মিয়ামির আনুষ্ঠানিক চুক্তিটাই শুধু বাকি। এরই মধ্যে তিনি মিয়ামিতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে ফেলেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সারের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে মিয়ামিতে পোর্শ ডিজাইন টাওয়ারে মেসি একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। অ্যাপার্টমেন্ট কিনতে তাঁর খরচ হয়েছে ৯০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৯৭ কোটি ৩৯ লাখ টাকা। পোর্শ ডিজাইন টাওয়ারের এই বাড়িটি তৈরি হয়েছে ২০১৭ সালে। এই বিল্ডিং থেকে মিয়ামি সমুদ্রসৈকত কয়েক সেকেন্ড দূরে। আর ইন্টার মিয়ামি স্টেডিয়াম থেকে তা ২৫ মিনিট দূরের পথ। মেসির নতুন বাড়িতে রয়েছে সিনেমা, গলফ, রেসিং সিমুলেটরস এবং ঘরোয়া পর্যায়ে রেস্তোরাঁর ব্যবস্থা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত