Ajker Patrika

অবশেষে হোটেল পাচ্ছেন সাবিনারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জুলাই ২০২৩, ২১: ২৮
অবশেষে হোটেল পাচ্ছেন সাবিনারা

সমালোচনার মুখে যেন টনক নড়ল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। অবশেষে হোটেলে উঠছে বাংলাদেশ নারী ফুটবল দল।

আগামী পরশু নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল দল। গত ১০ মাসে বিভিন্ন বিতর্কে নড়বড়ে বাংলাদেশের মেয়েরা নেপালের বিপক্ষে মাঠে ফেরার আগে ছিলেন নাজুক অবস্থায়। দলে আছে চোট, ফুটবলাররা আক্রান্ত ডেঙ্গুজ্বরেও।

আজ বাংলাদেশে আসা নেপাল দল উঠেছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। বাংলাদেশের নারী ফুটবলাররাও আবেদন করেছিলেন, ম্যাচ চলাকালীন তাঁদেরও যেন রাখা হয় হোটেলে। নেপাল ও বাংলাদেশ দলকে হোটেলে রাখতে মোট ১৮ লাখ টাকা খরচ হবে—এই কথা শুনিয়ে ফুটবলারদের আবেদন নাকচ করে দিয়েছেন কিরণ। বাফুফে সভাপতির প্রতিশ্রুতি ছিল, ফুটবলারদের হোটেলে রাখা হবে, একজন সিনিয়র ফুটবলার এমন কথা মনে করিয়ে দিতে নারী দলকে ৯ লাখ খরচায় হোটেলে রাখার সামর্থ্য নেই বলে জানিয়ে দেন কিরণ।

কিরণের এই সিদ্ধান্তে হতাশা বাড়তে থাকে নারী ফুটবলে। জমতে থাকে ক্ষোভ। আজকের পত্রিকায় ‘মেয়েদের জন্য ৯ লাখ টাকাও নেই বাফুফের’ শিরোনামে আজ প্রতিবেদনও হয়েছে। সমালোচনার মুখে হঠাৎ করেই সুর পাল্টেছে বাফুফে। আজ সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফের পক্ষ থেকে জানানো হয় নেপাল দলের মতো সাবিনা খাতুনদেরও থাকার ব্যবস্থা হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আগামীকাল হোটেলে উঠবে নারী ফুটবল দল। নেপাল ম্যাচকে ঘিরে কাল সংবাদ সম্মেলন হবে বাফুফে ভবনে।

এই সংবাদ সম্মেলন দিয়েই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নারী ফুটবলে শুরু হচ্ছে গোলাম রব্বানী ছোটন পরবর্তী যুগ। দীর্ঘ ১৪ বছর নারী দলের কোচ থাকার পর গত ২৮ মে পদত্যাগ করেন ছোটন। নেপালের বিপক্ষে নারী দলের কোচের দায়িত্বে থাকবেন ছোটনেরই সাবেক সহকারী মাহবুবুর রহমান লিটু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত